ETV Bharat / bharat

20 ঘণ্টার চেষ্টায় নলকূপ থেকে উদ্ধার দু’বছরের শিশু - Trapped Boy Rescued - TRAPPED BOY RESCUED

Trapped Boy Rescued: বুধবার কর্ণাটকের লাচ্যানা গ্রামে বছর দুয়েকের এক শিশু নলকূপের মধ্যে পড়ে যায় ৷ 20 ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়েছে ৷ পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ৷

Trapped Boy Rescued
Trapped Boy Rescued
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 5:54 PM IST

বেঙ্গালুরু, 4 এপ্রিল: 20 ঘণ্টার চেষ্টায় নলকূপে থেকে উদ্ধার হল দু’বছরের শিশু৷ তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়৷ ওই শিশুর নাম সাত্তিক ৷ সে কর্ণাটকের বিজয়পুরার ইন্ডি তালুকের লাচ্যানা গ্রামের বাসিন্দা ৷ বুধবার বিকেলের দিকে সে নলকূপে পড়ে যায় ৷ উদ্ধারকারীদের দাবি, প্রায় 15-20 ফুট নিচে সে আটকে গিয়েছিল ৷ বুধবার সন্ধ্যা 6 নাগাদ শুরু হয় উদ্ধার কাজ ৷ বৃহস্পতিবার দুপুরে সতীশ মুজাগোন্ডা ও পূজা মুজাগোন্ডার ছেলে সাত্তিককে উদ্ধার করা হয় ৷

ওই শিশুকে উদ্ধারে এনডিআরএফ থেকে দমকল ও জরুরি পরিষেবা প্রদানকারী বিভাগের কর্মীরাও হাজির হয়েছিলেন ৷ এছাড়াও হাজির ছিলেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ৷ ওই শিশুকে উদ্ধারে প্রথম নলকূপের সমান্তরালে একটি 20 ফুটের গর্ত খোঁড়া হয় ৷ সেখান থেকে সাত্তিকের কাছে পৌঁছাতে তৈরি করা হয় একটি পাঁচ ফুটের টানেল ৷ সেই টানেল ধরেই সাত্তিককে উদ্ধার করা হয় ৷

পাশাপাশি শিশুটির প্রাণ বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করা হয়েছে উদ্ধারকার্য চলার সময় ৷ নলকূপের ভিতরে ক্রমাগত অক্সিজেন পাঠানো হয়েছে ৷ উদ্ধারের পর শিশুর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে চিকিৎসকরা উপস্থিত ছিলেন ৷ রাখা হয় অ্য়াম্বল্যান্স ৷ উদ্ধারের পর ওই চিকিৎসকরাই সাত্তিককে প্রথমে পরীক্ষা করেন ৷ তার পর তাঁকে পাঠিয়ে দেওয়া হাসপাতালে ৷ ঘটনাস্থলে রাখা অ্যাম্বুল্যান্সেই সাত্তিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ওই নলকূপটি খুঁড়েছিলেন সাত্তিকের বাবা সতীশ ৷ তাঁর চার একর জমি রয়েছে ৷ সেই জমিতে তিনি আখ ও লেবু চাষ করেছিলেন ৷ সেখানে জল দেওয়ার জন্যই ওই নলকূপ খোঁড়া হয় ৷ আর সেই নলকূপেই পড়েই বিপত্তি ঘটে ৷ এই নিয়ে সতীশ ও তাঁর স্ত্রী পূজা তো উদ্বিগ্ন হয়েছিলেনই, পাশাপাশি গ্রামের বাসিন্দারা চিন্তায় পড়ে গিয়েছিলেন ৷ তাঁরা সঙ্গে সঙ্গে গ্রামের সিদ্দাপ্পা মহারাজের মন্দিরে সাত্তিকের মঙ্গল কামনায় বিশেষ পুজোর আয়োজন করেন ৷

আরও পড়ুন:

