ওয়াশিংটন ও নয়াদিল্লি, 17 এপ্রিল: দুই প্রতিবেশী দেশ যেন তর্ক-বিতর্কের পথ এড়িয়ে কূটনৈতিক পথে সমাধান খুঁজে বের করে ৷ ভারত-পাকিস্তানের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে মিলার বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের বিবাদের মধ্যে না গলাবে না ৷ তবে আমরা ভারত ও পাকিস্তান- দুই দেশকেই কোনও রকম বাদানুবাদ থেকে দূরে থাকার কথা বলব ৷ আলোচনার মাধ্যমে রফাসূত্র বের করতে হবে ৷" মঙ্গলবার সকালে দেশে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন ম্যাথিউ মিলার ৷
11 এপ্রিল উত্তরাখণ্ডে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "গত 10 বছরে কেন্দ্রে বিজেপি সরকারের জমানায় জঙ্গিদের তাদের বাড়িতে ঢুকে মারা হয় ৷" এই প্রসঙ্গে তিনি জম্মু-কাশ্মীরের 370 ধারা অবলুপ্তির কথাও উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "এখন দেশে শক্তিশালী সরকার রয়েছে ৷ এই মজবুত মোদি সরকারের জমানায় জঙ্গিদের বাড়িতে ঢুকে মারা হয় ৷ এই সরকারের আমলে বাড়িতে ঢুকে তাদের মারা হবে ৷ ভারতের তেরঙা নিরাপত্তার গ্যারান্টি ৷ সাত দশক পরে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তি ঘটানো হয়েছে ৷ তিন তালাকের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয়েছে ৷"
এমনকী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও প্রকাশ্যে জানান, যারা দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করবে, তেমন কোনও জঙ্গিকেই ছেড়ে দেবে না সরকার ৷ তারা পাকিস্তানে পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করা হবে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "পাকিস্তানের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে ৷ সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে ৷ পাকিস্তান যদি নাশকতামূলক কাজকর্মের মাধ্যমে ভারতকে অচল করতে চায়, তাহলে তাকে যথোপযুক্ত উত্তর পাবে ৷ পাকিস্তানকে জঙ্গিবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে হবে ৷"
রাজনাথ সিংকেও প্রধানমন্ত্রীর 'ঘর মে ঘুস কে মারেঙ্গে' মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ৷ এই প্রেক্ষিতে তিনি বলেন, "জঙ্গি হামলা রুখতে ভারত সবদিক দিয়ে চেষ্টা করবে ৷ আমরা ভারত সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করব না ৷"
এদিকে মিলারকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কানাডায় খালিস্তানি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনের মৃত্যুতে ভারত সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ৷ এক্ষেত্রে আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করবে কি না ৷ এবিষয়ে অবশ্য মিলারের সাফ জবাব, "আমরা নিষেধাজ্ঞা নিয়ে প্রকাশ্যে কিছু বলি না ৷"
আরও পড়ুন: