কলকাতা, 21 জুন: কয়েকটি নম্বর থেকে ভুয়ো কল করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার পরিকল্পনা করেছে একদল ব্যাঙ্ক জালিয়াত-হ্যাকার ৷ বেলারুস, লাতভিয়া, সার্ভিয়া, তানজ়ানিয়ার মতো দেশের আইএসডি নম্বর থেকে নানা অফারের প্রলোভন, ব্যাঙ্কিং পরিষেবার অছিলায় ফোন আসছে গ্রাহকদের কাছে ৷ ফোন ধরে কথা বলতে শুরু করলেই কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে যাচ্ছে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ এমনই 7টি নম্বর জানিয়ে গ্রাহকদের সতর্ক করল দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৷ একটি বিবৃতি দিয়ে ব্যাঙ্কের গ্রাহক ও কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে ৷
ভারত এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল-নির্ভর হয়েছে ৷ ডিজিটাল-নির্ভর হয়ে আধুনিক এবং সহজ হয়েছে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাও ৷ আর্থিক লেনদেনের জন্য এখন আর আগের মতো ব্যাঙ্কের শাখার কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হয় না ৷ স্মার্টফোন থেকেই ব্যাঙ্কে টাকা জমা দেওয়া থেকে টাকা তোলা, টাকা পাঠানো, সবই করা যায় ঘরে বসেই, কয়েক মিনিটে ৷ ব্যাঙ্কিং ব্যবস্থা যত ডিজিটাল-নির্ভর হয়ে আধুনিক হয়েছে, ততই বেড়েছে অনলাই ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ৷ তাই বারবার গ্রাহকদের সতর্ক করা হয় ব্যাঙ্কের তরফে ৷ ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী ও এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় ইটিভি ভারতকে জানান, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া একটি বিবৃতি জারি করে 7টি ফোন নম্বর সম্পর্কে তার গ্রাহকদের সতর্ক করেছে ৷
যে নম্বরগুলি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করেছে ব্যাঙ্ক:
টেলিফোন: +375602605281
টেলিফোন: +37127913091
টেলিফোন: +37178565072
টেলিফোন: +56322553736
টেলিফোন: +37052529259
টেলিফোন: +255901130460
অথবা +371 +375 +381 থেকে শুরু হওয়া যে কোনও ফোন নম্বর থেকে আসা ফোন না ধরতে অনুরোধ করা হয়েছে গ্রাহকদের ৷
ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে, এই ছেলেরা শুধুমাত্র একবার রিং করে বা মিসড কল করে অপেক্ষায় থাকছে হ্যাকাররা ৷ আপনি যদি কল ব্যাক করেন, তারা 3 সেকেন্ডের মধ্যে আপনার যোগাযোগের তালিকাটি অনুলিপি (কপি) করতে পারে এবং যদি আপনার ফোনে একটি ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ডের বিশদ তথ্য থাকে, তবে হ্যাকাররা তা-ও হাতিয়ে নিতে পারে ৷ সাইবার অপরাধ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি একটি নতুন কৌশল যা আপনার সিম কার্ড অ্যাক্সেস করতে, আপনার ফোন নম্বর ব্যবহার করে ভুয়ো কল করতে এবং আপনার মোবাইল নম্বরকে ব্যবহার করে অপরাধমূলক কাজ করতে পারে৷ তাই এই নম্বরগুলি বা উল্লেখিত আইএসডি কোডগুলি সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে এবং পরিবার-পরিজন, বন্ধুবান্ধবদেরও এই বিষয়ে সতর্ক করে দেওয়ার অনুরোধ করা হয়েছে ব্যাঙ্কের তরফে ৷