ETV Bharat / bharat

পরনে কোভিড সেফটি স্যুট, অভিনব কায়দায় ব্যাঙ্ক থেকে গায়েব 5 কোটি - Jewellery Theft - JEWELLERY THEFT

Jewellery Theft in Nashik with the help of Covid suit: মহারাষ্ট্রের নাসিকে কোভিড সেফটি স্যুট পরে চুরি ৷ ব্যাঙ্ক থেকে 5 কোটি টাকার গয়না লুঠ করেছে চোরেরা । এই ঘটনায় প্রাক্তন কর্মচারীদের হাত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের ।

Jewellery Theft
অভিনব কায়দায় চুরি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 5:45 PM IST

Updated : May 6, 2024, 6:00 PM IST

নাসিক, 6 মে: বুদ্ধি আর কাকে বলে ! নিজেদের পরিচয় গোপন রাখতে কোভিড সেফটি স্যুট পরে চুরি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের গঙ্গাপুর রোডে ৷ একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে 222 জন গ্রাহকের 5 কোটি টাকার গয়না লুট করে নিয়ে গিয়েছে 2 চোর । ব্যাঙ্কের সিসিটিভির সাইরেন অফ করে দু'জন মিলে সোনা চুরি করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় শহরে তোলপাড় পড়ে গিয়েছে ৷ ঘটনায় সংস্থার প্রাক্তন কর্মচারীদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, নাসিকের জুনা গঙ্গাপুর নাকার ইন্দিরা হাইটস মার্চেন্ট কমপ্লেক্সে ব্রাঞ্চ অফিসে অবস্থিত একটি লকারে 13,385.53 গ্রাম ওজনের সোনা ছিল। এই সোনার মালিক 222 জন । লকারে সোনা রাখতে গিয়ে ব্যাঙ্কের কর্মচারীরা দেখেন আগে লকারে যে পরিমাণে সোনা ও কয়েন রাখা হয়েছিল তা উধাও হয়ে গিয়েছে ৷ তাঁরা সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ সকলে দেখেন লকার থেকে 4 কোটি 92 লক্ষ টাকার সোনা চুরি হয়ে গিয়েছে ৷ এরপর ঘটনাটি স্থানীয় সরকারওয়াড়া থানায় জানানো হয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে ।

জানা গিয়েছে, দুজন ব্যক্তি এই চুরির ঘটনায় জড়িত ৷ দুজনের মধ্যে একজন তার পরিচয় গোপন করতে সাদা রঙের কোভিড স্যুট পরেছিল এবং অন্যজন পরেছিল টি-শার্ট, জিন্স প্যান্ট, মাথায় সাদা টুপি ও মুখে মাস্ক । এসি উইন্ডোর মাধ্যমে তারা ব্যাঙ্কে প্রবেশ করে। তারপরই চুরির ঘটনা ঘটে ৷ বিল্ডিংয়ের দ্বিতীয় তলার 24 ঘণ্টার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয়েছে । ব্যাঙ্ক বন্ধ হওয়ার পর কেউ যদি অনুমোদিত ব্যক্তির চাবি ছাড়া সেফ খোলার চেষ্টা করে তাহলে সাইরেন বেজে উঠবে এবং সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার সম্ভাবনা থাকবে । তা সত্ত্বেও এই চুরি কী করে ঘটল পুলিশ খতিয়ে দেখছে ৷ স্থানীয় থানার পাশাপাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চও সমান্তরালভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি! লুঠ প্রায় 20 ভরি সোনা
  2. থানা থেকে আসছি...! পুলিশ পরিচয় দিয়ে সোনার দোকানে চুরি
  3. ফিল্মি কায়দায় রাজ্যে লরি ভরতি 10 কোটির আইফোন লুট, এসপিকে তদন্তের নির্দেশ

নাসিক, 6 মে: বুদ্ধি আর কাকে বলে ! নিজেদের পরিচয় গোপন রাখতে কোভিড সেফটি স্যুট পরে চুরি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের গঙ্গাপুর রোডে ৷ একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে 222 জন গ্রাহকের 5 কোটি টাকার গয়না লুট করে নিয়ে গিয়েছে 2 চোর । ব্যাঙ্কের সিসিটিভির সাইরেন অফ করে দু'জন মিলে সোনা চুরি করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় শহরে তোলপাড় পড়ে গিয়েছে ৷ ঘটনায় সংস্থার প্রাক্তন কর্মচারীদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, নাসিকের জুনা গঙ্গাপুর নাকার ইন্দিরা হাইটস মার্চেন্ট কমপ্লেক্সে ব্রাঞ্চ অফিসে অবস্থিত একটি লকারে 13,385.53 গ্রাম ওজনের সোনা ছিল। এই সোনার মালিক 222 জন । লকারে সোনা রাখতে গিয়ে ব্যাঙ্কের কর্মচারীরা দেখেন আগে লকারে যে পরিমাণে সোনা ও কয়েন রাখা হয়েছিল তা উধাও হয়ে গিয়েছে ৷ তাঁরা সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ সকলে দেখেন লকার থেকে 4 কোটি 92 লক্ষ টাকার সোনা চুরি হয়ে গিয়েছে ৷ এরপর ঘটনাটি স্থানীয় সরকারওয়াড়া থানায় জানানো হয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে ।

জানা গিয়েছে, দুজন ব্যক্তি এই চুরির ঘটনায় জড়িত ৷ দুজনের মধ্যে একজন তার পরিচয় গোপন করতে সাদা রঙের কোভিড স্যুট পরেছিল এবং অন্যজন পরেছিল টি-শার্ট, জিন্স প্যান্ট, মাথায় সাদা টুপি ও মুখে মাস্ক । এসি উইন্ডোর মাধ্যমে তারা ব্যাঙ্কে প্রবেশ করে। তারপরই চুরির ঘটনা ঘটে ৷ বিল্ডিংয়ের দ্বিতীয় তলার 24 ঘণ্টার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয়েছে । ব্যাঙ্ক বন্ধ হওয়ার পর কেউ যদি অনুমোদিত ব্যক্তির চাবি ছাড়া সেফ খোলার চেষ্টা করে তাহলে সাইরেন বেজে উঠবে এবং সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার সম্ভাবনা থাকবে । তা সত্ত্বেও এই চুরি কী করে ঘটল পুলিশ খতিয়ে দেখছে ৷ স্থানীয় থানার পাশাপাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চও সমান্তরালভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি! লুঠ প্রায় 20 ভরি সোনা
  2. থানা থেকে আসছি...! পুলিশ পরিচয় দিয়ে সোনার দোকানে চুরি
  3. ফিল্মি কায়দায় রাজ্যে লরি ভরতি 10 কোটির আইফোন লুট, এসপিকে তদন্তের নির্দেশ
Last Updated : May 6, 2024, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.