খেদা (গুজরাত), 17 এপ্রিল: ট্রাকের সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন 10 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের নাদিয়াদের কাছে ৷ জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নীচে ঢুকে যায় ৷ গাড়িটি ভাদোদরা থেকে আমেদাবাদের দিকে যাচ্ছিল ৷
নাদিয়াদ থানার পুলিশ আধিকারিক কিরীট চৌধুরী বলেন, "এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনের দিকের ধাক্কায় ঘটনাস্থলেই আটজন মারা যান, দুজন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় ৷ তাঁদের দ্রুততার সঙ্গে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই বাকি দুজন শেষ নিঃশ্বাস করেন ৷" নাদিয়াদের বিধায়ক পঙ্কজ দেশাই বলেন, "অনুমান, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি এক্সপ্রেসওয়ের বাম লেনে দাঁড়িয়েছিল ৷ সেই সময় দ্রুতগতিতে আসা চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নীচে চলে যায় ৷ গাড়ির চালক ট্রাকটি দেখার পরও ব্রেক কষার জন্য় সেই সময় পাননি ৷
জানা গিয়েছে, সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনা ঘটতেই আশেপাশের স্থানীয়রা সাহায্যের জন্য এগিয়ে আসেন ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এরপর পুলিশ-প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন ৷ তবে দুর্ঘটনার কারণে গাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে ভিতরে থাকা দেহগুলি বের করতে বেগ পেতে হয় উদ্ধারকারীদলকে ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দু’টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়। এই দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় যানচলাচল ব্যবস্থা ৷ পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বর্তমানে পুলিশ নিহতদের দেহগুলি হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ৷
আরও পড়ুন
1. এনকাউন্টারে হত 29 নকশালী; ছত্তিশগড়ে এক দশকের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য
2. শ্রীনগরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 6, উদ্ধার 6 জন
3. জাজপুরের দুর্ঘটনায় রাজ্যের যাত্রীদের ফেরাতে তৎপর নবান্ন, ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে কথা গোপালিকার