ETV Bharat / bharat

শুক্রে সম্পত্তি ক্রয় লাভজনক তিন রাশির, আপনার ভাগ্যে কী আছে ! - DAILY HOROSCOPE FOR 16th August - DAILY HOROSCOPE FOR 16TH AUGUST

Astrology Prediction: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগও রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Astrology Prediction
রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 6:00 AM IST

মেষ: আজ আপনি নিজেকে স্বাধীন মনে করবেন । আর সেই মানসিকতার সঙ্গে ছোটোবেলায় যা যা করতে ভালোবাসতেন সেইসব এখন করতে চাইবেন । প্রিয়জনদের ভবিষ্যৎ পরিকল্পনা করার কথাও ভাবতে পারেন ।

বৃষ: আজ খুশি মনে দৈনন্দিন কাজ করতে চাইবেন ৷ কাজের চাপ বেশি থাকবে আজ । বিরতি নেওয়ার সময় খুব একটা পাবেন না । সৌভাগ্যের বিষয় হল, এই চাপের জন্য আপনার খুব একটা অসুবিধা বোধ হবে না ৷ আর দিনের শুরু যতটা সতেজতা ছিল, দিনের শেষে গিয়েও সেই অনুভূতি ধরে রাখতে পারবেন ।

মিথুন: আজ আপনার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা লেনদেন ও বিক্রির কাজে আপনার সঙ্গে টক্কর দিতে পারেন । আপনার সব লেনদেনের কাজে সতর্কতা ও সাবধানতা বজায় রাখতে হবে । প্রেমে প্রতিকূলতা আসতে পারে । আগের সম্পর্কে ব্যর্থ ব্যক্তিরা নতুন করে প্রেমে পড়তে পারেন ।

কর্কট: আজ আপনার কাজে আশা ও আদর্শের ছোঁয়া দেখতে পাওয়া যাবে । স্থান পরিবর্তন করলে আপনার ভালো হবে ৷ আপনার চিন্তাধারা উদার ও সংস্কারমুক্ত হবে ৷ অন্তরের সৌন্দর্য প্রকাশিত হবে ।

সিংহ: অফিসে আরও বেশি দায়িত্ব নিতে হবে আপনাকে । কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, সব কিছু যাচাই করে নিন । ব্যক্তিগত জীবনে, ভালোবসার মানুষের সঙ্গে ছোটোখাটো ঝগড়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে । বিনোদন ও আমোদ-প্রমোদে দিন কাটাতে পারেন।

কন্যা: একমুখী লক্ষ্য আপনাকে নিয়তির দিকে এগিয়ে নিয়ে যাবে । আপনার ম্যানেজমেন্টের দক্ষতা নিখুঁত হবে ৷ সাফল্য পেতে আপনি বেশি কাজ করবেন ৷ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নত বিশ্লেষণী ক্ষমতার সাহায্যে ম্যানেজারের কাজে আপনি বিশেষ দক্ষতা অর্জন করবেন ।

তুলা: ব্যবসায় আপনার সাফল্য বৃদ্ধির কারণ অনেকের হিংসার কারণ হবে । ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করবেন । সামনাসামনি তাদের মোকাবিলা করার থেকে বুদ্ধি সঙ্গে বিষয়টি সামলান ।

বৃশ্চিক: আপনি একটি দ্বিধার মধ্যে আছেন ৷ আপনি বুঝতে পারছেন না কোনও পথে এগিয়ে চলা উচিত । জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সময় দেওয়া উচিত ৷ আপনি এখন সেটাই করছেন । তবে, সমস্যা ও বিভ্রান্তি এড়াতে ব্যক্তিগত ও কর্ম জীবন আলাদা রাখুন । সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার হলে আরও সময় নিন, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না ।

ধনু: টিমমেট ও সহকর্মীদের সঙ্গে আপনার ব্যবহার নিয়ন্ত্রিত হতে চলেছে। তবে, আপনার নিখুঁত কাজের অভ্যাস তাদের হতবাক করবে। আপনার আচরণ ব্যক্তিগত জীবনে কোন প্রভাব ফেলবে না। সাফল্য পেলেও তাকে ধরে রাখতে হবে ৷

মকর: সাধারণত আপনি মাথা ঠাণ্ডা রাখতে পারেন না, বিশেষ করে পরিস্থিতি যদি খুব চাপের হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ আপনি বেশ ভালোভাবেই আত্মসংযম বজায় রেখে কাজ করে যাবেন ৷ সাংসারিক জীবন ভালো কাটবে ৷ তার ফলে আপনি কর্মজীবনে বেশী মনোযোগ দিয়ে দক্ষতা বাড়াতে পারবেন।

কুম্ভ: ভাইবোনদের সঙ্গে আনন্দ-মজা করে সময় কাটাতে চাইবেন ৷ মত সময় আর কিছুই হয় না। সাধারণত, পরিকল্পনা করে কাজকর্ম করেন ৷ আজ দিনটা একটু আলাদা। আজ আপনি যে পরিকল্পনা করবেন আপনার ভাইবোনেরা তা মেনে নেবেন। এমন স্বতঃস্ফূর্ততা আপনার জীবনে প্রথমবার অনুভব করবেন ৷ এই পরিবর্তন আপনি বেশ উপভোগও করবেন।

মীন: আজ দিনটা ভালোই যাবে। ভাগ্য আপনার সহায় থাকায় সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারবেন। অনেকদিন ধরে পরিকল্পনা করে আসা ফ্যামিলি রিইউনিয়ন হওয়ার সম্ভাবনাও থাকবে, তবে এই পরিস্থিতিতে সেটা ভার্চুয়ালি করতে হতে পারে।

মেষ: আজ আপনি নিজেকে স্বাধীন মনে করবেন । আর সেই মানসিকতার সঙ্গে ছোটোবেলায় যা যা করতে ভালোবাসতেন সেইসব এখন করতে চাইবেন । প্রিয়জনদের ভবিষ্যৎ পরিকল্পনা করার কথাও ভাবতে পারেন ।

বৃষ: আজ খুশি মনে দৈনন্দিন কাজ করতে চাইবেন ৷ কাজের চাপ বেশি থাকবে আজ । বিরতি নেওয়ার সময় খুব একটা পাবেন না । সৌভাগ্যের বিষয় হল, এই চাপের জন্য আপনার খুব একটা অসুবিধা বোধ হবে না ৷ আর দিনের শুরু যতটা সতেজতা ছিল, দিনের শেষে গিয়েও সেই অনুভূতি ধরে রাখতে পারবেন ।

মিথুন: আজ আপনার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা লেনদেন ও বিক্রির কাজে আপনার সঙ্গে টক্কর দিতে পারেন । আপনার সব লেনদেনের কাজে সতর্কতা ও সাবধানতা বজায় রাখতে হবে । প্রেমে প্রতিকূলতা আসতে পারে । আগের সম্পর্কে ব্যর্থ ব্যক্তিরা নতুন করে প্রেমে পড়তে পারেন ।

কর্কট: আজ আপনার কাজে আশা ও আদর্শের ছোঁয়া দেখতে পাওয়া যাবে । স্থান পরিবর্তন করলে আপনার ভালো হবে ৷ আপনার চিন্তাধারা উদার ও সংস্কারমুক্ত হবে ৷ অন্তরের সৌন্দর্য প্রকাশিত হবে ।

সিংহ: অফিসে আরও বেশি দায়িত্ব নিতে হবে আপনাকে । কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, সব কিছু যাচাই করে নিন । ব্যক্তিগত জীবনে, ভালোবসার মানুষের সঙ্গে ছোটোখাটো ঝগড়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে । বিনোদন ও আমোদ-প্রমোদে দিন কাটাতে পারেন।

কন্যা: একমুখী লক্ষ্য আপনাকে নিয়তির দিকে এগিয়ে নিয়ে যাবে । আপনার ম্যানেজমেন্টের দক্ষতা নিখুঁত হবে ৷ সাফল্য পেতে আপনি বেশি কাজ করবেন ৷ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নত বিশ্লেষণী ক্ষমতার সাহায্যে ম্যানেজারের কাজে আপনি বিশেষ দক্ষতা অর্জন করবেন ।

তুলা: ব্যবসায় আপনার সাফল্য বৃদ্ধির কারণ অনেকের হিংসার কারণ হবে । ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করবেন । সামনাসামনি তাদের মোকাবিলা করার থেকে বুদ্ধি সঙ্গে বিষয়টি সামলান ।

বৃশ্চিক: আপনি একটি দ্বিধার মধ্যে আছেন ৷ আপনি বুঝতে পারছেন না কোনও পথে এগিয়ে চলা উচিত । জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সময় দেওয়া উচিত ৷ আপনি এখন সেটাই করছেন । তবে, সমস্যা ও বিভ্রান্তি এড়াতে ব্যক্তিগত ও কর্ম জীবন আলাদা রাখুন । সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার হলে আরও সময় নিন, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না ।

ধনু: টিমমেট ও সহকর্মীদের সঙ্গে আপনার ব্যবহার নিয়ন্ত্রিত হতে চলেছে। তবে, আপনার নিখুঁত কাজের অভ্যাস তাদের হতবাক করবে। আপনার আচরণ ব্যক্তিগত জীবনে কোন প্রভাব ফেলবে না। সাফল্য পেলেও তাকে ধরে রাখতে হবে ৷

মকর: সাধারণত আপনি মাথা ঠাণ্ডা রাখতে পারেন না, বিশেষ করে পরিস্থিতি যদি খুব চাপের হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ আপনি বেশ ভালোভাবেই আত্মসংযম বজায় রেখে কাজ করে যাবেন ৷ সাংসারিক জীবন ভালো কাটবে ৷ তার ফলে আপনি কর্মজীবনে বেশী মনোযোগ দিয়ে দক্ষতা বাড়াতে পারবেন।

কুম্ভ: ভাইবোনদের সঙ্গে আনন্দ-মজা করে সময় কাটাতে চাইবেন ৷ মত সময় আর কিছুই হয় না। সাধারণত, পরিকল্পনা করে কাজকর্ম করেন ৷ আজ দিনটা একটু আলাদা। আজ আপনি যে পরিকল্পনা করবেন আপনার ভাইবোনেরা তা মেনে নেবেন। এমন স্বতঃস্ফূর্ততা আপনার জীবনে প্রথমবার অনুভব করবেন ৷ এই পরিবর্তন আপনি বেশ উপভোগও করবেন।

মীন: আজ দিনটা ভালোই যাবে। ভাগ্য আপনার সহায় থাকায় সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারবেন। অনেকদিন ধরে পরিকল্পনা করে আসা ফ্যামিলি রিইউনিয়ন হওয়ার সম্ভাবনাও থাকবে, তবে এই পরিস্থিতিতে সেটা ভার্চুয়ালি করতে হতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.