ETV Bharat / bharat

উন্মত্ত হয়ে সরকারি চাকরির পেছনে ছোটা বন্ধ করতে হবে যুবদের: ধনকড়

Vice President Dhankhar: সোমবার মিজোরাম বিশ্ববিদ্যালয়ের 18তম সমাবর্তনে ভাষণ দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় । যুব প্রজন্মকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 5:23 PM IST

আইজল, 26 ফেব্রুয়ারি: আইনের চোখে সবাই সমান না হলে, কোনও গণতন্ত্র টিকে থাকতে পারে না, কোনও গণতন্ত্র উন্নতি করতে পারে না ৷ সোমবার এ কথা বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ মিজোরাম বিশ্ববিদ্যালয়ের 18তম সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে ধনকড় বলেন যে, এখন আইনের সাম্যই হল বাস্তবতা এবং যাঁরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন, তাঁরা দৃঢ়ভাবে আইনের খপ্পরে পড়বেন ।

তরুণদের ঐতিহ্যবাহী পথ পরিত্যাগ করার আহ্বান জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, "যুবকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার গেরো এবং বেপরোয়া ভাবে সরকারি চাকরির পেছনে ছোটা থেকে বেরিয়ে আসতে হবে ৷"

পড়ুয়াদের অন্যভাবে চিন্তাভাবনা করার কথা বলেন ধনকড় ৷ তাঁদের মনের ধারণাগুলির বাস্তবায়ন করা এবং ব্যর্থতাকে ভয় না করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ কারণ তাঁর মতে, "ব্যর্থতা সাফল্যেরই একটি ধাপ"।

দেশে সক্রিয় বাস্তুতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন যে, এখন তরুণরা নিজেদের স্বপ্নকে ফলপ্রসূ করতে পারে এবং তাঁদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেন । দেশে বিনিয়োগের পরিবেশের দিকে দৃষ্টি আকর্ষণ করে ধনকড় বলেন, "বিশ্বব্যাপী মাথাব্যথা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত বিনিয়োগের একটি উজ্জ্বল স্থান এবং সুযোগের দেশ ।"

অ্যাক্ট-ইস্ট নীতি এবং রেল, সড়ক ও ডিজিটাল সংযোগে অভূতপূর্ব বিনিয়োগের প্রশংসা করে এ দিন উপরাষ্ট্রপতি এই নীতিটিকে রূপান্তরমূলক বলে বর্ণনা করেছেন, যা উত্তর-পূর্বের জন্য আর্থ-সামাজিক উন্নয়নমূলক সুবিধা প্রদান করে । কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর মতো ডোমেনে দেশের গৃহীত অগ্রণী পদক্ষেপগুলিকে তুলে ধরে ধনকড় যুবকদের এই বিপর্যয়কর প্রযুক্তিগুলির দ্বারা প্রদত্ত সুযোগগুলির পূর্ণ ব্যবহার করার এবং স্টার্ট আপ ও উদ্যোগপতি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । মিজোরামের রাজ্যপাল ড. হরি বাবু কামহামপতি, মিজোরামের মুখ্যমন্ত্রী পিইউ লালদুহোমাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন:

  1. মিমিক্রি বিতর্কের মাঝেও কল্যাণকে জন্মদিনে শুভেচ্ছা ধনকড়ের, অভিভূত সাংসদ
  2. 'বেশ করেছি নকল করেছি', এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি এলইডি স্ক্রিনে দেখানোর ঘোষণা কল্যাণের!
  3. মহিলা সংরক্ষণ বিলে স্বাক্ষর ধনকড়ের, চূড়ান্ত সম্মতি পেতে যাবে রাষ্ট্রপতির কাছে

আইজল, 26 ফেব্রুয়ারি: আইনের চোখে সবাই সমান না হলে, কোনও গণতন্ত্র টিকে থাকতে পারে না, কোনও গণতন্ত্র উন্নতি করতে পারে না ৷ সোমবার এ কথা বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ মিজোরাম বিশ্ববিদ্যালয়ের 18তম সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে ধনকড় বলেন যে, এখন আইনের সাম্যই হল বাস্তবতা এবং যাঁরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন, তাঁরা দৃঢ়ভাবে আইনের খপ্পরে পড়বেন ।

তরুণদের ঐতিহ্যবাহী পথ পরিত্যাগ করার আহ্বান জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, "যুবকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার গেরো এবং বেপরোয়া ভাবে সরকারি চাকরির পেছনে ছোটা থেকে বেরিয়ে আসতে হবে ৷"

পড়ুয়াদের অন্যভাবে চিন্তাভাবনা করার কথা বলেন ধনকড় ৷ তাঁদের মনের ধারণাগুলির বাস্তবায়ন করা এবং ব্যর্থতাকে ভয় না করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ কারণ তাঁর মতে, "ব্যর্থতা সাফল্যেরই একটি ধাপ"।

দেশে সক্রিয় বাস্তুতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন যে, এখন তরুণরা নিজেদের স্বপ্নকে ফলপ্রসূ করতে পারে এবং তাঁদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেন । দেশে বিনিয়োগের পরিবেশের দিকে দৃষ্টি আকর্ষণ করে ধনকড় বলেন, "বিশ্বব্যাপী মাথাব্যথা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত বিনিয়োগের একটি উজ্জ্বল স্থান এবং সুযোগের দেশ ।"

অ্যাক্ট-ইস্ট নীতি এবং রেল, সড়ক ও ডিজিটাল সংযোগে অভূতপূর্ব বিনিয়োগের প্রশংসা করে এ দিন উপরাষ্ট্রপতি এই নীতিটিকে রূপান্তরমূলক বলে বর্ণনা করেছেন, যা উত্তর-পূর্বের জন্য আর্থ-সামাজিক উন্নয়নমূলক সুবিধা প্রদান করে । কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর মতো ডোমেনে দেশের গৃহীত অগ্রণী পদক্ষেপগুলিকে তুলে ধরে ধনকড় যুবকদের এই বিপর্যয়কর প্রযুক্তিগুলির দ্বারা প্রদত্ত সুযোগগুলির পূর্ণ ব্যবহার করার এবং স্টার্ট আপ ও উদ্যোগপতি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । মিজোরামের রাজ্যপাল ড. হরি বাবু কামহামপতি, মিজোরামের মুখ্যমন্ত্রী পিইউ লালদুহোমাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন:

  1. মিমিক্রি বিতর্কের মাঝেও কল্যাণকে জন্মদিনে শুভেচ্ছা ধনকড়ের, অভিভূত সাংসদ
  2. 'বেশ করেছি নকল করেছি', এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি এলইডি স্ক্রিনে দেখানোর ঘোষণা কল্যাণের!
  3. মহিলা সংরক্ষণ বিলে স্বাক্ষর ধনকড়ের, চূড়ান্ত সম্মতি পেতে যাবে রাষ্ট্রপতির কাছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.