ETV Bharat / bharat

দিল্লিতে ভয়াবহ ধুলোর ঝড়! মৃত 2-আহত 3; জারি বিশেষ সতর্কতা - Dust Storm in Delhi - DUST STORM IN DELHI

Dust Storm Hits Delhi: হঠাৎ ধুলোর ঝড়ে বেসামাল দিল্লি ৷ ভেঙে পড়ল একাধিক এলাকায় বিদ্যুতের খুঁটি, গাছ ৷ বেশ কয়েকটি দেওয়াল ভেঙে পড়েছে ৷ এই ঝড়ে মৃত 2 ও আহত অন্তত 23 জন ৷ নিরাপত্তার স্বার্থে নাগরিকদের খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে ৷

Dust Storm Hits Delhi
দিল্লিতে ধুলোর ঝড় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 3:16 PM IST

নয়াদিল্লি, 11 মে: হঠাৎ ধুলোর ঝড় ৷ তাতেই উপড়ে পড়ল একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি ও দেওয়ালের একাংশ ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত 2 ও আহত 23 ৷ শুক্রবার রাতের হঠাৎ ধুলোর ঝড়ে ঢেকে যায় দিল্লির বিস্তর্ণ এলাকা ৷ দিল্লির একাধিক এলাকায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ ৷ দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় সমস্যয় পড়েন এলাকাবাসী ৷

প্রশাসন সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে দেশজুড়ে তাপপ্রবাহ চলছে ৷ সম্প্রতি কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়ছে ৷ তবে শুক্রবারের হঠাৎ ধুলো ঝড়ে দিল্লির একাধিক এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ৷ দিল্লির প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন এলাকা থেকে 152টি ফোন আসে ৷ যার মধ্যে দিল্লি ফায়ার সার্ভিসে 130টি ফোন এসেছিল ৷ ধুলোর ঝড়ের কারণে বিস্তৃর্ণ এলাকায় যান-জটের সৃষ্টি হয় ৷ একাধিক এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় রাজধানীতে দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ গাছ উপড়ে গিয়ে একাধিক জায়গার যান চলাচল ব্যহত হয় ৷ হোর্ডিং ছিড়ে দুর্ঘটনা ঘটে বিভিন্ন এলাকায় ৷ প্রশাশনের দফতরে দেওয়াল ভেঙে পড়ার অভিযোগ জানিয়ে একাধিক ফোন এসেছে ৷

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার খবর জানিয়ে 202টি ফোন এসেছে ৷ খারাপ আবহাওয়ার কারণে একাধিক উড়ান দিল্লি বিমানবন্দরে নামানো যায়নি ৷ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷

শনিবার সকালেও বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও কিছুটা কমেছে । আইএমডি তথা মৌসম ভবনের পক্ষ থেকে শনিবার ও রবিবার দুই দিন ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ ঘণ্টায় 50-70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে । মৌসম ভনের পক্ষ থেকে নাগরিকদের অপ্রয়োজনে কারণে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকবে, অনুমান স্কাইমেটের প্রেসিডেন্টের
  2. বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস, জারি থাকবে তাপপ্রবাহও

নয়াদিল্লি, 11 মে: হঠাৎ ধুলোর ঝড় ৷ তাতেই উপড়ে পড়ল একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি ও দেওয়ালের একাংশ ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত 2 ও আহত 23 ৷ শুক্রবার রাতের হঠাৎ ধুলোর ঝড়ে ঢেকে যায় দিল্লির বিস্তর্ণ এলাকা ৷ দিল্লির একাধিক এলাকায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ ৷ দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় সমস্যয় পড়েন এলাকাবাসী ৷

প্রশাসন সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে দেশজুড়ে তাপপ্রবাহ চলছে ৷ সম্প্রতি কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়ছে ৷ তবে শুক্রবারের হঠাৎ ধুলো ঝড়ে দিল্লির একাধিক এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ৷ দিল্লির প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন এলাকা থেকে 152টি ফোন আসে ৷ যার মধ্যে দিল্লি ফায়ার সার্ভিসে 130টি ফোন এসেছিল ৷ ধুলোর ঝড়ের কারণে বিস্তৃর্ণ এলাকায় যান-জটের সৃষ্টি হয় ৷ একাধিক এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় রাজধানীতে দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ গাছ উপড়ে গিয়ে একাধিক জায়গার যান চলাচল ব্যহত হয় ৷ হোর্ডিং ছিড়ে দুর্ঘটনা ঘটে বিভিন্ন এলাকায় ৷ প্রশাশনের দফতরে দেওয়াল ভেঙে পড়ার অভিযোগ জানিয়ে একাধিক ফোন এসেছে ৷

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার খবর জানিয়ে 202টি ফোন এসেছে ৷ খারাপ আবহাওয়ার কারণে একাধিক উড়ান দিল্লি বিমানবন্দরে নামানো যায়নি ৷ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷

শনিবার সকালেও বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও কিছুটা কমেছে । আইএমডি তথা মৌসম ভবনের পক্ষ থেকে শনিবার ও রবিবার দুই দিন ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ ঘণ্টায় 50-70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে । মৌসম ভনের পক্ষ থেকে নাগরিকদের অপ্রয়োজনে কারণে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকবে, অনুমান স্কাইমেটের প্রেসিডেন্টের
  2. বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস, জারি থাকবে তাপপ্রবাহও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.