বস্তার, 14 ফেব্রুয়ারি: ছত্তিশগড়ের বস্তার জেলায় 9 বছরের এক বালককে খুনের অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে ৷ মঙ্গলবার সন্ধেবেলা খুনের ঘটনাটি ঘটে বস্তারের লৌনহাদিগুদা থানার উসরিবেদা গ্রামের ৷ অভিযুক্ত তরুণের নাম নীতীশ কুশওয়াহা ৷ বয়স মাত্র 19 বছর ৷ জানা গিয়েছে, মৃত বালকের বাবার সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া-অশান্তি হত অভিযুক্তের ৷
মৃত বালকের বাবার সঙ্গে পুরনো শত্রুতা:
লৌনহাদিগুদা থানা এলাকার উসরিবেদা গ্রামের বাসিন্দা গৌতম বর্মার একটি মোবাইলের দোকান রয়েছে ৷ একই এলাকায় বসবাসকারী অভিযুক্ত নীতীশ কুশওয়াহার সঙ্গে তাঁর পুরনো শত্রুতা ছিল বলে জানা গিয়েছে ৷ দীর্ঘদিন ধরে দু'টি পরিবারে বিরোধ চলে আসছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় গৌতম বর্মার 9 বছরের ছেলে দোকানের সামনে খেলছিল ৷ সেই সময় অভিযুক্ত নীতীশ বাচ্চাটিকে সঙ্গে নিজের সঙ্গে ডাকে ৷ কিন্তু সে যেতে অস্বীকার করলে চকলেটের লোভ দেখায় নীতীশ ৷ চকলেট পেয়ে নাবালক এই অভিযুক্তের সঙ্গে চলে যায় ৷
কিছুদূর যাওয়ার পর অভিযুক্ত তাঁর এক সঙ্গীকে বাইকে বসিয়ে নাবালককে অপহরণ করে জগদলপুরে নিয়ে আসে বলে অভিযোগ ৷ শহর সংলগ্ন পল্লিনাকা জঙ্গলেই তাকে খুন করে অভিযুক্তরা ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রথমে বালকটিকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে ৷ কিন্তু প্রচেষ্টা সফল না-হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে বাচ্চাটির গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ এমনকী সেখানেই বেদের দেহ ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা ৷
মুক্তিপণের দাবির পরিকল্পনা ও খুন:
অন্যদিকে, বাচ্চাটির অপহরণের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায় ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ জিজ্ঞাসাবাদে জানা যায়, নীতীশ কুশওয়াহার সঙ্গে বালকটিকে শেষ দেখা গিয়েছিল ৷ এরপর জগদলপুর শহরের ধরমপুরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, বাচ্চাটির বাবার সঙ্গে তাঁর পুরনো শত্রুতা ছিল ৷ ফলত প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল সে ৷ অভিযুক্ত পুলিশকে জানায়, প্রথমে সে অপহরণ করে, মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করলেও পরে শিশুটিকে হত্যা করা হয় ৷
বস্তার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহেশ্বর নাগ বলেন, "মঙ্গলবার গৌতম বর্মা লৌনহাদিগুদা থানায় অভিযোগ করেন, তাঁর ছেলেকে প্রতিবেশী নীলেশ কুশওয়াহা গাড়িতে তুলে নিয়ে যায় ৷ একটি মামলা নথিভুক্ত করা হয় ও অভিযুক্তের সন্ধান শুরু হয় ৷ অভিযুক্তের সন্ধান পাওয়ার পর, তাঁকে গ্রেফতার করা হয় ৷ সে জানিয়েছে, পুরনো শত্রুতার জেরে তিনি তার সঙ্গী হংসরাজ শেট্টিকে নিয়ে শিশুটিকে হত্যা করেছে ৷"
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নীতীশ জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ৷ এমনকি বালকটিকে খাওয়ানো চকলেটেও মাদক ছিল ৷ ফলে বাচ্চাটিকে অপহরণ করতে খুব একটা সমস্যা হয়নি ৷ পুলিশ নিশান দেহি থেকে বালকের দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত নীতীশকে ৷ তাঁর সঙ্গী হংসরাজ শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
আরও পড়ুন: