ETV Bharat / business

ধনতেরাসের আগে অনেকটাই সস্তা হল সোনা, রুপোর দামও পড়ল 1,000 টাকা - GOLD PRICE TODAY

গত সপ্তাহে সোনা-রুপোর দাম রেকর্ড পরিমাণ বাড়লেও আজ বেশ কিছুটা দাম কমেছে। শুধু বুলিয়ন মার্কেটেই নয়, ফিউচার মার্কেটেও সোনা-রুপোর দাম কমেছে।

Gold Price
অনেকটাই সস্তা হল সোনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 1:35 PM IST

Updated : Oct 28, 2024, 6:06 PM IST

কলকাতা, 28 অক্টোবর: ভারতে উৎসব এবং বিবাহের মরসুম এসেছে। ধনতেরাস, দীপাবলি এবং ভাইফোঁটার সময় সোনা এবং রুপোর চাহিদা বাড়ে, যে কারণে দামও বেড়ে যায়। গত সপ্তাহে সোনা-রুপোর দাম রেকর্ড পরিমাণ বাড়লেও আজ বেশ কিছুটা দাম কমেছে। শুধু বুলিয়ন মার্কেটেই নয়, সোমবার ফিউচার মার্কেটেও সোনা-রুপোর দাম কমেছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা-রুপোর দাম:

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা 317 টাকা কমে 78,215 টাকার স্তরে নামে। শুক্রবার সোনার দর 78,532 টাকায় বন্ধ হয়েছিল । ওই দিন রুপোর দাম 930 টাকা কমে 96,204 টাকায় বন্ধ হয়। শেষ ট্রেডিং সেশনে রুপো 97,134 টাকার স্তরে বন্ধ হয়েছিল ।

বুলিয়ন বাজারে সোনা-রুপোর দাম:

জুয়েলার্স এবং খুচরো বিক্রেতাদের মন্থর চাহিদার কারণে, শুক্রবার জাতীয় রাজধানীর বুলিয়ন বাজারে সোনার দাম প্রতি 10 গ্রামে 1,150 টাকা কমে 80,050 টাকা হয় । রুপোর দরও প্রতি কেজিতে 99,000 টাকা থেকে 2,000 টাকা কমেছে। এর আগে বৃহস্পতিবার রুপার দাম প্রতি কেজিতে 1 লাখ 1 হাজার টাকা হয়ে গিয়েছিল ।

এছাড়া, 99.5 শতাংশ বিশুদ্ধ সোনার দাম প্রতি 10 গ্রাম 350 টাকা কমে 80,450 টাকা হয়েছে৷ আগের দিন সোনার দাম ছিল 80,800 টাকা প্রতি 10 গ্রাম । যেখানে 99.9 শতাংশ বিশুদ্ধতার সোনার দাম প্রতি 10 গ্রামে 1,150 টাকা কমে 80,050 টাকা হয়েছে ৷ বৃহস্পতিবার এই সোনার দাম ছিল 81,200 টাকা প্রতি 10 গ্রাম । ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারে জুয়েলারি ও খুচরো বিক্রেতাদের চাহিদা কমায় এবং বিদেশের বাজারে দুর্বল লেনদেনের ফলে সোনার দাম প্রভাবিত হয়েছে ।

আরও পড়ুন
দীপাবলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কতটা বাড়ল?
পুজোর মুখেই বেশ কিছুটা সস্তা হল সোনা ! কলকাতায় দর কত ?

কলকাতা, 28 অক্টোবর: ভারতে উৎসব এবং বিবাহের মরসুম এসেছে। ধনতেরাস, দীপাবলি এবং ভাইফোঁটার সময় সোনা এবং রুপোর চাহিদা বাড়ে, যে কারণে দামও বেড়ে যায়। গত সপ্তাহে সোনা-রুপোর দাম রেকর্ড পরিমাণ বাড়লেও আজ বেশ কিছুটা দাম কমেছে। শুধু বুলিয়ন মার্কেটেই নয়, সোমবার ফিউচার মার্কেটেও সোনা-রুপোর দাম কমেছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা-রুপোর দাম:

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা 317 টাকা কমে 78,215 টাকার স্তরে নামে। শুক্রবার সোনার দর 78,532 টাকায় বন্ধ হয়েছিল । ওই দিন রুপোর দাম 930 টাকা কমে 96,204 টাকায় বন্ধ হয়। শেষ ট্রেডিং সেশনে রুপো 97,134 টাকার স্তরে বন্ধ হয়েছিল ।

বুলিয়ন বাজারে সোনা-রুপোর দাম:

জুয়েলার্স এবং খুচরো বিক্রেতাদের মন্থর চাহিদার কারণে, শুক্রবার জাতীয় রাজধানীর বুলিয়ন বাজারে সোনার দাম প্রতি 10 গ্রামে 1,150 টাকা কমে 80,050 টাকা হয় । রুপোর দরও প্রতি কেজিতে 99,000 টাকা থেকে 2,000 টাকা কমেছে। এর আগে বৃহস্পতিবার রুপার দাম প্রতি কেজিতে 1 লাখ 1 হাজার টাকা হয়ে গিয়েছিল ।

এছাড়া, 99.5 শতাংশ বিশুদ্ধ সোনার দাম প্রতি 10 গ্রাম 350 টাকা কমে 80,450 টাকা হয়েছে৷ আগের দিন সোনার দাম ছিল 80,800 টাকা প্রতি 10 গ্রাম । যেখানে 99.9 শতাংশ বিশুদ্ধতার সোনার দাম প্রতি 10 গ্রামে 1,150 টাকা কমে 80,050 টাকা হয়েছে ৷ বৃহস্পতিবার এই সোনার দাম ছিল 81,200 টাকা প্রতি 10 গ্রাম । ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারে জুয়েলারি ও খুচরো বিক্রেতাদের চাহিদা কমায় এবং বিদেশের বাজারে দুর্বল লেনদেনের ফলে সোনার দাম প্রভাবিত হয়েছে ।

আরও পড়ুন
দীপাবলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কতটা বাড়ল?
পুজোর মুখেই বেশ কিছুটা সস্তা হল সোনা ! কলকাতায় দর কত ?
Last Updated : Oct 28, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.