  1. নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো, বিমানবন্দর থেকে পলাতক সোনাপাচারে অভিযুক্ত 30 বিদেশি নাগরিক !
  2. তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 5
  3. একজনের 80, অন্যজন 34; বয়সের বাধা পেরিয়ে এক হল চারহাত

বেঙ্গালুরু, 4 এপ্রিল: 20 ঘণ্টার চেষ্টায় নলকূপে থেকে উদ্ধার হল দু’বছরের শিশু৷ তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়৷ ওই শিশুর নাম সাত্তিক ৷ সে কর্ণাটকের বিজয়পুরার ইন্ডি তালুকের লাচ্যানা গ্রামের বাসিন্দা ৷ বুধবার বিকেলের দিকে সে নলকূপে পড়ে যায় ৷ উদ্ধারকারীদের দাবি, প্রায় 15-20 ফুট নিচে সে আটকে গিয়েছিল ৷ বুধবার সন্ধ্যা 6 নাগাদ শুরু হয় উদ্ধার কাজ ৷ বৃহস্পতিবার দুপুরে সতীশ মুজাগোন্ডা ও পূজা মুজাগোন্ডার ছেলে সাত্তিককে উদ্ধার করা হয় ৷

ওই শিশুকে উদ্ধারে এনডিআরএফ থেকে দমকল ও জরুরি পরিষেবা প্রদানকারী বিভাগের কর্মীরাও হাজির হয়েছিলেন ৷ এছাড়াও হাজির ছিলেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ৷ ওই শিশুকে উদ্ধারে প্রথম নলকূপের সমান্তরালে একটি 20 ফুটের গর্ত খোঁড়া হয় ৷ সেখান থেকে সাত্তিকের কাছে পৌঁছাতে তৈরি করা হয় একটি পাঁচ ফুটের টানেল ৷ সেই টানেল ধরেই সাত্তিককে উদ্ধার করা হয় ৷

পাশাপাশি শিশুটির প্রাণ বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করা হয়েছে উদ্ধারকার্য চলার সময় ৷ নলকূপের ভিতরে ক্রমাগত অক্সিজেন পাঠানো হয়েছে ৷ উদ্ধারের পর শিশুর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে চিকিৎসকরা উপস্থিত ছিলেন ৷ রাখা হয় অ্য়াম্বল্যান্স ৷ উদ্ধারের পর ওই চিকিৎসকরাই সাত্তিককে প্রথমে পরীক্ষা করেন ৷ তার পর তাঁকে পাঠিয়ে দেওয়া হাসপাতালে ৷ ঘটনাস্থলে রাখা অ্যাম্বুল্যান্সেই সাত্তিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ওই নলকূপটি খুঁড়েছিলেন সাত্তিকের বাবা সতীশ ৷ তাঁর চার একর জমি রয়েছে ৷ সেই জমিতে তিনি আখ ও লেবু চাষ করেছিলেন ৷ সেখানে জল দেওয়ার জন্যই ওই নলকূপ খোঁড়া হয় ৷ আর সেই নলকূপেই পড়েই বিপত্তি ঘটে ৷ এই নিয়ে সতীশ ও তাঁর স্ত্রী পূজা তো উদ্বিগ্ন হয়েছিলেনই, পাশাপাশি গ্রামের বাসিন্দারা চিন্তায় পড়ে গিয়েছিলেন ৷ তাঁরা সঙ্গে সঙ্গে গ্রামের সিদ্দাপ্পা মহারাজের মন্দিরে সাত্তিকের মঙ্গল কামনায় বিশেষ পুজোর আয়োজন করেন ৷

আরও পড়ুন:

  1. নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো, বিমানবন্দর থেকে পলাতক সোনাপাচারে অভিযুক্ত 30 বিদেশি নাগরিক !
  2. তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 5
  3. একজনের 80, অন্যজন 34; বয়সের বাধা পেরিয়ে এক হল চারহাত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.