ETV Bharat / bharat

কোভিডের মতোই আসছে ডেঙ্গির ভ্যাকসিন ! শুরু মানুষের উপর পরীক্ষা - Dengue Vaccine Trial

Dengue Vaccine: বর্ষার মরশুমে সারা দেশে ডেঙ্গির প্রকোপ বাড়ে ৷ মৃত্যুর ঘটনাও ঘটে ৷ মশাবাহিত এই রোগের হাত থেকে রেহাই পেতে দেশে চলছে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল পরীক্ষা ৷ মানব শরীরে এই ভ্যাকসিনের প্রভাব কী পড়ে সেটাই জানতে চাইছেন গবেষকরা।

Dengue Vaccine Trial Test on Human
ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে পরীক্ষা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 3:22 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: বর্ষার মরশুমে ডেঙ্গি একটা বড় সমস্যা ৷ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বহু মানুষের ৷ এই সময় ডেঙ্গির প্রকোপ দেখা যায় গোটা দেশে ৷ প্রতি বছর গড়ে একশোরও বেশি মানুষের মৃত্যু হয় ৷ এমন পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে বড় খবর ৷ দেশে শুরু হল ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল ৷ প্যানাসিয়া বায়োটেক এবং আইসিএমআর যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করছে ৷ এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল হবে এবার মানুষের উপর ৷

ট্রায়ালের প্রশিক্ষণের জন্য আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির একটি দল দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যায় । সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর ভ্যাকসিন দেওয়ার জন্য স্ক্রিনিং শুরু হয় ৷ তারপরে উপযুক্ত ব্যক্তিদের ডেঙ্গি ভ্যাকসিনের টিকা দেওয়া হয় ৷ এই পরীক্ষা সফল হলে, করোনার মতোই ডেঙ্গি থেকে রক্ষা করার জন্য মানুষকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে ৷ তখন আর ডেঙ্গি নিয়ে ভয় পাওয়ার দরকার নেই ৷

সূত্রের খবর, ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল পরীক্ষার জন্য সারাদেশে 19টি কেন্দ্রে 10 হাজারেরও বেশি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হবে ৷ প্রতিটি কেন্দ্রে প্রায় 545 জনকে এই ডেঙ্গির টিকা দেওয়া হবে ৷ এর মধ্যেই অন্যতম একটি কেন্দ্র হল দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতাল ৷ হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ অজয় ​​শুক্লা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালে ডেঙ্গির টিকার ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে ৷ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ নীলম রায় এই বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ৷

ডা. নীলম রায় বলেন, "ট্রায়ালের তৃতীয় ধাপে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে 70 শতাংশের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে ৷ 30 শতাংশ 45 বছরের বেশি বয়সি ৷ ডেঙ্গির ভ্যাকসিনের স্ট্রেন আনা হয়েছে আমেরিকার এনআইএইচ থেকে ৷ এখানে তার ডেটা গবেষণা ও তথ্য বিশ্লেষণ করা হয়েছে ৷

ডাঃ নীলম আরও বলেন, "যাঁদের ট্রায়ালের জন্য ডেঙ্গির অল ভ্যাকসিন দেওয়া হবে, তাঁরা দু'বছর পর্যবেক্ষণে থাকবেন ৷ এই ভ্যাকসিনটি ডেঙ্গির চারটি স্ট্রেনে কার্যকর বলে প্রমাণিত হয়েছে ৷ তাই এটির নামকরণ করা হয়েছে ডেঙ্গি অল ভ্যাকসিন ৷ এখন এই টিকার মানুষের উপর পরীক্ষার ফলাফল জানা বাকি রয়েছে ৷"

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: বর্ষার মরশুমে ডেঙ্গি একটা বড় সমস্যা ৷ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বহু মানুষের ৷ এই সময় ডেঙ্গির প্রকোপ দেখা যায় গোটা দেশে ৷ প্রতি বছর গড়ে একশোরও বেশি মানুষের মৃত্যু হয় ৷ এমন পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে বড় খবর ৷ দেশে শুরু হল ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল ৷ প্যানাসিয়া বায়োটেক এবং আইসিএমআর যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করছে ৷ এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল হবে এবার মানুষের উপর ৷

ট্রায়ালের প্রশিক্ষণের জন্য আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির একটি দল দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যায় । সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর ভ্যাকসিন দেওয়ার জন্য স্ক্রিনিং শুরু হয় ৷ তারপরে উপযুক্ত ব্যক্তিদের ডেঙ্গি ভ্যাকসিনের টিকা দেওয়া হয় ৷ এই পরীক্ষা সফল হলে, করোনার মতোই ডেঙ্গি থেকে রক্ষা করার জন্য মানুষকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে ৷ তখন আর ডেঙ্গি নিয়ে ভয় পাওয়ার দরকার নেই ৷

সূত্রের খবর, ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল পরীক্ষার জন্য সারাদেশে 19টি কেন্দ্রে 10 হাজারেরও বেশি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হবে ৷ প্রতিটি কেন্দ্রে প্রায় 545 জনকে এই ডেঙ্গির টিকা দেওয়া হবে ৷ এর মধ্যেই অন্যতম একটি কেন্দ্র হল দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতাল ৷ হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ অজয় ​​শুক্লা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালে ডেঙ্গির টিকার ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে ৷ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ নীলম রায় এই বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ৷

ডা. নীলম রায় বলেন, "ট্রায়ালের তৃতীয় ধাপে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে 70 শতাংশের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে ৷ 30 শতাংশ 45 বছরের বেশি বয়সি ৷ ডেঙ্গির ভ্যাকসিনের স্ট্রেন আনা হয়েছে আমেরিকার এনআইএইচ থেকে ৷ এখানে তার ডেটা গবেষণা ও তথ্য বিশ্লেষণ করা হয়েছে ৷

ডাঃ নীলম আরও বলেন, "যাঁদের ট্রায়ালের জন্য ডেঙ্গির অল ভ্যাকসিন দেওয়া হবে, তাঁরা দু'বছর পর্যবেক্ষণে থাকবেন ৷ এই ভ্যাকসিনটি ডেঙ্গির চারটি স্ট্রেনে কার্যকর বলে প্রমাণিত হয়েছে ৷ তাই এটির নামকরণ করা হয়েছে ডেঙ্গি অল ভ্যাকসিন ৷ এখন এই টিকার মানুষের উপর পরীক্ষার ফলাফল জানা বাকি রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.