নাসিক, 6 মে: বুদ্ধি আর কাকে বলে ! নিজেদের পরিচয় গোপন রাখতে কোভিড সেফটি স্যুট পরে চুরি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের গঙ্গাপুর রোডে ৷ একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে 222 জন গ্রাহকের 5 কোটি টাকার গয়না লুট করে নিয়ে গিয়েছে 2 চোর । ব্যাঙ্কের সিসিটিভির সাইরেন অফ করে দু'জন মিলে সোনা চুরি করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় শহরে তোলপাড় পড়ে গিয়েছে ৷ ঘটনায় সংস্থার প্রাক্তন কর্মচারীদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, নাসিকের জুনা গঙ্গাপুর নাকার ইন্দিরা হাইটস মার্চেন্ট কমপ্লেক্সে ব্রাঞ্চ অফিসে অবস্থিত একটি লকারে 13,385.53 গ্রাম ওজনের সোনা ছিল। এই সোনার মালিক 222 জন । লকারে সোনা রাখতে গিয়ে ব্যাঙ্কের কর্মচারীরা দেখেন আগে লকারে যে পরিমাণে সোনা ও কয়েন রাখা হয়েছিল তা উধাও হয়ে গিয়েছে ৷ তাঁরা সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ সকলে দেখেন লকার থেকে 4 কোটি 92 লক্ষ টাকার সোনা চুরি হয়ে গিয়েছে ৷ এরপর ঘটনাটি স্থানীয় সরকারওয়াড়া থানায় জানানো হয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে ।
জানা গিয়েছে, দুজন ব্যক্তি এই চুরির ঘটনায় জড়িত ৷ দুজনের মধ্যে একজন তার পরিচয় গোপন করতে সাদা রঙের কোভিড স্যুট পরেছিল এবং অন্যজন পরেছিল টি-শার্ট, জিন্স প্যান্ট, মাথায় সাদা টুপি ও মুখে মাস্ক । এসি উইন্ডোর মাধ্যমে তারা ব্যাঙ্কে প্রবেশ করে। তারপরই চুরির ঘটনা ঘটে ৷ বিল্ডিংয়ের দ্বিতীয় তলার 24 ঘণ্টার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয়েছে । ব্যাঙ্ক বন্ধ হওয়ার পর কেউ যদি অনুমোদিত ব্যক্তির চাবি ছাড়া সেফ খোলার চেষ্টা করে তাহলে সাইরেন বেজে উঠবে এবং সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার সম্ভাবনা থাকবে । তা সত্ত্বেও এই চুরি কী করে ঘটল পুলিশ খতিয়ে দেখছে ৷ স্থানীয় থানার পাশাপাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চও সমান্তরালভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে ৷
আরও পড়ুন: