সিমলা, 4 মার্চ: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও প্রবল তুষারপাত ৷ স্পিতি উপত্যকার কাজায় আটকা পড়েছেন 81 জন পর্যটক ৷ মোবাইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ৷ পর্যটকদের পরিবারের সদস্যরা কাজা থানায় যোগাযোগ করেছেন। পুলিশ স্যাটেলাইট ফোনের মাধ্যমে ওইসব পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের উদ্ধারের চেষ্টা করছে ৷
মার্চ মাসে হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত হয় ৷ এই তুষারপাত উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসেন লাহৌল ও স্পিতি উপত্যকায়। তবে এখানে ঘুরতে এসে সমস্যায় পড়েছেন তাঁরা । প্রবল তুষারপাতের কারণে স্পিতি ও লাহৌল উপত্যকায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে । বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে এবং অনেক জায়গায় ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না ৷ কাজার অনেক হোটেল এবং হোমস্টেতে 81 জন পর্যটক আটকে থাকার খবর পেয়েছে পুলিশ। তবে বর্তমানে ওইসব পর্যটকদের নিরাপদ স্থানে রয়েছেন বলে খবর।
এসপি মায়াঙ্ক চৌধুরীর নেতৃত্বে তুষারপাতের জেরে লাহৌল ও স্পিতি এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ চলছে । ডিএসপি কাজা রোহিত মৃগপুরি বলেন, "রবিবার কাজা থেকে তথ্য এসেছে যে, এখানকার বিভিন্ন হোটেলে 81 জন পর্যটক আটকে পড়েছেন । রাস্তা বন্ধ থাকায় তাঁরা এখান থেকে বের হওয়ার মতো অবস্থায় নেই। টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে ৷ তবে কাজার পুলিশ আধিকারিকরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাঁদের খোঁজ খবর নিয়েছেন ৷ পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তাঁদের জানানো হয়েছে, পর্যটকরা সবাই নিরাপদে রয়েছেন । কাজা ছাড়াও ছিচম, কিব্বর, ল্যাংচা ও তাবোতেও অনেক পর্যটকের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে ।"
লাহৌল ও স্পিতির এসপি মায়াঙ্ক চৌধুরী জানিয়েছেন, বর্তমানে স্পিতি উপত্যকার কাজায় সাড়ে তিন ফুটের বেশি বরফ জমে আছে ৷ রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বিআরও এবং পিডব্লিউডি বিভাগ । রাস্তা খুলতে অনেকটা সময় লাগতে পারে । লাহৌল উপত্যকার বিভিন্ন এলাকায় আটকে পড়া পর্যটকরা নিরাপদ স্থানে রয়েছেন । তাঁদের সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করা হয়েছে ।
আরও পড়ুন: