ETV Bharat / bharat

ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন! কীভাবে জেনে নিন - vote without voter card - VOTE WITHOUT VOTER CARD

How to cast vote without Voter Card: ভোট উৎসব আসন্ন ৷ কোটি কোটি ভারতীয় নাগরিক ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে বেছে নেবেন ৷ এর জন্য প্রয়োজন ভোটার কার্ড, বলা ভালো এপিক নম্বর ৷ কিন্তু তা না-থাকলেও আপনি ভোট দিতে পারবেন ৷ কীভাবে জানুন...

ETV Bharat
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 10:10 AM IST

নয়াদিল্লি, 26 মার্চ: দেশে 18তম লোকসভা নির্বাচনে অংশ নেবে 96.88 কোটি ভারতীয় ৷ 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত দেশজুড়ে চলবে 2024 লোকসভা ভোট ৷ এর পাশাপাশি হবে চারটি রাজ্যে বিধানসভা ভোট ৷ ফলাফল 4 জুন ৷ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে অংশ নিতে সঙ্গে রাখতে হবে ভোটার আইডি কার্ড ৷ ভোটাধিকার প্রয়োগের পরিচয়পত্রটি দেখিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন একজন ভোটার ৷

তবে ভোটার আইডি কার্ড না থাকলে ? তাহলে কি ভোট দেওয়া যাবে না ? নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, ভোটার আইডি কার্ড না-থাকলেও ভোট দেওয়া যাবে ৷ সেক্ষেত্রে ভোটার তালিকায় নিজের নাম আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে ৷ তালিকায় নাম থাকলে ভোটার কার্ড ছাড়াও ভোট দেওয়া যাবে ৷ শুধু প্রয়োজন এপিক নম্বর, যা নির্বাচন কমিশন ইস্যু করে ৷

ভারতে ভোট দেওয়ার যোগ্যতা-

  • যে কোনও ভারতীয় নাগরিক ভোট দিতে পারবেন ৷
  • জানুয়ারি মাসে 1 তারিখের হিসেবে 18 বছর বয়সি যে কোনও নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৷
  • নাগরিকের কাছে ভোটার কার্ড থাকতে হবে ৷ এই কার্ডে 10 অঙ্কের আলফানিউম্যারিক নম্বর থাকে, যাকে ইলেক্টোরাল ফোটো আইডেনটিটি কার্ড নম্বর বা ইপিআইসি বা এপিক নম্বর বলে ৷ নির্বাচন কমিশন এই নম্বরটি ইস্যু করে ৷ তবে কারও কাছে এই কার্ড না থাকলেও তিনি ভোট দিতে পারবেন ৷ তার আগে দেখে নিতে হবে, ভোটার তালিকায় তাঁর নাম আছে কি না ৷

ভোটার তালিকায় যদি নাম না থাকে, তাহলে কী করতে হবে ?

ভোটার হিসাবে নাম নথিভুক্তিকরণের জন্য যে কোনও ভারতীয় নাগরিককে অনলাইন বা অফলাইনে 6 নম্বর ফর্মটি পূরণ করতে হবে ৷

অনলাইনে 6 নম্বর ফর্ম পূরণ- নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট https://voters.eci.gov.in ৷ অনলাইনে এই ওয়েবসাইটে 6 নম্বর ফর্ম পাওয়া যাবে ৷ এখানে তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করে ধাপে ধাপে ফর্মটি পূরণ করতে হবে ৷

অফলাইনে 6 নম্বর ফর্ম পূরণ- এই ফর্মটি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে ৷ এখানেও প্রয়োজনীয় তথ্য লিখে নথি-সহ জমা দিতে হবে ৷ পরে ওই ভোটারের কাছে ডাকযোগে ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে ৷ আবার আধিকারিকদের কার্যালয়ে গিয়েও কার্ডটি মিলতে পারে ৷

তবে ভোটার হিসাবে নাম নথিভুক্তিকরণের জন্য আপনার লাগবে:

  • পার্সপোর্ট সাইজ রঙিন ফোটো
  • জন্মতারিখের সংশাপত্র
  • ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড, ব্যাংক পাসবই, এপিএল/বিপিএল কার্ড)

কিন্তু আপনার কাছে ভোটার কার্ড এসে না-পৌঁছলে নিন্মলিখিত নথির যে কোনও একটিি দেখিয়ে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন :

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • রেশন কার্ড
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • পেনশনের নথি
  • ব্যাংকের পাসবই (ছবি সহ)
  • কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস আই-কার্ড
  • জব কার্ড

আরও পড়ুন:

