আইজল, 26 ফেব্রুয়ারি: আইনের চোখে সবাই সমান না হলে, কোনও গণতন্ত্র টিকে থাকতে পারে না, কোনও গণতন্ত্র উন্নতি করতে পারে না ৷ সোমবার এ কথা বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ মিজোরাম বিশ্ববিদ্যালয়ের 18তম সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে ধনকড় বলেন যে, এখন আইনের সাম্যই হল বাস্তবতা এবং যাঁরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন, তাঁরা দৃঢ়ভাবে আইনের খপ্পরে পড়বেন ।
তরুণদের ঐতিহ্যবাহী পথ পরিত্যাগ করার আহ্বান জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, "যুবকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার গেরো এবং বেপরোয়া ভাবে সরকারি চাকরির পেছনে ছোটা থেকে বেরিয়ে আসতে হবে ৷"
পড়ুয়াদের অন্যভাবে চিন্তাভাবনা করার কথা বলেন ধনকড় ৷ তাঁদের মনের ধারণাগুলির বাস্তবায়ন করা এবং ব্যর্থতাকে ভয় না করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ কারণ তাঁর মতে, "ব্যর্থতা সাফল্যেরই একটি ধাপ"।
দেশে সক্রিয় বাস্তুতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন যে, এখন তরুণরা নিজেদের স্বপ্নকে ফলপ্রসূ করতে পারে এবং তাঁদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেন । দেশে বিনিয়োগের পরিবেশের দিকে দৃষ্টি আকর্ষণ করে ধনকড় বলেন, "বিশ্বব্যাপী মাথাব্যথা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত বিনিয়োগের একটি উজ্জ্বল স্থান এবং সুযোগের দেশ ।"
অ্যাক্ট-ইস্ট নীতি এবং রেল, সড়ক ও ডিজিটাল সংযোগে অভূতপূর্ব বিনিয়োগের প্রশংসা করে এ দিন উপরাষ্ট্রপতি এই নীতিটিকে রূপান্তরমূলক বলে বর্ণনা করেছেন, যা উত্তর-পূর্বের জন্য আর্থ-সামাজিক উন্নয়নমূলক সুবিধা প্রদান করে । কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর মতো ডোমেনে দেশের গৃহীত অগ্রণী পদক্ষেপগুলিকে তুলে ধরে ধনকড় যুবকদের এই বিপর্যয়কর প্রযুক্তিগুলির দ্বারা প্রদত্ত সুযোগগুলির পূর্ণ ব্যবহার করার এবং স্টার্ট আপ ও উদ্যোগপতি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । মিজোরামের রাজ্যপাল ড. হরি বাবু কামহামপতি, মিজোরামের মুখ্যমন্ত্রী পিইউ লালদুহোমাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন: