গয়া (বিহার), 3 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের পর বিহারে নেকড়ে আতঙ্ক ! গয়ায় একদল নেকড়ের কামড়ে গুরুতর আহত বেশ কয়েকজন ৷ খবর পেয়ে তাদের ধরতে প্রাণপন চেষ্টা করছে বনদফতরের কর্মীরা ৷ যদিও, এখনও পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারেননি তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে গয়ার মকসুদপুর এলাকায় ৷
মকসুদপুর একটি পাহাড়ি এলাকা ৷ এলাকাটি চারিদিক থেকে জঙ্গলে ঢাকা ৷ সেখানে বহু বন্যপ্রাণীর বাস ৷ বেশ কয়েকবার এলাকার মধ্যে তারা ঢুকেও পড়ে ৷ কয়েকদিন আগেই একজন মহিলার উপর হামলা করে নেকড়ে ৷ গ্রামবাসীর উপস্থিতিতে প্রাণে বেঁচে যান ওই মহিলা ৷ এরপর একের পর হামলার খবর পাওয়া গিয়েছে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ৷
যদিও, হামলাগুলি নেকড়ে নাকি শেয়ালে করেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি বন দফতর ৷ তবে তা নিশ্চিত করতে খাঁচায় মাংসের টুকরো রেখে প্রাণীটিকে ধরার চেষ্টা করছেন দফতরের কর্মীরা ৷ সেই সঙ্গে, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর ৷ পালা করে তাই লাঠি নিয়ে সারা রাত এলাকা পাহারা দিচ্ছেন তারা ৷ গয়ার ডিএফও বলেন, "সম্ভবত হামলাগুলো নেকড়ে নয়, শেয়ালের । কয়েকজন আহতও হয়েছেন । আমরা মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেছি ৷ চিকিৎসকরা নিশ্চিত করলে তবেই জানা যাবে শেয়ালের নাকি নেকড়ের কামড় ৷"
উল্লেখ্য, বিহারের গয়া জেলার খিজরাসরাই ব্লকে অবস্থিত মকসুদপুর রাজ্য এক সময় মগধ শাসনের গর্ব ছিল ৷ প্রথম রাজা ছিলেন পিতাবনর সিং বাহাদুর ৷ একসময় এলাকার গর্ব ছিল মকসুদপুর রাজার দুর্গ ৷ কিন্তু 1934 সালের পর থেকে বিশালাকার এই দুর্গ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ৷ গ্রামবাসীদের দাবি, বর্তমানে এই দুর্গেই বাস জমিয়েছে নেকড়ের দল ৷ যদিও, বন দফতরের তরফে সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ৷