ETV Bharat / bharat

'সুগন্ধি' মোদি ! শীঘ্রই বাজারে আসছে প্রধানমন্ত্রীর নামে পারফিউম

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে সুগন্ধি পাওয়া যাবে ভারতের বাজারে ৷ বিজ্ঞানীরা অ্যারোম্যাটিক প্ল্যান্টস-এর বীজ দিয়ে এই বিশেষ সুগন্ধি বানানোর কাজ করছেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Perfume named after PM Modi
প্রধানমন্ত্রীর নামে সুগন্ধি বাজারে আসছে শীঘ্রই (ইটিভি ভারত)

বিকাশনগর (উত্তরাখণ্ড), 19 অক্টোবর: দেশে-বিদেশে খ্যাতনামা ব্যক্তিদের নামে সুগন্ধি রয়েছে ৷ আর সুগন্ধি কে না ভালোবাসে ! এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে সুগন্ধি পাওয়া যাবে ভারতের বাজারে ৷ হ্যাঁ, এমনটাই ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মন্ত্রী সৎপাল মহারাজ ৷ শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি জানান, উত্তরাখণ্ডের সেন্টার ফর অ্যারোম্যাটিক প্ল্যান্টস-এর (সিএপি) বিজ্ঞানীরা তিমুর গাছের বীজ দিয়ে সুগন্ধি বানানোর কাজ করছেন ৷

উত্তরাখণ্ডের বেশিরভাগটাই পাহাড়ি এলাকা ৷ এখানে বিভিন্ন ধরনের গাছ, ভেষজ গাছ, চারা গাছ পাওয়া যায়, যাদের ঔষধি গুণ আছে ৷ এই ধরনের গাছগাছালি দিয়ে আধুনিক প্রসাধন সামগ্রী তৈরি হয় ৷ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় নানা ধরনের ফল ও ফুলের চাষ হয় ৷ এই ফুল-ফলের ব্যবসাতেই স্থানীয়রা রুজি-রোজগার করে ৷

2003 সালে উত্তরখাণ্ড সরকার সেন্টার ফর অ্যারোম্যাটিক প্ল্যান্টস-এর (সিএপি) প্রতিষ্ঠা করেছিলেন দেরাদুনের সেলাকিতে ৷ এই কেন্দ্রকে ঘিরে এখানে অ্যারোমেটিক সেক্টর তৈরি হয়েছে ৷ সিএপি-তেই বিজ্ঞানীরা সুগন্ধি তৈরির চেষ্টা করছেন, যার নামকরণ হবে প্রধানমন্ত্রীর নামে ৷ এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী সৎপাল ৷

সিএপি উত্তরাখণ্ডের প্রান্তিক কৃষকদের উন্নয়নের পথ দেখায় ৷ খুব ছোট শিল্প গড়ে তুলতে সাহায্য করে ৷ কৃষকরা এই কেন্দ্রে প্রযুক্তির প্রশিক্ষণ পান ৷ এখান থেকে উচ্চমানের গাছগাছালি চারা, অ্যাগ্রো-টেকনোলজি পেয়ে থাকেন ৷ এছাড়া ভর্তুকিও দেওয়া হয় কৃষকদের ৷ সিএপি-র সহযোগিতায় এই খুব ছোট শিল্পগুলি (ভিএসই) চাষবাস, গাছের চারা বিক্রি, অ্যারোমেটিক ফসলের বিক্রি করতে পারে ৷ সিএপি ফিল্ড ডিসটিলেশন ইউনিটস (এফডিইউএস), দক্ষতার প্রশিক্ষণ, প্রযুক্তিগত বিষয়, পরীক্ষা-নিরীক্ষার সুবিধে, সংগ্রহালয় এবং বাজারজাতকরণে সাহায্য করে ৷

সৎপাল মহারাজ আশ্বস্ত করেছেন, উত্তরাখণ্ডের বিজ্ঞানীদের প্রচেষ্টায় একটা এমন সামগ্রী তৈরি হবে, যাতে কৃষকরা নতুন পরিচয় পাবেন ৷ তিনি বলেন, "কৃষকরা তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নতির সুযোগ পাবেন ৷ গাছগাছালি থেকে অ্যারোম্যাটিক তেল, সুগন্ধি তৈরি হবে ৷ এটা একটা নতুন মাইলফলক হবে রাজ্যে ৷ প্রধানমন্ত্রী মোদির নামে নতুন সুগন্ধি খুব শীঘ্রই বিশ্বের খ্যাতি অর্জন করবে ৷"

