নয়াদিল্লি, 12 ডিসেম্বর: এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। একটি সূত্রের দাবি, চলতি শীতকালীন অধিবেশনেই খসড়া প্রস্তাব পেশ করতে পারে সরকার পক্ষ।
কয়েকটি সূত্র জানিয়েছে, সরকার বিলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা চাইছে। তাছাড়া বিলটিতে সংসদীয় কমিটিতেও পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে । পাশাপাশি বিভিন্ন রাজ্য বিধানসভার স্পিকারদের সঙ্গেও কথা বলতে চাইছে সরকার। 'এক দেশ,এক নির্বাচন' লাগু করা নিয়ে উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছিল কেন্দ্রীয় সরকার। সেই কমিটির সুপারিশ সেপ্টেম্বর মাসে গ্রহণ করে সরকার।
কী কী সুপারিশ করেছিল কমিটি ?
সেই কমিটির সুপারিশ অনুযায়ী ঠিক হয়েছিল ভারতীয় সংবিধানের 82-এ ধারায় দুটি উপধারা যুক্ত করা হবে। নির্বাচনের দিন-তারিখ থেকে শুরু করে লোকসভা ও বিধানসভার মেয়াদ কবে শেষ হবে সেই সংক্রান্ত তথ্য এখানে বলা আছে । এমতাবস্থায় লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসঙ্গে করতে হলে সংবিধানের এই অংশে সংশোধনী আনতে হবে কেন্দ্রীয় সরকারকে।
নতুন ব্যবস্থাকে সুদৃঢ় আইনি ভিত্তির উপর দাঁড় করাতে 83(2) ধারাতেও সংশোধন করা দরকার বলে অভিমত কমিটির। এছাড়া এখনেই 3 এবং 4 উপধারা যুক্ত করার কথাও বলা হয়েছে। লোকসভার সম্পূর্ণ মেয়াদ থেকে শুরু করে কীভাবে এবং কোন পরিস্থিতিতে সময়ের আগে লোকসভার মেয়াদ শেষ হতে পারে তার বিবরণ আছে এখানে। এর পরিবর্তন না হলে নতুন ব্যবস্থা কখনই কার্যকর হবে না।
কমিটির সুপারিশে আরও বলা হয়েছিল, বিধানসভার সঙ্গে লোকসভা নির্বাচন করতে কমপক্ষে 50 শতাংশ রাজ্যকে সহমত দিতে হবে এমন কোনও মানে নেই। তবে কেন্দ্রীয় সরকার যদি মনে করে লোকসভা এবং বিধানসভার সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় ভোটও করাবে তাহলে অবশ্য 50 শতাংশ রাজ্যকে সহমত পোষণ করতে হবে।
পাশাপাশি পুদুচেরি থেকে শুরু করে দিল্লি এবং জম্মু কাশ্মীরের মতো কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভাগুলিকে নতুন ব্যবস্থার মধ্যে আনার জন্যও সংবিধানে কয়েকটি সংশোধন করতে হবে। এই তিনটি বিধানসভার জন্য 1991 1963 এবং 2009 সালে তিনটি পৃথক আইন পেশ হয়েছিল । সেগুলিতেও বদল আনতে হবে ।
#WATCH | Puri, Odisha: On One Nation One Election, Assam CM Himanta Biswa Sarma says, " this should happen...like simultaneous elections were held in odisha... when assembly and lok sabha elections are not held together, development work stops...we fully support one nation one… pic.twitter.com/EUloDn9UyW
— ANI (@ANI) December 12, 2024
এদিকে, পুরীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, "এক দেশ, এক নির্বাচন পদ্ধতি লাগু হওয়া উচিত । ওড়িশায় একযোগে নির্বাচন হয়েছিল। বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে না হওয়ায় উন্নয়নের কাজ বন্ধ হয়ে যায়। আমরা এক দেশ এক নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ সমর্থন করি।"