নয়াদিল্লি, 5 অক্টোবর: হিন্দু মন্দিরে খালিস্তানিদের হামলায় কানাডার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে ভারতে ৷ এই আবহে সেই দেশের সরকারকে আইনের শাসন বজায় রাখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
নাম না করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে মোদি এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করেন ৷ হামলার তীব্র নিন্দা করে তিনি লেখেন, "কানাডার হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত হামলার আমি তীব্র নিন্দা করি ৷ আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর মতো কাপুরুষোচিত প্রয়াসের সমান আতঙ্কজনক এই ঘটনা । তবে এই ধরনের ঘটনা ভারতের দৃঢ় সংকল্পকে কখনওই দুর্বল করতে পারবে না ।" তিনি আরও লেখেন, "কানাডার সরকার ঘটনার বিচার করবে এবং আইনের শাসন বজায় রাখবে বলে আশা করি ।"
I strongly condemn the deliberate attack on a Hindu temple in Canada. Equally appalling are the cowardly attempts to intimidate our diplomats. Such acts of violence will never weaken India’s resolve. We expect the Canadian government to ensure justice and uphold the rule of law.
— Narendra Modi (@narendramodi) November 4, 2024
রবিবার ব্রাম্পটনে ‘হিন্দু সভা মন্দিরে’ পুজো দিতে হাজির হন বেশ কয়েক জন ভক্ত । সেই সময় তাঁদের হেনস্থা করার অভিযোগ উঠেছে কয়েকজন খলিস্তানির বিরুদ্ধে । সোশাল মিডিয়ায় হামলার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে ৷ সেখানে দেখা যাচ্ছে পতাকা হাতে মন্দিরের গেটের মধ্য়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে কয়েকজন খালিস্তানি সমর্থক ৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন মন্দিরে উপস্থিত ভক্তরা ৷ উল্লেখ্য়, ব্রাম্পটনের এই মন্দির বিশালাকার হনুমানের মূর্তির জন্য বিখ্যাত ৷ সেই হামলার পর কানাডা সরকারের অভ্যন্তরেই নিন্দার ঝড় উঠতে শুরু করে ৷
এদিকে, প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্দিরে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে একটি যৌথ বিবৃতি দেওয়ার সময় তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি ফের কানাডা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ৷ জয়শঙ্কর বলেন, "চরমপন্থীদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে কানাডা ৷ আর সেই কারণে এই ঘটনা ৷" অবশ্য়, এই প্রথম নয় ৷ কানাডার রাজনীতিতে খালিস্তানিদের প্রভাব সম্পর্কে এর আগেও মন্তব্য করেন জয়শঙ্কর ৷ তাঁর দাবি, ভারত এই সম্পর্কে কানাডাকে একাধিকবার সতর্ক করলেও, সেই দেশের সরকার বিষয়টিতে কান দেয়নি ৷
হিন্দুদের উপর হামলার ঘটনায় সোমবারই প্রতিবাদ জানায় অটোয়ায় ভারতীয় দূতাবাস ৷ এক্স হ্যান্ডেলে দূতাবাসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানে লেখা হয়, "এই ধরনর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ! ভারতীয় নাগরিকদের নিরাপত্তার দাবিতে দূতাবাসের তরফে একাধিকবার আলোচনা করা হয় ৷ তারপরও এই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে ৷"
হামলার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি পেশ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়শওয়াল ৷ তিনি বলেন, "ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই । হিন্দু তথা হিন্দু মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কানাডা সরকারের সঙ্গে কথা বলা হয়েছে ৷" তিনি আরও বলেন, "আমরা আশা করি হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে । কানাডায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ।"