ETV Bharat / bharat

উজ্জয়িনীতে প্রকাশ্য ফুটপাথে ধর্ষণ, ভিডিয়ো করলেন পথচারীরা; বিজেপিকে কটাক্ষ কুণালের - Ujjain Rape - UJJAIN RAPE

Ujjain Rape Incident: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রকাশ্য ফুটপাথে মহিলাকে ধর্ষণ ৷ বাধা না-দিয়ে ওই ঘটনার ভিডিয়ো করলেন পথচারীরা ৷ যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে ৷

Ujjain Rape Incident
উজ্জয়িনীতে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ, ভিডিয়ো করলেন পথচারীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 1:38 PM IST

উজ্জয়িনী, 7 সেপ্টেম্বর: প্রকাশ্য ফুটপাথে এক ভিক্ষুককে ধর্ষণ করছে যুবক ৷ নির্যাতিতার সাহায্যে না-গিয়ে সেই ঘটনার ভিডিয়ো করছে পথচারীরা ৷ উজ্জয়িনীর ঘটনায় শিউরে উঠছে দেশ ৷ শুধু তাই নয়, ঘটনাটি ঘটেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্বাচনী এলাকায় ৷ বিজেপিশাসিত রাজ্যে এই নক্ক্যারজনক ঘটনায় পদ্মশিবিরকে তুলোধনা করছে বিরোধীরা ৷ বাংলার একাধিক সংবাদপত্রে প্রকাশিত ওই খবরের ছবি দিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

কী হয়েছে ?

শুক্রবারের ঘটনা । উজ্জয়িনীর কয়লা ফাটক মোড়ের কাছে ফুটপাতে এক ভিক্ষুক মহিলাকে ধর্ষণ করে এক যুবক । পুলিশ সূত্রে খবর, ভিক্ষাবৃত্তি করে অন্নসংস্থান করতেন ওই মহিলা ৷ তাঁকে অভিযুক্ত বিয়ের প্রস্তাবও দিয়েছিল ৷ এদিন তাঁকে মদ খাইয়ে ধর্ষণ করে ওই যুবক ৷ প্রকাশ্য ফুটপাথে ঘটনাটি হওয়ায় অনেকেরই নজরে আসে ৷ যদিও নির্যাতিতাকে সাহায্য নয়, উলটে ভিডিয়ো করতে শুরু করে তারা ৷

সোশাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো ৷ তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ওই মহিলাকে ধর্ষণ করা হচ্ছে ৷ সামনে একটি নীল ড্রাম ওই বীভৎস দৃশ্য খানিক আড়াল করলেও তা দেখে শিউড়ে উঠেছেন নেটনাগরিকরা ৷ অনেকে লিখেছেন, ধর্ষকের মতোই মানসিকতা ছবি শিকারিদেরও ৷ যারা নির্যাতিতার সাহায্যে না-গিয়ে, ব্যস্ত রইল ভিডিয়ো করায় ৷

খানিক সুস্থ হয়ে পুলিশে অভিযোগ জানান নির্যাতিতা ৷ সেই অভিযোগের পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ সিএসপি ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘ভিডিয়োটি সামনে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিয়েছে ৷ নির্যাতিতা মহিলার অভিযোগের পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয় । মহিলার বয়ান অনুযায়ী, যুবকটি তাঁকে বিয়ের প্রলোভন দিয়েছিল ৷ পরে তাঁকে মদ পান করায় এবং ধর্ষণ করে । এরপর তাঁকে হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ।’’

শুধু অভিযুক্তই নয়, যারা ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেছে, তাদেরও খোঁজ করছে পুলিশ ৷ বিজেপিশাসিত রাজ্যে এই ঘটনায় মুখ খুলেছেন বিরোধীরা ৷ কংগ্রেস তাদের সোশাল মিডিয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে । বিজেপিকে নিশানা করেছেন সে রাজ্যের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারীও । ওই ঘটনাতেই বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তিনি এক্স পোস্টে লিখেছেন, ‘‘অমিত মালব্যর থেকে একটি পোস্ট আশা করছিলাম ৷ ভিডিওগ্রাফারদের ভালো পারফরম্যান্স দেখুন ৷ বিজেপি শাসিত রাজ্যে কীভাবে একটি লাইভ ধর্ষণের দৃশ্য ক্যামেরাবন্দি করা যায় ।’’

