ETV Bharat / bharat

উত্তরকাশীতে ট্রেকিংয়ে গিয়ে মৃত্য়ু বাংলার পর্বতারোহীর - BENGAL TREKKIE DIED IN UTTARKASHI

Bengal Trekkie Died on Dhumdharkandi Trek in Uttarkashi: এক দল বাঙালি উত্তরকাশীর ধূমধারকান্দিতে ট্রেকিংয়ে গিয়েছিল ৷ 11 জন সদস্যের ওই দল সাঁকরি থেকে ধুমধারকান্দিতে ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এখনও পর্যন্ত এনিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলছে না জেলা প্রশাসন।

Bengal Trekker Died on Dhumdharkandi Trek in Uttarkashi
ট্রেকিংয়ে পর্বতারোহী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 2:28 PM IST

উত্তরকাশী, 28 মে: ভিনরাজ্যে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল বাঙালির এক পর্বতারোহীর ৷ উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধূমধরকান্দিতে ট্রেকিংয়ে গিয়েছিল 11 সদস্যের পর্বতারোহীদের একটি দল ৷ সাঁকরি থেকে তারা ধূমধরকান্দি ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সোমবার বিকেল 4টে থেকে 5টা'র মধ্যে ওই পর্বতারোহী দলের একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এও জানা গিয়েছে, মৃত পর্বতারোহীর একজন বাঙালি ৷ উচ্চতার কারণে মৃত্যুুর আগে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় ৷ এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷

উত্তরকাশীর জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, এই ঘটনার তথ্য ওই ট্রেকিং এজেন্সির মাধ্যমে হর্ষিল থানায় দেওয়া হয়েছে। তবে কোথা থেকে ট্রেকিংয়ের অনুমতি নেওয়া হয়েছে তার কোনও লিখিত তথ্য নেই। যদিও সূত্রের খবর, জেলা প্রশাসন এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ উদ্ধারের জন্য এসডিআরএফকে সতর্ক করে দিয়েছে। পাশাপাশি ট্রেকারের দলটি পশ্চিমবঙ্গের বলে জানা গিয়েছে। হর্ষিল থানা থেকে জানা গিয়েছে, গত 19 মে পশ্চিমবঙ্গের একটি দল সাঁকরি থেকে কিয়ারকোটি-হর্ষিল ট্রেকিংয়ে গিয়েছিল। ওই বাঙালি পর্বতারোহীর হৃদযন্ত্র কাজ করা বন্ধ হয়ে দেয় ৷ তাতেই তাঁর মৃত্যু হয়েছে ৷ তথ্য সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ট্রেকিং করে এভারেস্টের বেস ক্যাম্পে 6 বছরের জুবান, বালকের কীর্তিতে গর্বিত হিমাচল

উল্লেখ্য, দিন দু'য়েক আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কিছু দৃশ্য নেটপাড়ায় ভাইরাল হয় ৷ জানা যায়, বিশ্বের এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গেও ট্রাফিক জ্যাম হয়। তবে অনেক পরিবেশবিদ এবং পর্বতারোহী এভারেস্টে ভিড়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই পর্বতারোহীর মৃত্যুর আশঙ্কাও করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. এভারেস্ট দিবসে তেনজিং নোরগেকে সম্মান জানিয়ে বিশেষ ট্রেকিং রুট
  2. রবিবার সামনে 'থ্রি লায়ন্স', রোহিতদের ফেলে ট্রেকিংয়ে গেলেন দ্রাবিড়-রাঠৌররা

উত্তরকাশী, 28 মে: ভিনরাজ্যে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল বাঙালির এক পর্বতারোহীর ৷ উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধূমধরকান্দিতে ট্রেকিংয়ে গিয়েছিল 11 সদস্যের পর্বতারোহীদের একটি দল ৷ সাঁকরি থেকে তারা ধূমধরকান্দি ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সোমবার বিকেল 4টে থেকে 5টা'র মধ্যে ওই পর্বতারোহী দলের একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এও জানা গিয়েছে, মৃত পর্বতারোহীর একজন বাঙালি ৷ উচ্চতার কারণে মৃত্যুুর আগে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় ৷ এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷

উত্তরকাশীর জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, এই ঘটনার তথ্য ওই ট্রেকিং এজেন্সির মাধ্যমে হর্ষিল থানায় দেওয়া হয়েছে। তবে কোথা থেকে ট্রেকিংয়ের অনুমতি নেওয়া হয়েছে তার কোনও লিখিত তথ্য নেই। যদিও সূত্রের খবর, জেলা প্রশাসন এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ উদ্ধারের জন্য এসডিআরএফকে সতর্ক করে দিয়েছে। পাশাপাশি ট্রেকারের দলটি পশ্চিমবঙ্গের বলে জানা গিয়েছে। হর্ষিল থানা থেকে জানা গিয়েছে, গত 19 মে পশ্চিমবঙ্গের একটি দল সাঁকরি থেকে কিয়ারকোটি-হর্ষিল ট্রেকিংয়ে গিয়েছিল। ওই বাঙালি পর্বতারোহীর হৃদযন্ত্র কাজ করা বন্ধ হয়ে দেয় ৷ তাতেই তাঁর মৃত্যু হয়েছে ৷ তথ্য সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ট্রেকিং করে এভারেস্টের বেস ক্যাম্পে 6 বছরের জুবান, বালকের কীর্তিতে গর্বিত হিমাচল

উল্লেখ্য, দিন দু'য়েক আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কিছু দৃশ্য নেটপাড়ায় ভাইরাল হয় ৷ জানা যায়, বিশ্বের এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গেও ট্রাফিক জ্যাম হয়। তবে অনেক পরিবেশবিদ এবং পর্বতারোহী এভারেস্টে ভিড়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই পর্বতারোহীর মৃত্যুর আশঙ্কাও করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. এভারেস্ট দিবসে তেনজিং নোরগেকে সম্মান জানিয়ে বিশেষ ট্রেকিং রুট
  2. রবিবার সামনে 'থ্রি লায়ন্স', রোহিতদের ফেলে ট্রেকিংয়ে গেলেন দ্রাবিড়-রাঠৌররা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.