  1. প্রার্থী হয়েই জন্মভিটেয় কঙ্গনা, স্থানীয়দের সঙ্গে মাতলেন হোলিতে
  2. শ্রীরামপুরে কল্যাণকে 'বোল্ড' করার হুঁশিয়ারি প্রাক্তন জামাই কবীরশঙ্করের

নয়াদিল্লি, 26 মার্চ: দেশে 18তম লোকসভা নির্বাচনে অংশ নেবে 96.88 কোটি ভারতীয় ৷ 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত দেশজুড়ে চলবে 2024 লোকসভা ভোট ৷ এর পাশাপাশি হবে চারটি রাজ্যে বিধানসভা ভোট ৷ ফলাফল 4 জুন ৷ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে অংশ নিতে সঙ্গে রাখতে হবে ভোটার আইডি কার্ড ৷ ভোটাধিকার প্রয়োগের পরিচয়পত্রটি দেখিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন একজন ভোটার ৷

তবে ভোটার আইডি কার্ড না থাকলে ? তাহলে কি ভোট দেওয়া যাবে না ? নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, ভোটার আইডি কার্ড না-থাকলেও ভোট দেওয়া যাবে ৷ সেক্ষেত্রে ভোটার তালিকায় নিজের নাম আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে ৷ তালিকায় নাম থাকলে ভোটার কার্ড ছাড়াও ভোট দেওয়া যাবে ৷ শুধু প্রয়োজন এপিক নম্বর, যা নির্বাচন কমিশন ইস্যু করে ৷

ভারতে ভোট দেওয়ার যোগ্যতা-

  • যে কোনও ভারতীয় নাগরিক ভোট দিতে পারবেন ৷
  • জানুয়ারি মাসে 1 তারিখের হিসেবে 18 বছর বয়সি যে কোনও নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৷
  • নাগরিকের কাছে ভোটার কার্ড থাকতে হবে ৷ এই কার্ডে 10 অঙ্কের আলফানিউম্যারিক নম্বর থাকে, যাকে ইলেক্টোরাল ফোটো আইডেনটিটি কার্ড নম্বর বা ইপিআইসি বা এপিক নম্বর বলে ৷ নির্বাচন কমিশন এই নম্বরটি ইস্যু করে ৷ তবে কারও কাছে এই কার্ড না থাকলেও তিনি ভোট দিতে পারবেন ৷ তার আগে দেখে নিতে হবে, ভোটার তালিকায় তাঁর নাম আছে কি না ৷

ভোটার তালিকায় যদি নাম না থাকে, তাহলে কী করতে হবে ?

ভোটার হিসাবে নাম নথিভুক্তিকরণের জন্য যে কোনও ভারতীয় নাগরিককে অনলাইন বা অফলাইনে 6 নম্বর ফর্মটি পূরণ করতে হবে ৷

অনলাইনে 6 নম্বর ফর্ম পূরণ- নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট https://voters.eci.gov.in ৷ অনলাইনে এই ওয়েবসাইটে 6 নম্বর ফর্ম পাওয়া যাবে ৷ এখানে তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করে ধাপে ধাপে ফর্মটি পূরণ করতে হবে ৷

অফলাইনে 6 নম্বর ফর্ম পূরণ- এই ফর্মটি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে ৷ এখানেও প্রয়োজনীয় তথ্য লিখে নথি-সহ জমা দিতে হবে ৷ পরে ওই ভোটারের কাছে ডাকযোগে ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে ৷ আবার আধিকারিকদের কার্যালয়ে গিয়েও কার্ডটি মিলতে পারে ৷

তবে ভোটার হিসাবে নাম নথিভুক্তিকরণের জন্য আপনার লাগবে:

  • পার্সপোর্ট সাইজ রঙিন ফোটো
  • জন্মতারিখের সংশাপত্র
  • ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড, ব্যাংক পাসবই, এপিএল/বিপিএল কার্ড)

কিন্তু আপনার কাছে ভোটার কার্ড এসে না-পৌঁছলে নিন্মলিখিত নথির যে কোনও একটিি দেখিয়ে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন :

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • রেশন কার্ড
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • পেনশনের নথি
  • ব্যাংকের পাসবই (ছবি সহ)
  • কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস আই-কার্ড
  • জব কার্ড

আরও পড়ুন:

  1. প্রার্থী হয়েই জন্মভিটেয় কঙ্গনা, স্থানীয়দের সঙ্গে মাতলেন হোলিতে
  2. শ্রীরামপুরে কল্যাণকে 'বোল্ড' করার হুঁশিয়ারি প্রাক্তন জামাই কবীরশঙ্করের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.