আরও পড়ুন:

উজ্জয়িনী, 7 সেপ্টেম্বর: প্রকাশ্য ফুটপাথে এক ভিক্ষুককে ধর্ষণ করছে যুবক ৷ নির্যাতিতার সাহায্যে না-গিয়ে সেই ঘটনার ভিডিয়ো করছে পথচারীরা ৷ উজ্জয়িনীর ঘটনায় শিউরে উঠছে দেশ ৷ শুধু তাই নয়, ঘটনাটি ঘটেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্বাচনী এলাকায় ৷ বিজেপিশাসিত রাজ্যে এই নক্ক্যারজনক ঘটনায় পদ্মশিবিরকে তুলোধনা করছে বিরোধীরা ৷ বাংলার একাধিক সংবাদপত্রে প্রকাশিত ওই খবরের ছবি দিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

কী হয়েছে ?

শুক্রবারের ঘটনা । উজ্জয়িনীর কয়লা ফাটক মোড়ের কাছে ফুটপাতে এক ভিক্ষুক মহিলাকে ধর্ষণ করে এক যুবক । পুলিশ সূত্রে খবর, ভিক্ষাবৃত্তি করে অন্নসংস্থান করতেন ওই মহিলা ৷ তাঁকে অভিযুক্ত বিয়ের প্রস্তাবও দিয়েছিল ৷ এদিন তাঁকে মদ খাইয়ে ধর্ষণ করে ওই যুবক ৷ প্রকাশ্য ফুটপাথে ঘটনাটি হওয়ায় অনেকেরই নজরে আসে ৷ যদিও নির্যাতিতাকে সাহায্য নয়, উলটে ভিডিয়ো করতে শুরু করে তারা ৷

সোশাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো ৷ তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ওই মহিলাকে ধর্ষণ করা হচ্ছে ৷ সামনে একটি নীল ড্রাম ওই বীভৎস দৃশ্য খানিক আড়াল করলেও তা দেখে শিউড়ে উঠেছেন নেটনাগরিকরা ৷ অনেকে লিখেছেন, ধর্ষকের মতোই মানসিকতা ছবি শিকারিদেরও ৷ যারা নির্যাতিতার সাহায্যে না-গিয়ে, ব্যস্ত রইল ভিডিয়ো করায় ৷

খানিক সুস্থ হয়ে পুলিশে অভিযোগ জানান নির্যাতিতা ৷ সেই অভিযোগের পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ সিএসপি ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘ভিডিয়োটি সামনে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিয়েছে ৷ নির্যাতিতা মহিলার অভিযোগের পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয় । মহিলার বয়ান অনুযায়ী, যুবকটি তাঁকে বিয়ের প্রলোভন দিয়েছিল ৷ পরে তাঁকে মদ পান করায় এবং ধর্ষণ করে । এরপর তাঁকে হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ।’’

শুধু অভিযুক্তই নয়, যারা ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেছে, তাদেরও খোঁজ করছে পুলিশ ৷ বিজেপিশাসিত রাজ্যে এই ঘটনায় মুখ খুলেছেন বিরোধীরা ৷ কংগ্রেস তাদের সোশাল মিডিয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে । বিজেপিকে নিশানা করেছেন সে রাজ্যের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারীও । ওই ঘটনাতেই বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তিনি এক্স পোস্টে লিখেছেন, ‘‘অমিত মালব্যর থেকে একটি পোস্ট আশা করছিলাম ৷ ভিডিওগ্রাফারদের ভালো পারফরম্যান্স দেখুন ৷ বিজেপি শাসিত রাজ্যে কীভাবে একটি লাইভ ধর্ষণের দৃশ্য ক্যামেরাবন্দি করা যায় ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.