ETV Bharat / bharat

NEET রাজ্যভিত্তিক হওয়া উচিত, পড়ুয়াদের পাশেই দাঁড়ালেন তামিল অভিনেতা বিজয় - Vijay Opposes NEET

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 3:35 PM IST

Tamil Actor Thalapathy Vijay: বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নিট ৷ অবিলম্বে পরীক্ষা এবং শিক্ষার দায়ভার রাজ্যের হাতে দেওয়া দেওয়া উচিত ৷ NEET বিতর্কে মুখ খুলে এমনটাই জানালেন জনপ্রিয় তামিল অভিনেতা থালাপতি বিজয় ৷

Thalapathy Vijay on NEET Row
নিট প্রসঙ্গে মুখ খুললেন থালাপতি বিজয় (ইটিভি ভারত)

চেন্নাই, 3 জুলাই: নিট প্রসঙ্গে এবার মুখ খুললেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয় ৷ সম্প্রতি রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি ৷ তামিলগা ভেত্রি কাজাগাম দলের প্রতিষ্ঠাতা জানালেন, NEET এবং সর্বভারতীয় পরীক্ষাগুলি নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে সরকারের ৷ কেন্দ্রীয় পরীক্ষা থেকে ছাড় চেয়ে তামিলনাড়ু সরকার যে প্রস্তাব পাস করেছে, সেটিকেও সমর্থন করেছেন বিজয় ৷

রাষ্ট্রপতির কাছে অ্যান্টি-নিট বিল পাঠিয়েছে তামিলনাড়ু বিধানসভা ৷ ওই বিলে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষা থেকে রাজ্যকে ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ মুখ্যমন্ত্রী স্ট্যালিন প্রস্তাবে জানিয়েছেন, ভারতের মতো দেশে 'এক দেশ, এক পাঠ্যক্রম' সম্ভব নয় ৷ বৈচিত্র এদেশের শক্তি, দুর্বলতা নয় ৷ অনগ্রসর সম্প্রদায়ের ছাত্ররা এক্ষেত্রে সুযোগ পাচ্ছে না ৷ রাজ্যভিত্তিক ভিন্ন পাঠ্যক্রম এবং কেন্দ্রীয় পরীক্ষার সিলেবাস এনসিইআরটি ভিত্তিক হওয়ায় গ্রামীণ এলাকার পরীক্ষার্থীরা ক্রমশ পিছিয়ে পড়ছে ৷

দশম ও দ্বাদশ শ্রেণির কৃতীদের সংবর্ধনা জ্ঞাপনের একটি অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ৷ সেখানেই রাজ্য বিধানসভার প্রস্তাবকে সমর্থন করে রাজ্যভিত্তিক শিক্ষাব্যবস্থা ও পরীক্ষার পক্ষে সওয়াল করেন তিনি ৷ ওই অনুষ্ঠানে বিজয় বলেন, "কেন্দ্রীয়ভাবে নেওয়া পরীক্ষাগুলিতে তামিলনাড়ুর ছাত্ররা, বিশেষ করে গ্রামীণ ও অনগ্রসর শ্রেণির ছাত্ররা পিছিয়ে পড়ছে ৷"

তাঁর কথায়, কীভাবে একজন ছাত্র যে স্থানীয় ভাষা ও সিলেবাসে পড়াশোনা করেছে, সে সম্পূর্ণ ভিন্ন ভাষা ও সিলেবাসে নেওয়া একটি পরীক্ষায় ভালো ফল করবে ৷ কীভাবে ওই ছাত্র তাঁর সেরাটা দেবে ৷ একই সঙ্গে তিনি জানান, নিট সংক্রান্ত যে দুর্নীতি সামনে এসেছে তাতে সর্বভারতীয় পরীক্ষা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ৷ যেভাবে তামিলনাড়ুর একাধিক নিট পরীক্ষার্থী সাম্প্রতিক অতীতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাতে নিট নিয়ে রাজ্যের মাথাব্যথা আরও বেড়েছে ৷ ফলে তামিলনাড়ুর আর্জি মেনে পরীক্ষা দায়িত্ব রাজ্যের হাতেই দেওয়া উচিত ৷

চেন্নাই, 3 জুলাই: নিট প্রসঙ্গে এবার মুখ খুললেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয় ৷ সম্প্রতি রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি ৷ তামিলগা ভেত্রি কাজাগাম দলের প্রতিষ্ঠাতা জানালেন, NEET এবং সর্বভারতীয় পরীক্ষাগুলি নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে সরকারের ৷ কেন্দ্রীয় পরীক্ষা থেকে ছাড় চেয়ে তামিলনাড়ু সরকার যে প্রস্তাব পাস করেছে, সেটিকেও সমর্থন করেছেন বিজয় ৷

রাষ্ট্রপতির কাছে অ্যান্টি-নিট বিল পাঠিয়েছে তামিলনাড়ু বিধানসভা ৷ ওই বিলে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষা থেকে রাজ্যকে ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ মুখ্যমন্ত্রী স্ট্যালিন প্রস্তাবে জানিয়েছেন, ভারতের মতো দেশে 'এক দেশ, এক পাঠ্যক্রম' সম্ভব নয় ৷ বৈচিত্র এদেশের শক্তি, দুর্বলতা নয় ৷ অনগ্রসর সম্প্রদায়ের ছাত্ররা এক্ষেত্রে সুযোগ পাচ্ছে না ৷ রাজ্যভিত্তিক ভিন্ন পাঠ্যক্রম এবং কেন্দ্রীয় পরীক্ষার সিলেবাস এনসিইআরটি ভিত্তিক হওয়ায় গ্রামীণ এলাকার পরীক্ষার্থীরা ক্রমশ পিছিয়ে পড়ছে ৷

দশম ও দ্বাদশ শ্রেণির কৃতীদের সংবর্ধনা জ্ঞাপনের একটি অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ৷ সেখানেই রাজ্য বিধানসভার প্রস্তাবকে সমর্থন করে রাজ্যভিত্তিক শিক্ষাব্যবস্থা ও পরীক্ষার পক্ষে সওয়াল করেন তিনি ৷ ওই অনুষ্ঠানে বিজয় বলেন, "কেন্দ্রীয়ভাবে নেওয়া পরীক্ষাগুলিতে তামিলনাড়ুর ছাত্ররা, বিশেষ করে গ্রামীণ ও অনগ্রসর শ্রেণির ছাত্ররা পিছিয়ে পড়ছে ৷"

তাঁর কথায়, কীভাবে একজন ছাত্র যে স্থানীয় ভাষা ও সিলেবাসে পড়াশোনা করেছে, সে সম্পূর্ণ ভিন্ন ভাষা ও সিলেবাসে নেওয়া একটি পরীক্ষায় ভালো ফল করবে ৷ কীভাবে ওই ছাত্র তাঁর সেরাটা দেবে ৷ একই সঙ্গে তিনি জানান, নিট সংক্রান্ত যে দুর্নীতি সামনে এসেছে তাতে সর্বভারতীয় পরীক্ষা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ৷ যেভাবে তামিলনাড়ুর একাধিক নিট পরীক্ষার্থী সাম্প্রতিক অতীতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাতে নিট নিয়ে রাজ্যের মাথাব্যথা আরও বেড়েছে ৷ ফলে তামিলনাড়ুর আর্জি মেনে পরীক্ষা দায়িত্ব রাজ্যের হাতেই দেওয়া উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.