হায়দরাবাদ, 1 এপ্রিল: নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে 1 এপ্রিল, আজ থেকে । আর্থিক বছরের পাশাপাশি, অর্থ-সম্পর্কিত বিষয়েও বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে । ন্যাশনাল পেনশন সিস্টেম ও ক্রেডিট কার্ডেও বেশকিছু পরিবর্তন হয়েছে । যা চলতি অর্থবর্ষ থেকে কার্যকারী ৷
ক্রেডিট কার্ডের নিয়ম: নতুন অর্থবর্ষে থেকে স্টেট ব্যংকের বেশ কিছু ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টে পরিবর্তন করা হয়েছে ৷ এতদিন পর্যন্ত ব্যাংকের কার্ড থেকে বাড়ি ভাড়া দিলে সেখানে রিওয়ার্ড পাওয়া যেত ৷ এবার থেকেও রিওয়ার্ড থেকে বঞ্চিত হতে চলেছেন গ্রাহকরা ৷ তবে এইউআরইউএম, এসবিআই এলিট কার্ড, সিম্প্লি ক্লিক কার্ডের গ্রাহকরা বঞ্চিত হবেন রিওয়ার্ড থেকে ৷
পাশাপাশি আইসিআইসিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও কয়েকটি পরিবর্তন আনা হয়েছে ৷ কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে। নতুন নিয়ম 1 এপ্রিল থেকে কার্যকর হবে। আসন্ন ত্রৈমাসিকে এই সুবিধাটি পেতে আগের বছরে ন্যূনতম 35 হাজার টাকা খরচ করতে হবে। এই শর্তাবলী কোরাল ক্রেডিট কার্ড, মেক মাই ট্রিপ এবং আইসিআইসিআই ব্যাঙ্কের প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড-সহ বিভিন্ন ধরণের কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য ৷
ইয়েস ব্যাঙ্ক লাউঞ্জ অ্যাক্সেসের নিয়মেও বেশ কিছু সংশোধন করা হয়েছে। গত ত্রৈমাসিকে কার্ডের মাধ্যমে ন্যূনতম 10 হাজার টাকা খরচ করতে হবে ৷ যেকোন লাউঞ্জেও এই সুবিধা পেতে পারেন । অ্যাক্সিস ব্যাঙ্কের দেওয়া ম্যাগনাস ক্রেডিট কার্ড পুরস্কার পয়েন্ট, লাউঞ্জ অ্যাক্সেস এবং বার্ষিক ফি-তে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে ৷ বীমা, সোনার অলঙ্কার এবং জ্বালানির দাম ক্রেডিট কার্ডের মাধ্যমে মেটালে কোনও পুরস্কার পাবেন না গ্রাহকরা ৷ বিমানবন্দরে লাউঞ্জ অ্যাক্সেস পেতে গেলেও তিন মাসে ন্যূনতম খরচ 50 হাজার টাকা খরচ করতে হবে । বছরে বিমানবন্দের লাউঞ্জেক অ্যাক্সেস 8 বার থেকে কমিয়ে 4 বার করা হয়েছে ৷ তবে এই নতুন পরিবর্তনগুলি 20 এপ্রিল থেকে কার্যকর হবে।
এমপিএস লগ ইন নিয়ম: দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্য়ান্ড ডেভেলপমেন্ট অথরিটি গ্রাহকদের লগইন-এর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ৷ যা জালিয়াতির সমস্যা থেকে অ্যাকউন্টকে রক্ষা করবে ৷ গ্রাহকদের এনপিএস তথা ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যকাউন্টের গ্রাহকদের এবার থেকে আধার কর্ডে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন পক্রিয়া চালু করা হয়েছে ৷ যেসকল গ্রাহকদের অ্য়াকাউন্ট আছে তাঁদের লগইন করতে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে ৷ 15মার্চ একটি সার্কুলার জারি করা হয়েছে এই মর্মে ৷ নতুন নিয়ম 1 এপ্রিল থেকে কার্যকর হবে ৷
এসবিআই ডেবিড কার্ড চার্জ: নতুন অর্থবর্ষে ডেবিট কার্ড হ্যান্ডেলিং চার্জের উপর পরিবর্তন করা হয়েছে ৷ নুতুন নিয়ম কার্যকর হবে এপ্রিলের প্রথম দিন থেকে ৷ ইতিমধ্যেই ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়ে গ্রাহকদের জন্য ৷ ক্লাসসিক ডেবিট কার্ড, সিলভার, গ্লোবাল এবং কন্টাকলেস কার্ডের ক্ষেত্রেও এবার থেকে 200 টাকা চার্জ দিতে হবে গ্রাহকদের ৷ এতদিন পর্যন্ত এই কার্ডে গ্রাহকদের 125 টাকা চার্জ দিতে হত ৷ এছাড়াও যুব, গোল্ড, কম্বো ডেবিড কার্ড ও মাই কার্ডের ক্ষেত্রেও গ্রাহকদের এবার থেকে 250 টাকা চার্জ দিতে হবে ৷ এতদিন পর্যন্ত 175 টাকা চার্জ দিতে হত গ্রাহকদের ৷ এছাড়াও প্ল্যাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রেও বার্ষিক চার্জ 250 টাকা থেকে 350 টাকা করা হয়েছে ৷ এছড়াও প্ল্যাটিনাম বিজনেস কার্ডের ক্ষেত্রেও 350 টাকা থেকে 425 টাকা চার্জ ধার্য করা হয়েছে ৷ পাশাপাশি জিএসটিও দিতে হবে গ্রাহকদের ৷
