ETV Bharat / bharat

'আপনারা রাজ্যসভার যোগ্য নন', রিজিজুর মন্তব্যে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব সাগরিকার - PRIVILEGE MOTION AGAINST RIJIJU

মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস-সহ ইন্ডিয়া শিবির ৷ এবার সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল ৷

TMC MP Sagarika Ghose gives privilege motion notice against Rijiju
সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন তৃণমূলের সাগরিক ঘোষ (ছবি সৌজন্য: সংসদ টিভি)
author img

By PTI

Published : Dec 12, 2024, 4:11 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: সংসদের উচ্চকক্ষে বিরোধীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ এই অভিযোগে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ৷ তিনি রাজ্যসভায় দলের উপনেতাও ৷ এদিন তাঁর এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন 60 জন বিরোধী সাংসদ ৷

সাগরিকা ঘোষ সাংবাদিকদের বলেন, "গতকাল সংসদে বক্তৃতা দেওয়ার সময় কিরেণ রিজিজু বিরোধীদের উদ্দেশে বলেন, আপনারা কেউই এই সংসদে থাকার যোগ্য নন ৷ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু নিজে সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন না ৷ এদিকে বারবার বিরোধীদের অসম্মান করছেন ৷ সংসদের অন্দরে এবং বাইরেও তিনি ব্যক্তিগত মন্তব্য করে চলেছেন ৷ তিনি যে উচ্চ পদে রয়েছেন, তাতে এই আচরণ শোভা পায় না ৷ তিনি তাঁর পদের অপব্যবহার করছেন ৷"

এই বিষয়টি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের উপনেতা সাংসদ সাগরিকা ঘোষ ৷ তিনি আরও লেখেন, "11 ডিসেম্বর কিরণ রিজিজু বিরোধীদের অপমান করেছেন ৷ তিনি বলেছেন, রাজ্যসভায় উপস্থিত বিরোধীরা সবাই সংসদ কক্ষে বসার অযোগ্য ৷ তিনি বিরোধীদের অসম্মান করেছেন ৷ তিনি সংসদের ভিতরে এবং বাইরে- সর্বত্র ব্যক্তিগত মন্তব্য করছেন ৷ এই অবস্থায় আমরা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে বাধ্য হয়েছি ৷ তাঁর ভাষা ক্ষমার অযোগ্য ৷ কার্যবিবরণী থেকে বিরোধীদের উদ্দেশে ব্যবহৃত শব্দগুলি বাদ দেওয়া উচিত ৷"

এদিকে মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস ৷ তাতে স্বাক্ষর করেছেন বিরোধী সাংসদরাও ৷ রাজ্যসভার কাজ পরিচালনায় চেয়ারম্যান পক্ষপাত করছেন, এই অভিযোগ তুলেছে বিরোধী শিবির ৷ বুধবার চেয়ারম্যান ধনকড়কে কড়া আক্রমণ করেন বিরোধীরা ৷

তখনই সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী সাংসদদের পাল্টা আক্রমণ করে বলেন, "আপনারা কেউ সংসদে থাকার যোগ্য নন ৷ আপনারা যদি নিজেদের চেয়ারকে সম্মান জানাতে না পারেন, তাহলে আপনাদের সংসদের সদস্য হওয়ার কোনও অধিকার নেই ৷" সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় গত 25 নভেম্বর ৷ প্রথম দিন থেকেই উত্তপ্ত দুই কক্ষ ৷ ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথম রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা ৷

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: সংসদের উচ্চকক্ষে বিরোধীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ এই অভিযোগে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ৷ তিনি রাজ্যসভায় দলের উপনেতাও ৷ এদিন তাঁর এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন 60 জন বিরোধী সাংসদ ৷

সাগরিকা ঘোষ সাংবাদিকদের বলেন, "গতকাল সংসদে বক্তৃতা দেওয়ার সময় কিরেণ রিজিজু বিরোধীদের উদ্দেশে বলেন, আপনারা কেউই এই সংসদে থাকার যোগ্য নন ৷ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু নিজে সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন না ৷ এদিকে বারবার বিরোধীদের অসম্মান করছেন ৷ সংসদের অন্দরে এবং বাইরেও তিনি ব্যক্তিগত মন্তব্য করে চলেছেন ৷ তিনি যে উচ্চ পদে রয়েছেন, তাতে এই আচরণ শোভা পায় না ৷ তিনি তাঁর পদের অপব্যবহার করছেন ৷"

এই বিষয়টি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের উপনেতা সাংসদ সাগরিকা ঘোষ ৷ তিনি আরও লেখেন, "11 ডিসেম্বর কিরণ রিজিজু বিরোধীদের অপমান করেছেন ৷ তিনি বলেছেন, রাজ্যসভায় উপস্থিত বিরোধীরা সবাই সংসদ কক্ষে বসার অযোগ্য ৷ তিনি বিরোধীদের অসম্মান করেছেন ৷ তিনি সংসদের ভিতরে এবং বাইরে- সর্বত্র ব্যক্তিগত মন্তব্য করছেন ৷ এই অবস্থায় আমরা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে বাধ্য হয়েছি ৷ তাঁর ভাষা ক্ষমার অযোগ্য ৷ কার্যবিবরণী থেকে বিরোধীদের উদ্দেশে ব্যবহৃত শব্দগুলি বাদ দেওয়া উচিত ৷"

এদিকে মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস ৷ তাতে স্বাক্ষর করেছেন বিরোধী সাংসদরাও ৷ রাজ্যসভার কাজ পরিচালনায় চেয়ারম্যান পক্ষপাত করছেন, এই অভিযোগ তুলেছে বিরোধী শিবির ৷ বুধবার চেয়ারম্যান ধনকড়কে কড়া আক্রমণ করেন বিরোধীরা ৷

তখনই সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী সাংসদদের পাল্টা আক্রমণ করে বলেন, "আপনারা কেউ সংসদে থাকার যোগ্য নন ৷ আপনারা যদি নিজেদের চেয়ারকে সম্মান জানাতে না পারেন, তাহলে আপনাদের সংসদের সদস্য হওয়ার কোনও অধিকার নেই ৷" সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় গত 25 নভেম্বর ৷ প্রথম দিন থেকেই উত্তপ্ত দুই কক্ষ ৷ ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথম রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.