বিকাশনগর (উত্তরাখণ্ড), 19 অক্টোবর: দেশে-বিদেশে খ্যাতনামা ব্যক্তিদের নামে সুগন্ধি রয়েছে ৷ আর সুগন্ধি কে না ভালোবাসে ! এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে সুগন্ধি পাওয়া যাবে ভারতের বাজারে ৷ হ্যাঁ, এমনটাই ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মন্ত্রী সৎপাল মহারাজ ৷ শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি জানান, উত্তরাখণ্ডের সেন্টার ফর অ্যারোম্যাটিক প্ল্যান্টস-এর (সিএপি) বিজ্ঞানীরা তিমুর গাছের বীজ দিয়ে সুগন্ধি বানানোর কাজ করছেন ৷

উত্তরাখণ্ডের বেশিরভাগটাই পাহাড়ি এলাকা ৷ এখানে বিভিন্ন ধরনের গাছ, ভেষজ গাছ, চারা গাছ পাওয়া যায়, যাদের ঔষধি গুণ আছে ৷ এই ধরনের গাছগাছালি দিয়ে আধুনিক প্রসাধন সামগ্রী তৈরি হয় ৷ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় নানা ধরনের ফল ও ফুলের চাষ হয় ৷ এই ফুল-ফলের ব্যবসাতেই স্থানীয়রা রুজি-রোজগার করে ৷

2003 সালে উত্তরখাণ্ড সরকার সেন্টার ফর অ্যারোম্যাটিক প্ল্যান্টস-এর (সিএপি) প্রতিষ্ঠা করেছিলেন দেরাদুনের সেলাকিতে ৷ এই কেন্দ্রকে ঘিরে এখানে অ্যারোমেটিক সেক্টর তৈরি হয়েছে ৷ সিএপি-তেই বিজ্ঞানীরা সুগন্ধি তৈরির চেষ্টা করছেন, যার নামকরণ হবে প্রধানমন্ত্রীর নামে ৷ এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী সৎপাল ৷

সিএপি উত্তরাখণ্ডের প্রান্তিক কৃষকদের উন্নয়নের পথ দেখায় ৷ খুব ছোট শিল্প গড়ে তুলতে সাহায্য করে ৷ কৃষকরা এই কেন্দ্রে প্রযুক্তির প্রশিক্ষণ পান ৷ এখান থেকে উচ্চমানের গাছগাছালি চারা, অ্যাগ্রো-টেকনোলজি পেয়ে থাকেন ৷ এছাড়া ভর্তুকিও দেওয়া হয় কৃষকদের ৷ সিএপি-র সহযোগিতায় এই খুব ছোট শিল্পগুলি (ভিএসই) চাষবাস, গাছের চারা বিক্রি, অ্যারোমেটিক ফসলের বিক্রি করতে পারে ৷ সিএপি ফিল্ড ডিসটিলেশন ইউনিটস (এফডিইউএস), দক্ষতার প্রশিক্ষণ, প্রযুক্তিগত বিষয়, পরীক্ষা-নিরীক্ষার সুবিধে, সংগ্রহালয় এবং বাজারজাতকরণে সাহায্য করে ৷

সৎপাল মহারাজ আশ্বস্ত করেছেন, উত্তরাখণ্ডের বিজ্ঞানীদের প্রচেষ্টায় একটা এমন সামগ্রী তৈরি হবে, যাতে কৃষকরা নতুন পরিচয় পাবেন ৷ তিনি বলেন, "কৃষকরা তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নতির সুযোগ পাবেন ৷ গাছগাছালি থেকে অ্যারোম্যাটিক তেল, সুগন্ধি তৈরি হবে ৷ এটা একটা নতুন মাইলফলক হবে রাজ্যে ৷ প্রধানমন্ত্রী মোদির নামে নতুন সুগন্ধি খুব শীঘ্রই বিশ্বের খ্যাতি অর্জন করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.