ETV Bharat / bharat

15 জুনের মধ্যে রাউজ অ্যাভিনিউর দলীয় কার্যালয় খালি চাই, আপকে নির্দেশ সুপ্রিম কোর্টের - CJI D Y Chandrachud

Supreme Court Orders to AAP on Rouse Avenue Party Office: শীর্ষ আদালতে ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ রাউজ অ্যাভিনিউতে গড়ে ওঠা আপের দলীয় কার্যালয় খালি করার সময়সীমা বেঁধে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 5:36 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: এই বছরের 15 জুনের মধ্যে আম আদমি পার্টিকে দিল্লির রাউজ অ্যাভিনিউর জবর দখল করা জমি খালি করে দিতে হবে ৷ এই জমি জবর দখল করে সেখানে দলীয় কার্যালয় তৈরি করেছিল দিল্লির শাসকদল ৷ বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল ৷ এদিন আম আদমি পার্টির তরফে আদালতের কাছে দলীয় কার্যালয় খালি করার জন্য সময় চাওয়া হয় ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করেছে ৷

উল্লেখ্য, এই জমিটি দিল্লি হাইকোর্টের অন্তর্গত বিচারবিভাগীয় পরিকাঠামো বাড়ানোর জন্য দেওয়া হয়েছিল ৷ সেই জমি জবর দখল করার অভিযোগ ওঠে অরবিন্দ কেজরিওয়ালের দলের বিরুদ্ধে ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভূমি সংস্কার দফতরের কাছে তাদের দলীয় কার্যালয়ের জন্য জমি চেয়ে আবেদন করতে হবে ৷ সংশ্লিষ্ট দফতরকেও সর্বোচ্চ আদালত অনুরোধ করেছে আপকে জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে ৷

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, "আমরা ভূমি ও ভূমি সংস্কার দফতরকে অনুরোধ করছি আম আদমি পার্টির জমির আবেদনকে দ্রুত খতিয়ে দেখে চারসপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে, তা জানান হোক ৷" আদালতের তরফে এও উল্লেখ করা হয়েছে, আম আদমি পার্টির বর্তমান জমিতে আইনি কোনও অধিকার নেই ৷ আপের হয়ে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক সিংঘভি ৷ সেখানে তিনি আপকে দেশের প্রথমসারির ছ’টি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে একটি বলে উল্লেখ করেন ৷

বর্তমান জমির বিষয় নিয়ে আপের আইনজীবী বলেন, "জাতীয় দল হিসেবে আমরা কিছুই পাইনি ৷ আমাদের বদরপুরে জমি দেওয়া হয়েছিল ৷ যেখানে বাকিরা অনেক ভালো জায়গায় রয়েছে ৷ সামনেই সাধারণ নির্বাচন আসছে ৷ এই পরিস্থিতিতে আমরা 2024 সালের 15 জুন পর্যন্ত সময় চাইছি ওই জমি খালি করে দেওয়ার জন্য ৷" উল্লেখ্য, আপের বর্তমান পার্ট অফিস যে জমিতে রয়েছে, সেটিতে জেলা আদালতের বর্ধিত অংশ তৈরি হওয়ার কথা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. 8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি
  2. 2024 লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি করেই লড়বে কংগ্রেস ও আম আদমি পার্টি
  3. চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ প্রার্থীকে বিজয়ী ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ইন্ডিয়া জোটের বড় জয়'; বললেন কেজরি

নয়াদিল্লি, 4 মার্চ: এই বছরের 15 জুনের মধ্যে আম আদমি পার্টিকে দিল্লির রাউজ অ্যাভিনিউর জবর দখল করা জমি খালি করে দিতে হবে ৷ এই জমি জবর দখল করে সেখানে দলীয় কার্যালয় তৈরি করেছিল দিল্লির শাসকদল ৷ বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল ৷ এদিন আম আদমি পার্টির তরফে আদালতের কাছে দলীয় কার্যালয় খালি করার জন্য সময় চাওয়া হয় ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করেছে ৷

উল্লেখ্য, এই জমিটি দিল্লি হাইকোর্টের অন্তর্গত বিচারবিভাগীয় পরিকাঠামো বাড়ানোর জন্য দেওয়া হয়েছিল ৷ সেই জমি জবর দখল করার অভিযোগ ওঠে অরবিন্দ কেজরিওয়ালের দলের বিরুদ্ধে ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভূমি সংস্কার দফতরের কাছে তাদের দলীয় কার্যালয়ের জন্য জমি চেয়ে আবেদন করতে হবে ৷ সংশ্লিষ্ট দফতরকেও সর্বোচ্চ আদালত অনুরোধ করেছে আপকে জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে ৷

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, "আমরা ভূমি ও ভূমি সংস্কার দফতরকে অনুরোধ করছি আম আদমি পার্টির জমির আবেদনকে দ্রুত খতিয়ে দেখে চারসপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে, তা জানান হোক ৷" আদালতের তরফে এও উল্লেখ করা হয়েছে, আম আদমি পার্টির বর্তমান জমিতে আইনি কোনও অধিকার নেই ৷ আপের হয়ে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক সিংঘভি ৷ সেখানে তিনি আপকে দেশের প্রথমসারির ছ’টি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে একটি বলে উল্লেখ করেন ৷

বর্তমান জমির বিষয় নিয়ে আপের আইনজীবী বলেন, "জাতীয় দল হিসেবে আমরা কিছুই পাইনি ৷ আমাদের বদরপুরে জমি দেওয়া হয়েছিল ৷ যেখানে বাকিরা অনেক ভালো জায়গায় রয়েছে ৷ সামনেই সাধারণ নির্বাচন আসছে ৷ এই পরিস্থিতিতে আমরা 2024 সালের 15 জুন পর্যন্ত সময় চাইছি ওই জমি খালি করে দেওয়ার জন্য ৷" উল্লেখ্য, আপের বর্তমান পার্ট অফিস যে জমিতে রয়েছে, সেটিতে জেলা আদালতের বর্ধিত অংশ তৈরি হওয়ার কথা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. 8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি
  2. 2024 লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি করেই লড়বে কংগ্রেস ও আম আদমি পার্টি
  3. চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ প্রার্থীকে বিজয়ী ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ইন্ডিয়া জোটের বড় জয়'; বললেন কেজরি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.