ETV Bharat / bharat

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অচলাবস্থা জারি ! এক-দু'দিনের মধ্যে সিদ্ধান্ত, দাবি শিন্ডের - AMID MAHARASHTRA CM STALEMATE

অমিত শাহের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে দাবি করলেন একনাথ শিন্ডে ৷ মুখ্যমন্ত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক বা দু'দিনের মধ্যেই ৷

EKNATH SHINDE
একনাথ শিন্ডে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 4:07 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে ৷ শাহের সঙ্গে দেখা করার একদিন পরে একনাথ শিন্ডে জানান, রাজ্যে সরকার গঠনের বিষয়ে অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর 'ভালো এবং ইতিবাচক' আলোচনা হয়েছে ৷

মুম্বই রওনা হওয়ার আগে সাংবাদিকদের শিন্ডে বলেন, "মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক বা দু'দিনের মধ্যে রাজ্যে মহাযুতি জোটের বৈঠকে নেওয়া হবে।"

এর আগে, এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছিলেন, জোটের অংশীদার বিজেপি, শিবসেনা এবং এনসিপির জন্য মন্ত্রী পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ শাহের সঙ্গে বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি ৷ যদিও তেমন কিছুই সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে।

জোটের নেতারা জানাচ্ছেন, মহারাষ্ট্রে 2 ডিসেম্বরের মধ্যে একটি নতুন সরকার গঠিত হতে পারে। একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারের সঙ্গে পরবর্তী সরকারের বিষয়ে বৃহস্পতিবার রাতে অমিত শাহ এবং জেপি নাড্ডা দেখা করেন ৷ মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, "আমরা এক বা দু'দিনের মধ্যে (মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিষয়ে) সিদ্ধান্ত নেব। আমরা আলোচনা করেছি এবং আলোচনা চলতে থাকবে। আমরা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেব তখন আপনারা সকলেই জানতে পারবেন ৷"

শিন্ডে আরও জানান, তিনি রাজ্যে সরকার গঠনে কোনও বাধা হয়ে দাঁড়াবেন না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবেন। তাঁর কথায়, "প্রিয় ভাই উপাধি আমার কাছে অন্য যেকোনও কিছুর চেয়ে অনেক বেশি ৷" শিন্ডের কথায়, "আমরা সবাই সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছি। আমাদের জোট শরিকদের মধ্যে ভালো সমন্বয় রয়েছে ৷ আমরা সকলেই খুবই ইতিবাচক এবং জনগণের সমর্থনকে সম্মান জানাব। আমরা শীঘ্রই সরকার গঠন করব।"

নয়াদিল্লি, 29 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে ৷ শাহের সঙ্গে দেখা করার একদিন পরে একনাথ শিন্ডে জানান, রাজ্যে সরকার গঠনের বিষয়ে অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর 'ভালো এবং ইতিবাচক' আলোচনা হয়েছে ৷

মুম্বই রওনা হওয়ার আগে সাংবাদিকদের শিন্ডে বলেন, "মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক বা দু'দিনের মধ্যে রাজ্যে মহাযুতি জোটের বৈঠকে নেওয়া হবে।"

এর আগে, এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছিলেন, জোটের অংশীদার বিজেপি, শিবসেনা এবং এনসিপির জন্য মন্ত্রী পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ শাহের সঙ্গে বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি ৷ যদিও তেমন কিছুই সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে।

জোটের নেতারা জানাচ্ছেন, মহারাষ্ট্রে 2 ডিসেম্বরের মধ্যে একটি নতুন সরকার গঠিত হতে পারে। একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারের সঙ্গে পরবর্তী সরকারের বিষয়ে বৃহস্পতিবার রাতে অমিত শাহ এবং জেপি নাড্ডা দেখা করেন ৷ মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, "আমরা এক বা দু'দিনের মধ্যে (মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিষয়ে) সিদ্ধান্ত নেব। আমরা আলোচনা করেছি এবং আলোচনা চলতে থাকবে। আমরা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেব তখন আপনারা সকলেই জানতে পারবেন ৷"

শিন্ডে আরও জানান, তিনি রাজ্যে সরকার গঠনে কোনও বাধা হয়ে দাঁড়াবেন না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবেন। তাঁর কথায়, "প্রিয় ভাই উপাধি আমার কাছে অন্য যেকোনও কিছুর চেয়ে অনেক বেশি ৷" শিন্ডের কথায়, "আমরা সবাই সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছি। আমাদের জোট শরিকদের মধ্যে ভালো সমন্বয় রয়েছে ৷ আমরা সকলেই খুবই ইতিবাচক এবং জনগণের সমর্থনকে সম্মান জানাব। আমরা শীঘ্রই সরকার গঠন করব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.