ETV Bharat / sports

প্রথম টেস্ট সেঞ্চুরিতে ত্রাতা সরফরাজ, বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে টপ-অর্ডার ৷ সরফরাজ খান এবং ঋষভ পন্তের সেঞ্চুরি পার্টনারশিপে সুবিধাজনক জায়গায় ভারত ৷

INDIA VS NEW ZEALAND
সরফরাজ খানের প্রথম টেস্ট সেঞ্চুরি ৷ (ছবি- এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 19, 2024, 2:01 PM IST

বেঙ্গালুরু, 19 অক্টোবর: শুভমন গিলের চোটের কারণে শেষ মুহূর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ৷ আর সেই সুযোগকে দু’হাতে লুফে নিলেন সরফরাজ খান ৷ বেঙ্গুলুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন তিনি ৷ টেস্ট কেরিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি এই মুম্বইকরের ৷ দ্বিতীয় ইনিংসে 356 রানে পিছিয়ে থাকা ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে তাঁর ইনিংসে ভর করে ৷

চতুর্থ দিনে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে, ভারতের স্কোর ছিল 3 উইকেট হারিয়ে 344 রান ৷ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের থেকে এখনও 12 রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল ৷ তৃতীয় দিনের শেষ বলে বিরাট কোহলি (70) আউট হয়েছিলেন ৷ সরফরাজ 70 রানে অপরাজিত ছিলেন ৷ শনিবার চতুর্থ দিনের সকালে ঋষভ পন্তের সঙ্গে ইনিংস শুরু করেন তিনি ৷ শুরুর দিকে কিছুটা সামলে নিয়ে কিউয়ি পেসারদের বিরুদ্ধে প্রতি আক্রমণে যান সরফরাজ ৷ ব্যস, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় ভারত ৷ মাত্র 110 বলে সেঞ্চুরি করেন তিনি ৷

তবে, দু’ঘণ্টার কাছাকাছি খেলা হতেই বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায় ৷ সরফরাজ 154 বলে 125 রান অপরাজিত ছিলেন ৷ উলটোদিকে থাকা ঋষভ পন্ত 56 বলে 53 রানে খেলছেন ৷ লাঞ্চের পর বৃষ্টি থামতে ফের খেলা শুরু হয় ৷ চতুর্থ দিনে ভারত কোনও উইকেট হারায়নি ৷ এই মুহূর্তে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের লিড থেকে 12 রান পিছনে রয়েছে রোহিতরা ৷ হাত রয়েছে সাত উইকেট ৷ পঞ্চমদিনে বেঙ্গালুরুর পিচে নিউজিল্যান্ডকে কমপক্ষে 250 রানে টার্গেট দিতে চাইবেন রোহিত শর্মা ৷

তবে, বৃষ্টিতে আজকের খেলা পণ্ড হলে, পঞ্চমদিনে ভারতীয় দল ম্যাচ ড্র করার দিকে এগোবে ৷ সেক্ষেত্রে ভারতীয় দলকে দীর্ঘ সময় ব্যাটিং করতে হবে ৷ যাতে নিউজিল্যান্ড চুতর্থ ইনিংসে ব্যাটিং করতে নামলেও, লক্ষ্যের ধারে কাছে পৌঁছতে না-পারে ৷

বেঙ্গালুরু, 19 অক্টোবর: শুভমন গিলের চোটের কারণে শেষ মুহূর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ৷ আর সেই সুযোগকে দু’হাতে লুফে নিলেন সরফরাজ খান ৷ বেঙ্গুলুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন তিনি ৷ টেস্ট কেরিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি এই মুম্বইকরের ৷ দ্বিতীয় ইনিংসে 356 রানে পিছিয়ে থাকা ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে তাঁর ইনিংসে ভর করে ৷

চতুর্থ দিনে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে, ভারতের স্কোর ছিল 3 উইকেট হারিয়ে 344 রান ৷ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের থেকে এখনও 12 রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল ৷ তৃতীয় দিনের শেষ বলে বিরাট কোহলি (70) আউট হয়েছিলেন ৷ সরফরাজ 70 রানে অপরাজিত ছিলেন ৷ শনিবার চতুর্থ দিনের সকালে ঋষভ পন্তের সঙ্গে ইনিংস শুরু করেন তিনি ৷ শুরুর দিকে কিছুটা সামলে নিয়ে কিউয়ি পেসারদের বিরুদ্ধে প্রতি আক্রমণে যান সরফরাজ ৷ ব্যস, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় ভারত ৷ মাত্র 110 বলে সেঞ্চুরি করেন তিনি ৷

তবে, দু’ঘণ্টার কাছাকাছি খেলা হতেই বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায় ৷ সরফরাজ 154 বলে 125 রান অপরাজিত ছিলেন ৷ উলটোদিকে থাকা ঋষভ পন্ত 56 বলে 53 রানে খেলছেন ৷ লাঞ্চের পর বৃষ্টি থামতে ফের খেলা শুরু হয় ৷ চতুর্থ দিনে ভারত কোনও উইকেট হারায়নি ৷ এই মুহূর্তে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের লিড থেকে 12 রান পিছনে রয়েছে রোহিতরা ৷ হাত রয়েছে সাত উইকেট ৷ পঞ্চমদিনে বেঙ্গালুরুর পিচে নিউজিল্যান্ডকে কমপক্ষে 250 রানে টার্গেট দিতে চাইবেন রোহিত শর্মা ৷

তবে, বৃষ্টিতে আজকের খেলা পণ্ড হলে, পঞ্চমদিনে ভারতীয় দল ম্যাচ ড্র করার দিকে এগোবে ৷ সেক্ষেত্রে ভারতীয় দলকে দীর্ঘ সময় ব্যাটিং করতে হবে ৷ যাতে নিউজিল্যান্ড চুতর্থ ইনিংসে ব্যাটিং করতে নামলেও, লক্ষ্যের ধারে কাছে পৌঁছতে না-পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.