ETV Bharat / bharat

ভূস্বর্গের মুকুটে নয়া পালক! 'ওয়ার্ল্ড ক্রাফ্ট সিটি'র তকমা শ্রীনগরের - World Craft City - WORLD CRAFT CITY

New Honor for Srinagar: বিশ্ব কারুশিল্পের শহরের তকমা পেল শ্রীনগর ৷ ঐতিহ্যশালী সংস্কৃতি, শিল্প, কারুকার্যের জন্য বিশেষ এই তকমা পেয়েছে শহর ৷ এমনটাই জানিয়েছেন ওয়ার্ল্ড ক্রাফ্টস্ কাউন্সিলের মুখপাত্র ৷

World Craft City
শ্রীনগরের মুকুটে নয়া পালক (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jun 24, 2024, 4:23 PM IST

Updated : Jun 24, 2024, 4:32 PM IST

শ্রীনগর, 24 জুন: শ্রীনগর বিশ্ব বিখ্যাত তার চোখ ধাঁধানো সৌন্দর্য্য এবং আবহাওয়ার জন্য ৷ সৌন্দর্য্যের সেই মুকুটে এবার উঠল নয়া পালক ৷ ওয়ার্ল্ড ক্রাফ্টস্ কাউন্সিলের তরফে 'ওয়ার্ল্ড ক্রাফ্ট সিটি' অর্থাৎ বিশ্ব কারুশিল্পের শহরের তকমা পেল শ্রীনগর ৷ শহরের ঐতিহ্যশালী সংস্কৃতি, শিল্প, কারুকার্য দেখে বিশেষ এই তকমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলের মুখপাত্র ৷ তিনি বলেন, "নতুন এই প্রাপ্তি শ্রীনগরের হস্তশিল্প এবং কারুশিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । পর্যটকদেরও আকর্ষণ করবে। আর শহরে পর্যটক শিল্পের উন্নতি হলে সামগ্রিকভাবে পরিকাঠামোগতও উন্নয়ন হবে।"

জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা জানান, এই স্বীকৃতি কারিগরদের কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী প্রতিভা এবং শ্রীনগরের সাংস্কৃতিক সমৃদ্ধির পরিচায়ক ৷ তিনি বলেন, "আমরা বরাবর আমাদের শিল্পীদের সমর্থন করে এসেছি ৷ আগামিদিনে তার অন্যথা হবে না ৷ এই পুরস্কার আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে ৷"

বিগত কয়েক বছরে আমূল পরিবর্তন হয়েছে শ্রীনগরের ৷ কেন্দ্রীয় সরকারের দাবি, বিশেষ করে 370 ধারার বিলুপ্তির পর সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি উন্নত হয়ে উঠেছে ভূস্বর্গ ৷ যদিও এখনও কিছু পরিবর্তন প্রয়োজন ৷ সিনহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৃষ্ঠপোষকতায় ক্রমশ উন্নত হয়ে উঠেছে উপত্যকার হস্তশিল্প এবং কারুশিল্প ৷ বিশ্বব্যপী খ্যাতি অর্জনের পর জম্মু-কাশ্মীরের হস্তশিল্প, তাঁত শিল্প আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে ৷

কাউন্সিলের মুখপাত্র জানান, এই স্বীকৃতির ফলে উপত্যকার ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে পারবেন খুব সহজে ৷ পাশাপাশি, এই শিল্পে বিনিয়োগকারীদের বিনিয়োগেও উৎসাহিত করে তুলবে ৷ এর ফলে উপত্যকার মানুষের জীবনযাপন অনেক বেশি সহজ হয়ে উঠবে বলে মনে করছেন মুখপাত্র ৷ আর শিল্পে উন্নয়ন হলে তার আকর্ষণে উপত্যকায় আরও বেশি সংখ্যক পর্যটকরা পাড়ি দেবেন

শ্রীনগর, 24 জুন: শ্রীনগর বিশ্ব বিখ্যাত তার চোখ ধাঁধানো সৌন্দর্য্য এবং আবহাওয়ার জন্য ৷ সৌন্দর্য্যের সেই মুকুটে এবার উঠল নয়া পালক ৷ ওয়ার্ল্ড ক্রাফ্টস্ কাউন্সিলের তরফে 'ওয়ার্ল্ড ক্রাফ্ট সিটি' অর্থাৎ বিশ্ব কারুশিল্পের শহরের তকমা পেল শ্রীনগর ৷ শহরের ঐতিহ্যশালী সংস্কৃতি, শিল্প, কারুকার্য দেখে বিশেষ এই তকমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলের মুখপাত্র ৷ তিনি বলেন, "নতুন এই প্রাপ্তি শ্রীনগরের হস্তশিল্প এবং কারুশিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । পর্যটকদেরও আকর্ষণ করবে। আর শহরে পর্যটক শিল্পের উন্নতি হলে সামগ্রিকভাবে পরিকাঠামোগতও উন্নয়ন হবে।"

জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা জানান, এই স্বীকৃতি কারিগরদের কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী প্রতিভা এবং শ্রীনগরের সাংস্কৃতিক সমৃদ্ধির পরিচায়ক ৷ তিনি বলেন, "আমরা বরাবর আমাদের শিল্পীদের সমর্থন করে এসেছি ৷ আগামিদিনে তার অন্যথা হবে না ৷ এই পুরস্কার আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে ৷"

বিগত কয়েক বছরে আমূল পরিবর্তন হয়েছে শ্রীনগরের ৷ কেন্দ্রীয় সরকারের দাবি, বিশেষ করে 370 ধারার বিলুপ্তির পর সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি উন্নত হয়ে উঠেছে ভূস্বর্গ ৷ যদিও এখনও কিছু পরিবর্তন প্রয়োজন ৷ সিনহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৃষ্ঠপোষকতায় ক্রমশ উন্নত হয়ে উঠেছে উপত্যকার হস্তশিল্প এবং কারুশিল্প ৷ বিশ্বব্যপী খ্যাতি অর্জনের পর জম্মু-কাশ্মীরের হস্তশিল্প, তাঁত শিল্প আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে ৷

কাউন্সিলের মুখপাত্র জানান, এই স্বীকৃতির ফলে উপত্যকার ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে পারবেন খুব সহজে ৷ পাশাপাশি, এই শিল্পে বিনিয়োগকারীদের বিনিয়োগেও উৎসাহিত করে তুলবে ৷ এর ফলে উপত্যকার মানুষের জীবনযাপন অনেক বেশি সহজ হয়ে উঠবে বলে মনে করছেন মুখপাত্র ৷ আর শিল্পে উন্নয়ন হলে তার আকর্ষণে উপত্যকায় আরও বেশি সংখ্যক পর্যটকরা পাড়ি দেবেন

Last Updated : Jun 24, 2024, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.