নতুন আয়কর ব্যবস্থা: কেন্দ্রীয় বাজেট 2023-এ ঘোষণা অনুযায়ী, নতুন 'সরলীকৃত কর ব্যবস্থা' হল ডিফল্ট কর ব্যবস্থা। একজন করদাতা পুরানো কর ব্যবস্থা বেছে নিতে পারেন। এক্ষেত্রেও মূল ছাড়ের সীমা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ৷ আগের অর্থবর্ষ থেকে 50 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে ৷ এছাড়াও, একজন ব্যক্তির করযোগ্য আয় 5 কোটি টাকার বেশি হলে, নতুন কর ব্যবস্থায় সারচার্জ 37% এর পরিবর্তে 25% হবে। বীমা ও আইআরডিএআই বীমা পলিসির ডিজিটালাইজেশন বাধ্যতামূলক করেছে। অর্থাৎ এখন থেকে সব বীমা কোম্পানিকে ইলেকট্রনিক পদ্ধতিতে পলিসি প্রদান করতে হবে। স্বাস্থ্য এবং সাধারণ বীমা-সহ সমস্ত বীমা পলিসির ক্ষেত্রে প্রযোজ্য। আজ থেকে এই নিয়ম কার্যকর হবে।
প্যান কার্ড ও আধার কার্ড অবশ্যই লিঙ্ক করা উচিত: প্যান ও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ছিল 31 মার্চ, 2024 ৷ এই সময়সীমার মধ্যে লিঙ্ক না করালে PAN কার্ড বাতিল করা হতে পারে ৷ 1 এপ্রিল থেকে, দেরিতে প্যান-আধার সংযোগের জন্য 1,000 টাকা জরিমানা রয়েছে।
প্রফিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট স্থানান্তরের বৈশিষ্ট্য: 1 এপ্রিল থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি স্বয়ংক্রিয় সিস্টেম চালু করছে ৷ নতুন নিয়মে চাকরি পরিবর্তন করলে সহজেই অন্য PF অ্যাকাউন্ট স্থানান্তর করার জন্য। অবসর গ্রহণ কালে টাকা পেতে আরও সুবিধা হবে ৷
জীবন বীমা পলিসি: 5 লক্ষ টাকার বার্ষিক প্রিমিয়ামের উপর জীবন বীমা থেকে আয় নতুন আর্থিক বছর থেকে করযোগ্য হবে। নতুন আয়কর নিয়ম ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান (ULIP) কভার করবে না । 31 মার্চ, 2023 পর্যন্ত ক্রয় করা জীবন বীমা পলিসির জন্য, প্রিমিয়ামের পরিমাণ জীবন বীমা আয় করমুক্ত থাকবে ।
প্রবীণ নাগরিকদের সুবিধা: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের জন্য সর্বোচ্চ জমার সীমা 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 30 লক্ষ টাকা করা হবে। নতুন নিয়মে, একটি অ্যাকাউন্টের জন্য মাসে 9 লক্ষ টাকা জমা করা যাবে ৷ যা আগে ছিল 4.5 লক্ষ টাকা ৷ যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা 7.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 15 লাখ টাকা করা হয়েছে। বিনিয়োগের সীমা বৃদ্ধির অর্থ হল প্রবীণ নাগরিকরা এখন এই স্কিমে একটি বড় পরিমাণ রাখতে পারেন এবং আরও ভাল রিটার্ন অর্জন করতে পারেন। FY23-এর শেষ ত্রৈমাসিকের জন্য, এই আমানতে সুদের হার 8% নির্ধারণ করা হয়েছিল ৷
ই-গোল্ড রসিদে সোনার রূপান্তরের উপর কোনও কর নেই: 2023 সালের বাজেটে, অর্থমন্ত্রী উল্লেখ করেছেন যে যদি সোনার বারকে সোনার বন্ডে পরিণত করা যায় তবে তা লাভ যোগ্য ৷ বিনিয়োগকারীরা একটি ডিম্যাটেরিয়ালাইজড ফর্মে সোনা কেনেন এবং প্রকৃত সোনার পরিবর্তে সোনার বন্ড দেওয়া হয় ৷
ওলা মানি ওয়ালেট সীমাবদ্ধতা: ওলা মানি ব্যবহারকারীদের সচেতন হওয়ার সময় এসেছে ৷ নতুন নিয়মে ছোট পিপিআই (প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট) ওয়ালেট পরিষেবাগুলিতে রূপান্তরিত হচ্ছে ৷ 1 এপ্রিল, 2024 থেকে প্রতি মাসে ওলা মানি ওয়ালেটে 10 হাজার টাকা যোগ করা যাবে ৷ 22 মার্চ, 2024 তারিখে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে এই পরিবর্তন সম্পর্কে জানানো হয়েছে ইতিমধ্যেই ৷
ডেট ফান্ডের জন্য সম্প্রতি একটি বড় পরিবর্তন ঘোষণা করা হয়েছে: 1 এপ্রিল থেকে ডেট মিউচুয়াল ফান্ডগুলি কোনও ক্যাপিটাল গেইন ট্যাক্স সুবিধা পাবে না ৷ কোনও ইনডেক্সেশন সুবিধা পাবে না। মূলত এর অর্থ হল যে ঋণ তহবিল থেকে আপনি যা কিছু আয় করবেন তা আপনার আয়কর স্ল্যাব অনুযায়ী ফিক্সড ডিপোজিটের মতোই ট্যাক্স ধার্য করা হবে। তবে এটি শুধুমাত্র 1 এপ্রিল থেকে নতুন বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য।
আরও পড়ুন: