ETV Bharat / bharat

মোদি অমানবিক, জলপাইগুড়ির ঝড় নিয়ে মন্তব্য না-করায় প্রধানমন্ত্রীকে তির তৃণমূলের - LS POLLS 2024 - LS POLLS 2024

TMC Slams Narendra Modi: পাশের জেলায় এসেও জলপাইগুড়ির ঝড় নিয়ে মন্তব্য না-করায় মোদির কড়া সমালোচনা করল বাংলার শাসক শিবির। তাদের মতে, প্রধানমন্ত্রীর এই আচরণ অমানবিক।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 8:25 PM IST

কলকাতা, 4 এপ্রিল: জলপাইগুড়িতে ভয়ঙ্কর ঝড় হয়েছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। এমনই আবহে বৃহস্পতিবার কোচবিহারে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ঝড় নিয়ে একটা কথাও বললেন না তিনি। এই প্রসঙ্গে সরব হলেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। এদিন ব্রাত্য বসু বলেন, "2021 সালে এভাবেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডেইলি প্যাসেঞ্জারি করতে দেখেছিলাম। তারপর তিন বছর তিনি বাংলায় আসেননি। আবার আরও একটা ভোট এসেছে আবার আসতে শুরু করেছেন প্রধানমন্ত্রী।"

ব্রাত্যর অভিযোগ, বাংলা সম্পর্কে প্রধানমন্ত্রী কতটা উদাসীন তা প্রমাণ হয়ে গেল এদিনের সভায়। পাশের জেলায় এত বড় একটা ঝড় হল। প্রধানমন্ত্রী সেখানে যাননি। শুধু তাই নয়, এতগুলি মানুষের মৃত্যু নিয়ে একটি শব্দও খরচ করেননি। এতে সকলের কষ্ট হয়েছে। উত্তরবঙ্গের মানুষ গত লোকসভা নির্বাচন থেকেই বারবার প্রধানমন্ত্রী এবং তাঁর দলের উপর ভরসা রেখেছেন। লোকসভা এবং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জিতিয়েছেন। সেখানে এত বড় ঝড় নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটিও কথা নেই। না-আছে সাহায্যের কথা। না-আছে সমবেদনার কথা।

কুণাল জানান, প্রধানমন্ত্রীর যে ভাষণ আমরা দেখেছি তা ভিত্তিহীন এবং দ্বিচারিতায় ভরা। অমানবিকও বটে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছেন প্রধানমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন যখন আসবেন শ্বেতপত্রটা হাতে রাখবেন। উনি রাখেননি। কদিন আগে বিজেপি বিজ্ঞাপন দিয়েছিল 4 লক্ষ 69 হাজার বাড়ি তৈরি হয়েছে বলে। আজ প্রধানমন্ত্রী বললেন 40 হাজার বাড়ির কথা। এটা কীভাবে হল!

প্রধানমন্ত্রীর বক্তব্যকে অমানবিক বলার কারণও ব্যাখ্যা করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "এই বক্তব্য অমানবিক কারণ ঝড়-প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ এত ক্ষয়ক্ষতির পর একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করলেন না। আমাদের প্রার্থী প্রচার থামিয়ে উদ্ধার কাজে চলে গেলেন। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন ধরে ওখানে পড়ে রইলেন। আর আপনি একটি শব্দ উচ্চারণ করলেন না!"

আরও পড়ুন:

  1. 10 বছরে যা উন্নয়ন হয়েছে তা ট্রেলার, কোচবিহারের সভা থেকে দাবি মোদির
  2. কোচবিহারে একইদিনে প্রচারে ঝড় মোদি-মমতার, সোশাল মিডিয়ার টেক্কা ঘাসফুলের
  3. তৃণমূলের গুন্ডারা বাধা দিলে রুখে দাঁড়ান, ভোটারদের বার্তা মোদির

কলকাতা, 4 এপ্রিল: জলপাইগুড়িতে ভয়ঙ্কর ঝড় হয়েছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। এমনই আবহে বৃহস্পতিবার কোচবিহারে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ঝড় নিয়ে একটা কথাও বললেন না তিনি। এই প্রসঙ্গে সরব হলেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। এদিন ব্রাত্য বসু বলেন, "2021 সালে এভাবেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডেইলি প্যাসেঞ্জারি করতে দেখেছিলাম। তারপর তিন বছর তিনি বাংলায় আসেননি। আবার আরও একটা ভোট এসেছে আবার আসতে শুরু করেছেন প্রধানমন্ত্রী।"

ব্রাত্যর অভিযোগ, বাংলা সম্পর্কে প্রধানমন্ত্রী কতটা উদাসীন তা প্রমাণ হয়ে গেল এদিনের সভায়। পাশের জেলায় এত বড় একটা ঝড় হল। প্রধানমন্ত্রী সেখানে যাননি। শুধু তাই নয়, এতগুলি মানুষের মৃত্যু নিয়ে একটি শব্দও খরচ করেননি। এতে সকলের কষ্ট হয়েছে। উত্তরবঙ্গের মানুষ গত লোকসভা নির্বাচন থেকেই বারবার প্রধানমন্ত্রী এবং তাঁর দলের উপর ভরসা রেখেছেন। লোকসভা এবং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জিতিয়েছেন। সেখানে এত বড় ঝড় নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটিও কথা নেই। না-আছে সাহায্যের কথা। না-আছে সমবেদনার কথা।

কুণাল জানান, প্রধানমন্ত্রীর যে ভাষণ আমরা দেখেছি তা ভিত্তিহীন এবং দ্বিচারিতায় ভরা। অমানবিকও বটে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছেন প্রধানমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন যখন আসবেন শ্বেতপত্রটা হাতে রাখবেন। উনি রাখেননি। কদিন আগে বিজেপি বিজ্ঞাপন দিয়েছিল 4 লক্ষ 69 হাজার বাড়ি তৈরি হয়েছে বলে। আজ প্রধানমন্ত্রী বললেন 40 হাজার বাড়ির কথা। এটা কীভাবে হল!

প্রধানমন্ত্রীর বক্তব্যকে অমানবিক বলার কারণও ব্যাখ্যা করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "এই বক্তব্য অমানবিক কারণ ঝড়-প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ এত ক্ষয়ক্ষতির পর একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করলেন না। আমাদের প্রার্থী প্রচার থামিয়ে উদ্ধার কাজে চলে গেলেন। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন ধরে ওখানে পড়ে রইলেন। আর আপনি একটি শব্দ উচ্চারণ করলেন না!"

আরও পড়ুন:

  1. 10 বছরে যা উন্নয়ন হয়েছে তা ট্রেলার, কোচবিহারের সভা থেকে দাবি মোদির
  2. কোচবিহারে একইদিনে প্রচারে ঝড় মোদি-মমতার, সোশাল মিডিয়ার টেক্কা ঘাসফুলের
  3. তৃণমূলের গুন্ডারা বাধা দিলে রুখে দাঁড়ান, ভোটারদের বার্তা মোদির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.