ETV Bharat / bharat

হিমাচলে প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, আটকে পড়েছেন 81 পর্যটক - পর্যটক

Tourists Stranded in Himachal: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে স্পিতি উপত্যকায় রাস্তা বন্ধ ৷ 81 জন পর্যটক কাজায় আটকে পড়েছেন । তবে পুলিশ স্যাটেলাইট ফোনের মাধ্যমে পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

Tourists Stranded in Himachal
হিমাচলে প্রবল তুষারপাত
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 2:56 PM IST

সিমলা, 4 মার্চ: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও প্রবল তুষারপাত ৷ স্পিতি উপত্যকার কাজায় আটকা পড়েছেন 81 জন পর্যটক ৷ মোবাইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ৷ পর্যটকদের পরিবারের সদস্যরা কাজা থানায় যোগাযোগ করেছেন। পুলিশ স্যাটেলাইট ফোনের মাধ্যমে ওইসব পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের উদ্ধারের চেষ্টা করছে ৷

মার্চ মাসে হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত হয় ৷ এই তুষারপাত উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসেন লাহৌল ও স্পিতি উপত্যকায়। তবে এখানে ঘুরতে এসে সমস্যায় পড়েছেন তাঁরা । প্রবল তুষারপাতের কারণে স্পিতি ও লাহৌল উপত্যকায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে । বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে এবং অনেক জায়গায় ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না ৷ কাজার অনেক হোটেল এবং হোমস্টেতে 81 জন পর্যটক আটকে থাকার খবর পেয়েছে পুলিশ। তবে বর্তমানে ওইসব পর্যটকদের নিরাপদ স্থানে রয়েছেন বলে খবর।

Tourists Stranded in Himachal
কাজায় আটকা পড়েছেন 81 জন পর্যটক

এসপি মায়াঙ্ক চৌধুরীর নেতৃত্বে তুষারপাতের জেরে লাহৌল ও স্পিতি এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ চলছে । ডিএসপি কাজা রোহিত মৃগপুরি বলেন, "রবিবার কাজা থেকে তথ্য এসেছে যে, এখানকার বিভিন্ন হোটেলে 81 জন পর্যটক আটকে পড়েছেন । রাস্তা বন্ধ থাকায় তাঁরা এখান থেকে বের হওয়ার মতো অবস্থায় নেই। টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে ৷ তবে কাজার পুলিশ আধিকারিকরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাঁদের খোঁজ খবর নিয়েছেন ৷ পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তাঁদের জানানো হয়েছে, পর্যটকরা সবাই নিরাপদে রয়েছেন । কাজা ছাড়াও ছিচম, কিব্বর, ল্যাংচা ও তাবোতেও অনেক পর্যটকের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে ।"

লাহৌল ও স্পিতির এসপি মায়াঙ্ক চৌধুরী জানিয়েছেন, বর্তমানে স্পিতি উপত্যকার কাজায় সাড়ে তিন ফুটের বেশি বরফ জমে আছে ৷ রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বিআরও এবং পিডব্লিউডি বিভাগ । রাস্তা খুলতে অনেকটা সময় লাগতে পারে । লাহৌল উপত্যকার বিভিন্ন এলাকায় আটকে পড়া পর্যটকরা নিরাপদ স্থানে রয়েছেন । তাঁদের সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, হিমাচল প্রদেশে জারি লাল সতর্কতা
  2. নাথুলায় তুষারঝড়ে আটকে পড়া 550 পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা
  3. হিমাচলে ঠান্ডায় জমছে খাবার, কাশ্মীরে বরফের মধ্য়েই ক্রিকেটে মত্ত জওয়ানরা; দেখুন ভিডিয়ো

সিমলা, 4 মার্চ: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও প্রবল তুষারপাত ৷ স্পিতি উপত্যকার কাজায় আটকা পড়েছেন 81 জন পর্যটক ৷ মোবাইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ৷ পর্যটকদের পরিবারের সদস্যরা কাজা থানায় যোগাযোগ করেছেন। পুলিশ স্যাটেলাইট ফোনের মাধ্যমে ওইসব পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের উদ্ধারের চেষ্টা করছে ৷

মার্চ মাসে হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত হয় ৷ এই তুষারপাত উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসেন লাহৌল ও স্পিতি উপত্যকায়। তবে এখানে ঘুরতে এসে সমস্যায় পড়েছেন তাঁরা । প্রবল তুষারপাতের কারণে স্পিতি ও লাহৌল উপত্যকায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে । বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে এবং অনেক জায়গায় ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না ৷ কাজার অনেক হোটেল এবং হোমস্টেতে 81 জন পর্যটক আটকে থাকার খবর পেয়েছে পুলিশ। তবে বর্তমানে ওইসব পর্যটকদের নিরাপদ স্থানে রয়েছেন বলে খবর।

Tourists Stranded in Himachal
কাজায় আটকা পড়েছেন 81 জন পর্যটক

এসপি মায়াঙ্ক চৌধুরীর নেতৃত্বে তুষারপাতের জেরে লাহৌল ও স্পিতি এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ চলছে । ডিএসপি কাজা রোহিত মৃগপুরি বলেন, "রবিবার কাজা থেকে তথ্য এসেছে যে, এখানকার বিভিন্ন হোটেলে 81 জন পর্যটক আটকে পড়েছেন । রাস্তা বন্ধ থাকায় তাঁরা এখান থেকে বের হওয়ার মতো অবস্থায় নেই। টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে ৷ তবে কাজার পুলিশ আধিকারিকরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাঁদের খোঁজ খবর নিয়েছেন ৷ পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তাঁদের জানানো হয়েছে, পর্যটকরা সবাই নিরাপদে রয়েছেন । কাজা ছাড়াও ছিচম, কিব্বর, ল্যাংচা ও তাবোতেও অনেক পর্যটকের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে ।"

লাহৌল ও স্পিতির এসপি মায়াঙ্ক চৌধুরী জানিয়েছেন, বর্তমানে স্পিতি উপত্যকার কাজায় সাড়ে তিন ফুটের বেশি বরফ জমে আছে ৷ রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বিআরও এবং পিডব্লিউডি বিভাগ । রাস্তা খুলতে অনেকটা সময় লাগতে পারে । লাহৌল উপত্যকার বিভিন্ন এলাকায় আটকে পড়া পর্যটকরা নিরাপদ স্থানে রয়েছেন । তাঁদের সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, হিমাচল প্রদেশে জারি লাল সতর্কতা
  2. নাথুলায় তুষারঝড়ে আটকে পড়া 550 পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা
  3. হিমাচলে ঠান্ডায় জমছে খাবার, কাশ্মীরে বরফের মধ্য়েই ক্রিকেটে মত্ত জওয়ানরা; দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.