অমৃতসর, 5 ফেব্রুয়ারি: ঘুড়ি কাটা নিয়ে দু'পক্ষের বিবাদের জেরে প্রাণ গেল যুবকের ৷ তাঁকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পঞ্জাবের অমৃতসরের বি ডিভিশন থানার অন্তর্গত সুলতানউইন্ড গেট রোড এলাকায় ৷ মৃতের নাম হরমনজিৎ সিং ৷ ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের ৷ অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু হয়েছে ৷
জানা গিয়েছে, কয়েকদিন আগে ঘুড়ি ওড়ানো নিয়ে দুই দল যুবকের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয় ৷ পরে শুরু হয় মারামারিও । সেই ঘটনার পর গতকাল গভীর রাতে এক পক্ষের যুবকরা অপর পক্ষের হরমনজিৎ সিংকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ৷ তাতে তিনি গুরুতর আহত হন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। তাঁরা মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করেছেন । এক পুলিশ আধিকারিক জানান, সুলতানউইন্ড গেট এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি করে কয়েকজন যুবক । চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হরমনজিৎ সিংয়ের ৷ তাঁর পিঠে গুলি লাগে । নিহত যুবকের মা বলেন, "ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল । একে অপরের ঘুড়ি কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। কিন্ত তা থেকে গুলি চলার মতো পরিস্থিতি কী করে তৈরি হল তা আমি বুঝতে পারছি না৷ আমার ছেলেকে গুলি করা হয়েছে । আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল ।"
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হচ্ছে । অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে । একই সঙ্গে মৃত হরমনজিৎ সিংয়ের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারও প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই । তবে পুলিশ প্রশাসনের কাছে ছেলের মৃত্যুর বিচারের দাবি করেছেন যুবকের পরিবার ।
আরও পড়ুন: