ETV Bharat / bharat

ঘুড়ি কাটা নিয়ে বিবাদের জের, যুবককে গুলি করে খুন - Young Man Shot Dead

Young Man Shot Dead in Punjab: ঘুড়ি কাটা নিয়ে বিবাদের জেরে গুলি করে যুবক খুনের অভিযোগ ৷ পঞ্জাবের ঘটনার তদন্ত করেছে পুলিশ ৷ তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ ছেলের মৃত্যুর সুবিচারের দাবি পরিবারের ৷

Young Man Shot Dead
যুবককে গুলি করে খুন পঞ্জাবে
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 4:37 PM IST

অমৃতসর, 5 ফেব্রুয়ারি: ঘুড়ি কাটা নিয়ে দু'পক্ষের বিবাদের জেরে প্রাণ গেল যুবকের ৷ তাঁকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পঞ্জাবের অমৃতসরের বি ডিভিশন থানার অন্তর্গত সুলতানউইন্ড গেট রোড এলাকায় ৷ মৃতের নাম হরমনজিৎ সিং ৷ ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের ৷ অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু হয়েছে ৷

জানা গিয়েছে, কয়েকদিন আগে ঘুড়ি ওড়ানো নিয়ে দুই দল যুবকের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয় ৷ পরে শুরু হয় মারামারিও । সেই ঘটনার পর গতকাল গভীর রাতে এক পক্ষের যুবকরা অপর পক্ষের হরমনজিৎ সিংকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ৷ তাতে তিনি গুরুতর আহত হন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। তাঁরা মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করেছেন । এক পুলিশ আধিকারিক জানান, সুলতানউইন্ড গেট এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি করে কয়েকজন যুবক । চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হরমনজিৎ সিংয়ের ৷ তাঁর পিঠে গুলি লাগে । নিহত যুবকের মা বলেন, "ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল । একে অপরের ঘুড়ি কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। কিন্ত তা থেকে গুলি চলার মতো পরিস্থিতি কী করে তৈরি হল তা আমি বুঝতে পারছি না৷ আমার ছেলেকে গুলি করা হয়েছে । আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল ।"

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হচ্ছে । অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে । একই সঙ্গে মৃত হরমনজিৎ সিংয়ের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারও প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই । তবে পুলিশ প্রশাসনের কাছে ছেলের মৃত্যুর বিচারের দাবি করেছেন যুবকের পরিবার ।

আরও পড়ুন:

  1. টাকা নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত দোকানের কর্মী, অধরা আততায়ীরা
  2. বিয়েবাড়িতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলকর্মীর, 11 জনের নামে অভিযোগ দায়ের
  3. হোটেল রুমে গুলিতে প্রেমিকার চোয়াল ঝাঁঝরা করল প্রেমিক! আশঙ্কাজনক তরুণী

অমৃতসর, 5 ফেব্রুয়ারি: ঘুড়ি কাটা নিয়ে দু'পক্ষের বিবাদের জেরে প্রাণ গেল যুবকের ৷ তাঁকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পঞ্জাবের অমৃতসরের বি ডিভিশন থানার অন্তর্গত সুলতানউইন্ড গেট রোড এলাকায় ৷ মৃতের নাম হরমনজিৎ সিং ৷ ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের ৷ অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু হয়েছে ৷

জানা গিয়েছে, কয়েকদিন আগে ঘুড়ি ওড়ানো নিয়ে দুই দল যুবকের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয় ৷ পরে শুরু হয় মারামারিও । সেই ঘটনার পর গতকাল গভীর রাতে এক পক্ষের যুবকরা অপর পক্ষের হরমনজিৎ সিংকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ৷ তাতে তিনি গুরুতর আহত হন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। তাঁরা মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করেছেন । এক পুলিশ আধিকারিক জানান, সুলতানউইন্ড গেট এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি করে কয়েকজন যুবক । চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হরমনজিৎ সিংয়ের ৷ তাঁর পিঠে গুলি লাগে । নিহত যুবকের মা বলেন, "ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল । একে অপরের ঘুড়ি কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। কিন্ত তা থেকে গুলি চলার মতো পরিস্থিতি কী করে তৈরি হল তা আমি বুঝতে পারছি না৷ আমার ছেলেকে গুলি করা হয়েছে । আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল ।"

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হচ্ছে । অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে । একই সঙ্গে মৃত হরমনজিৎ সিংয়ের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারও প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই । তবে পুলিশ প্রশাসনের কাছে ছেলের মৃত্যুর বিচারের দাবি করেছেন যুবকের পরিবার ।

আরও পড়ুন:

  1. টাকা নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত দোকানের কর্মী, অধরা আততায়ীরা
  2. বিয়েবাড়িতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলকর্মীর, 11 জনের নামে অভিযোগ দায়ের
  3. হোটেল রুমে গুলিতে প্রেমিকার চোয়াল ঝাঁঝরা করল প্রেমিক! আশঙ্কাজনক তরুণী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.