ETV Bharat / bharat

ওড়িশায় প্রথম সরকার গড়বে বিজেপি, মঙ্গলবার শপথ - BJP Government in Odisha - BJP GOVERNMENT IN ODISHA

BJP Government in Odisha: পরিবর্তিত হয়েছে শপথ গ্রহণের দিন ৷ 10 নয়, বরং 12 জুন ওড়িশায় প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ৷ এমনটাই জানিয়েছেন দলের নেতা যতীন মোহান্তি এবং বিজয়পাল সিং তোমর ৷

BJP Government in Odisha
ওড়িশায় বিজেপি সরকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 6:23 PM IST

ভুবনেশ্বর, 9 জুন: ওড়িশায় 'নবীন যুগের' অবসান ৷ দীর্ঘ 24 বছর পর জগন্নাথ-ভূমে ক্ষমতাচ্যুত বিজেডি ৷ নবীন পট্টনায়কের দলকে হারিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি ৷ প্রথমবার ওড়িশায় সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির ৷ 12 জুন শপথ নেবেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী-সহ বাকি মন্ত্রীরা ৷ রবিবার এমনটাই নিশ্চিত করেছেন বিজেপি নেতা যতীন মোহান্তি এবং বিজয়পাল সিং তোমর ৷

জানা গিয়েছে, জনতা ময়দানে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ তার জন্য জোরকদমে প্রস্তুতি চলছে ৷ যদিও বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে তা এখনও স্পষ্ট নয় । মুখ্যমন্ত্রী পদে যাঁদের নাম আলোচনায় আসছে তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি মনমোহন সামল, বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বৈজয়ন্ত পাণ্ডা প্রমুখ ।

প্রথমে 10 ​​জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল ৷ তবে যতীন মোহান্তি জানিয়েছেন, নরেন্দ্র মোদির শপথের জন্য দিন বদল হয়েছে । মোদি ওড়িশা সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ তবে তার আগে রবিবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ গ্রহণ করবেন ৷ পরের দিন দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে ব্যস্ত থাকবেন মোদি । পাশাপাশি বিজেপির সংসদীয় বৈঠকও রয়েছে 11 জুন। এসব মেটার পরই হবে শপখগ্রহণ।

4 জুন লোকসভার সঙ্গেই ওড়িশা বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে ৷ সেদিন সন্ধ্যায় দলের সদর দফতর থেকে নরেন্দ্র মোদি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ৷ ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রীকে বলেন, "জয় জগন্নাথ ।' পরে তাঁকে বলতে শোনা যায়, "ওড়িশায় বিজেপি দারুণ ফল করেছে । এই প্রথম ওড়িশায় সরকার গড়বে বিজেপি। এই প্রথম মহাপ্রভুর ভূমিতে বিজেপির মুখ্যমন্ত্রী থাকবেন।" নির্বাচনী প্রচারের সময় নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ওড়িশার প্রথম বিজেপি সরকারের মন্ত্রীরা 10 জুন শপথ নেবেন । তবে শনিবার বিজেপির রাজ্য সভাপতি মনমোহন সামলও স্পষ্ট করেছেন, মোদির শপথ ও দলের বৈঠকের কারণে ওড়িশা সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানে দিন বদল করা হয়েছে ৷

এ দিকে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও জল্পনা চলছে। প্রবীণ বিজেপি নেতা এবং নবনির্বাচিত বিধায়ক সুরেশ পূজারি সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন ৷ এরপর জল্পনা শুরু হয়েছিল, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকতে পারেন ৷ সুরেশ পূজারি 2019 সালের নির্বাচনে বারগড় থেকে জিতে লোকসভার সাংসদ হয়েছিলেন ৷ পরে ব্রজরাজনগর বিধানসভা কেন্দ্র থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়লাভ করেছেন তিনি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য তাঁকে নয়াদিল্লিতে ডাকা হয়েছিল বলে তাঁর সমর্থকদের ধারণা ।

ভুবনেশ্বর, 9 জুন: ওড়িশায় 'নবীন যুগের' অবসান ৷ দীর্ঘ 24 বছর পর জগন্নাথ-ভূমে ক্ষমতাচ্যুত বিজেডি ৷ নবীন পট্টনায়কের দলকে হারিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি ৷ প্রথমবার ওড়িশায় সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির ৷ 12 জুন শপথ নেবেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী-সহ বাকি মন্ত্রীরা ৷ রবিবার এমনটাই নিশ্চিত করেছেন বিজেপি নেতা যতীন মোহান্তি এবং বিজয়পাল সিং তোমর ৷

জানা গিয়েছে, জনতা ময়দানে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ তার জন্য জোরকদমে প্রস্তুতি চলছে ৷ যদিও বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে তা এখনও স্পষ্ট নয় । মুখ্যমন্ত্রী পদে যাঁদের নাম আলোচনায় আসছে তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি মনমোহন সামল, বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বৈজয়ন্ত পাণ্ডা প্রমুখ ।

প্রথমে 10 ​​জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল ৷ তবে যতীন মোহান্তি জানিয়েছেন, নরেন্দ্র মোদির শপথের জন্য দিন বদল হয়েছে । মোদি ওড়িশা সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ তবে তার আগে রবিবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ গ্রহণ করবেন ৷ পরের দিন দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে ব্যস্ত থাকবেন মোদি । পাশাপাশি বিজেপির সংসদীয় বৈঠকও রয়েছে 11 জুন। এসব মেটার পরই হবে শপখগ্রহণ।

4 জুন লোকসভার সঙ্গেই ওড়িশা বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে ৷ সেদিন সন্ধ্যায় দলের সদর দফতর থেকে নরেন্দ্র মোদি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ৷ ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রীকে বলেন, "জয় জগন্নাথ ।' পরে তাঁকে বলতে শোনা যায়, "ওড়িশায় বিজেপি দারুণ ফল করেছে । এই প্রথম ওড়িশায় সরকার গড়বে বিজেপি। এই প্রথম মহাপ্রভুর ভূমিতে বিজেপির মুখ্যমন্ত্রী থাকবেন।" নির্বাচনী প্রচারের সময় নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ওড়িশার প্রথম বিজেপি সরকারের মন্ত্রীরা 10 জুন শপথ নেবেন । তবে শনিবার বিজেপির রাজ্য সভাপতি মনমোহন সামলও স্পষ্ট করেছেন, মোদির শপথ ও দলের বৈঠকের কারণে ওড়িশা সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানে দিন বদল করা হয়েছে ৷

এ দিকে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও জল্পনা চলছে। প্রবীণ বিজেপি নেতা এবং নবনির্বাচিত বিধায়ক সুরেশ পূজারি সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন ৷ এরপর জল্পনা শুরু হয়েছিল, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকতে পারেন ৷ সুরেশ পূজারি 2019 সালের নির্বাচনে বারগড় থেকে জিতে লোকসভার সাংসদ হয়েছিলেন ৷ পরে ব্রজরাজনগর বিধানসভা কেন্দ্র থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়লাভ করেছেন তিনি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য তাঁকে নয়াদিল্লিতে ডাকা হয়েছিল বলে তাঁর সমর্থকদের ধারণা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.