হায়দরাবাদ, 23 এপ্রিল: ফিনটেক শিল্পে ভারতের উল্লেখযোগ্য় নাম ভারতপে মঙ্গলবার ভারতপে ওয়ান লঞ্চ করছে ৷ এটা হতে চলেছে ভারতের প্রথম অল-ইন-ওয়ান পেমেন্ট প্রোডাক্ট ৷ এই ডিভাইসে পিওএস, কিউআর কোড ও স্পিকার একসঙ্গে থাকবে ৷
এই উদ্ভাবনী প্রোডাক্টটি ব্যবসায়ীদের জন্য লেনদেন আরও সহজ করতে ডিজাইন করা হয়েছে ৷ এর ফলে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের পরিসর আরও বাড়বে ৷ এখানে ডায়ানমিক ও স্ট্যাটিক কিউআর কোড, ট্যাপ-অ্যান্ড-পে এবং প্রথাগত কার্ড পেমেন্ট করার ব্যবস্থাও থাকবে ৷ ওই সংস্থা প্রথম পর্যায়ে 100-র বেশি শহরে এই প্রোডাক্টটি চালু করার পরিকল্পনা করেছে । পরবর্তী ছয় মাসের মধ্যে ভারতপে ওয়ানকে আরও সাড়ে চারশো শহরে ছড়িয়ে দিতে চায় ওই সংস্থা ৷
ভারতপে-এর সিইও নলিন নেগি একটি বিবৃতিতে বলেছেন, "একটি সাশ্রয়ী ডিভাইসে একাধিক কার্যকারিতা একত্রিত করে, আমরা বিভিন্ন সেক্টর জুড়ে ছোট এবং মাঝারি ব্যবসার বিভিন্ন প্রয়োজনের জন্য তৈরি একটি ব্যাপক সমাধান প্রদান করছি ৷" সংস্থার দাবি, এই ডিভাইস ব্যবহার করে পেমেন্ট করা বা নেওয়া আরও সহজ হবে ক্রেতা ও বিক্রেতার জন্য ৷
এই ডিভাইস একটি হাই-ডেফিনিশন টাচস্ক্রিন ডিসপ্লে, 4জি ও ওয়াইফাই কানেক্টিভিটি দিয়ে সজ্জিত এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হবে । এটি উন্নত কর্মক্ষমতা ও সুরক্ষা প্রদান করবে বলে জানানো হয়েছে ভারতপে-র তরফে ৷
ভারতপে-র পিওএস সলিউশনের চিফ বিজনেস অফিসার রিজিশ রাঘবন বলেন, "আমরা পাইলট পর্যায়ে আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে একটি অভূতপূর্ব প্রতিক্রিয়া পেয়েছি ও আমরা মনে করি যে এটি ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের জন্য আরেকটি গেম চেঞ্জার হবে, যা ফিনটেক শিল্পে একটি ট্রেলব্লেজার হিসাবে আমাদের অবস্থানকে আরও সুসংহত করবে ৷"
আরও পড়ুন: