কালীকট, 17 মে: চিকিৎসায় বিরাট গাফিলতির অভিযোগ ৷ চার বছরের এক শিশুর আঙুলে অস্ত্রোপচার করতে গিয়ে ভুল করে জিভের অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে কালীকট মেডিক্যাল কলেজের ডাক্তারের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় ৷
জানা গিয়েছে, আজ সকালে কালীকট মেডিক্যাল কলেজে এই ঘটনা ঘটে ৷ কোঝিকোড়ের চেরুভান্নুরের বাসিন্দা আয়েশা রুভার বয়স চার বছর ৷ বৃহস্পতিবার সকালে তার হাতের ষষ্ঠ আঙুলে অস্ত্রোপচারের জন্য তাকে কালীকট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সকাল 9টা নাগাদ সেই শিশুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ৷ তবে অস্ত্রোপচারের পর তাকে যখন ওটি থেকে বের করে আনা হয়, তখন দেখা যায় তার মুখে তুলো ভর্তি ৷ আর হাতের ষষ্ঠ আঙুলটি আগের মতোই রয়েছে ৷
এতেই সন্দেহ হওয়ায় আয়েশার বাবা-মা ডাক্তারকে জিজ্ঞাসা করেন বিষয়টা ঠিক কী ৷ তখনই চিকিৎসক এক অদ্ভুত যুক্তি দেখান বলে অভিযোগ ৷ তিনি বলেন, শিশুটির জিভে একটি ব্লক ছিল এবং সেখানে অস্ত্রোপচার করা হয়েছে । কিন্তু তার ভুল বুঝতে পেরে ডাক্তার পরে আয়েশার বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন বলে জানা গিয়েছে । এ দিকে, মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক তদন্ত শুরু করেছেন ।
উল্লেখ্য, কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসায় গুরুতর গাফিলতির একটি ঘটনা ঘটেছিল দিনকয়েক আগেই ৷ অস্ত্রোপচারের সময় রোগীর পেটের ভেতর কাঁচি আটকে গিয়েছিল ৷ এই ঘটনার বিচারের জন্য এখন লড়াই চালাচ্ছেন সেই রোগী ৷
আরও পড়ুন: