ETV Bharat / bharat

গৃহবন্দি এড়াতে ওয়াইএস শর্মিলা রাত কাটালেন কংগ্রেস পার্টি অফিসে

Congress Leader YS Sharmila: গৃহবন্দি করা হতে পারে এমনটা বুঝতে পেরে কংগ্রেস অফিসেই রাত কাটালেন ওয়াইএস শর্মিলা ৷ অন্ধ্রপ্রদেশ কংগ্রেস প্রধান বুধবার রাতে বিজয়ওয়াড়ার দলীয় পার্টি অফিসে রাত কাটালেন ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে কংগ্রেস অফিসের মাটিতে শুয়ে রয়েছেন শর্মিলা ৷

ওয়াইএস শর্মিলা রাত কাটালেন পার্টি অফিসে
Congress Leader YS Sharmila
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 12:57 PM IST

Updated : Feb 22, 2024, 6:42 PM IST

বিজয়ওয়াড়ার দলীয় পার্টি অফিসে রাত কাটালেন ওয়াইএস শর্মিলা

অমরাবতী, 22 ফেব্রুয়ারি: বেকার যুবক ও ছাত্রদের সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার ওয়াইএস শর্মিলা রেড্ডি কংগ্রেস কর্মীদের 'চলো সচিবালয়' প্রতিবাদের ডাক দেন ৷ তারই আগের রাতে গৃহবন্দি এড়াতে কংগ্রেস অফিসেই রাত কাটালেন ওয়াইএস শর্মিলা ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে কংগ্রেস অফিসের মাটিতে শুয়ে রয়েছেন শর্মিলা ৷ আজ কংগ্রেসের 'চলো সচিবালয়' কর্মসূচি ঠেকাতে পুলিশ সর্বত্র কংগ্রেস নেতাদের গৃহবন্দি করছে। তাই এমনটা বুঝেই কংগ্রেস নেত্রী পার্টি অফিসে রাত কাটানোর সিদ্ধান্ত নেন ৷

এই কর্মসূচি থামাতে কংগ্রেস পার্টি অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চারদিকে ব্যারিকেড বসানো হয়েছে। এপিপিসি সভাপতি শর্মিলাকে আটক করা হয়েছে অন্ধ্ররত্ন ভবনে। এরপরই কংগ্রেস দলীয় কার্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয় ৷ 'চলো সচিবালয়' এই কর্মসূচিতে অংশ নিতে বুধবার সন্ধেয় বিজয়ওয়াড়া পৌঁছন শর্মিলা। কিন্তু শর্মিলাকে আম্পাপুরম, বাপুলাপাদু মণ্ডলে কেভিপি রামচন্দ্র রাওয়ের বাসভবনে থাকেন ৷ তারপরই সেখান থেকে পার্টি অফিসে যান ৷

রাতে পার্টি অফিসে কাটানোর পর করে সকালে চলো সচিবালয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই কংগ্রেস নেতাদের গ্রেফতার করে গৃহবন্দি করে রাখে পুলিশ। কংগ্রেস নেতা মাস্তানভালি এবং রুদ্র রাজুকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় কংগ্রেস নেত্রী শর্মিলা এক্সে রাজ্যের সরকারকে নিশানা করে লিখেছেন, "আমরা যদি বেকারদের পক্ষ নিয়ে প্রতিবাদের সুর চড়াই, তাহলে কি গৃহবন্দি করার চেষ্টা করা হবে?" সঙ্গেই তিনি এও লিখেছেন, "এটা কি লজ্জাজনক নয়, একজন মহিলা হয়ে, পুলিশকে এড়াতে এবং গৃহবন্দি এড়াতে কংগ্রেসের পার্টি অফিসে রাত কাটাতে বাধ্য হচ্ছি।"

দাদা জগন মোহন রেড্ডির হাত ছেড়ে হাত শিবিরে যোগ দিয়েছিলেন ওয়াইএসশর্মিলা, তারপরেই অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের প্রধান পদে বসানো হয় তাঁকে। শর্মিলা যেদিন কংগ্রেস শিবিরে যোগ দেন সেদিন তিনি বলেছিলেন, রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেই কারণেই হাত শিবিরের যোগদান তাঁর।

আরও পড়ুন:

  1. কৃষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা মল্লিকার্জুন খাড়গের
  2. খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ
  3. চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ প্রার্থীকে বিজয়ী ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ইন্ডিয়া জোটের বড় জয়'; বললেন কেজরি

বিজয়ওয়াড়ার দলীয় পার্টি অফিসে রাত কাটালেন ওয়াইএস শর্মিলা

অমরাবতী, 22 ফেব্রুয়ারি: বেকার যুবক ও ছাত্রদের সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার ওয়াইএস শর্মিলা রেড্ডি কংগ্রেস কর্মীদের 'চলো সচিবালয়' প্রতিবাদের ডাক দেন ৷ তারই আগের রাতে গৃহবন্দি এড়াতে কংগ্রেস অফিসেই রাত কাটালেন ওয়াইএস শর্মিলা ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে কংগ্রেস অফিসের মাটিতে শুয়ে রয়েছেন শর্মিলা ৷ আজ কংগ্রেসের 'চলো সচিবালয়' কর্মসূচি ঠেকাতে পুলিশ সর্বত্র কংগ্রেস নেতাদের গৃহবন্দি করছে। তাই এমনটা বুঝেই কংগ্রেস নেত্রী পার্টি অফিসে রাত কাটানোর সিদ্ধান্ত নেন ৷

এই কর্মসূচি থামাতে কংগ্রেস পার্টি অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চারদিকে ব্যারিকেড বসানো হয়েছে। এপিপিসি সভাপতি শর্মিলাকে আটক করা হয়েছে অন্ধ্ররত্ন ভবনে। এরপরই কংগ্রেস দলীয় কার্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয় ৷ 'চলো সচিবালয়' এই কর্মসূচিতে অংশ নিতে বুধবার সন্ধেয় বিজয়ওয়াড়া পৌঁছন শর্মিলা। কিন্তু শর্মিলাকে আম্পাপুরম, বাপুলাপাদু মণ্ডলে কেভিপি রামচন্দ্র রাওয়ের বাসভবনে থাকেন ৷ তারপরই সেখান থেকে পার্টি অফিসে যান ৷

রাতে পার্টি অফিসে কাটানোর পর করে সকালে চলো সচিবালয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই কংগ্রেস নেতাদের গ্রেফতার করে গৃহবন্দি করে রাখে পুলিশ। কংগ্রেস নেতা মাস্তানভালি এবং রুদ্র রাজুকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় কংগ্রেস নেত্রী শর্মিলা এক্সে রাজ্যের সরকারকে নিশানা করে লিখেছেন, "আমরা যদি বেকারদের পক্ষ নিয়ে প্রতিবাদের সুর চড়াই, তাহলে কি গৃহবন্দি করার চেষ্টা করা হবে?" সঙ্গেই তিনি এও লিখেছেন, "এটা কি লজ্জাজনক নয়, একজন মহিলা হয়ে, পুলিশকে এড়াতে এবং গৃহবন্দি এড়াতে কংগ্রেসের পার্টি অফিসে রাত কাটাতে বাধ্য হচ্ছি।"

দাদা জগন মোহন রেড্ডির হাত ছেড়ে হাত শিবিরে যোগ দিয়েছিলেন ওয়াইএসশর্মিলা, তারপরেই অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের প্রধান পদে বসানো হয় তাঁকে। শর্মিলা যেদিন কংগ্রেস শিবিরে যোগ দেন সেদিন তিনি বলেছিলেন, রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেই কারণেই হাত শিবিরের যোগদান তাঁর।

আরও পড়ুন:

  1. কৃষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা মল্লিকার্জুন খাড়গের
  2. খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ
  3. চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ প্রার্থীকে বিজয়ী ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ইন্ডিয়া জোটের বড় জয়'; বললেন কেজরি
Last Updated : Feb 22, 2024, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.