ETV Bharat / bharat

নিটের প্রশ্ন ফাঁস-কাণ্ডে নতুন করে পরীক্ষার আবেদন, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে সুপ্রিম নোটিশ - NEET Paper Leak Case

author img

By PTI

Published : Jun 11, 2024, 6:42 PM IST

NEET Paper Leak Case: মেডিক্যালের ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট 2024-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে ৷ যে মামলায় এবার নিটের আয়োজনকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে একটি নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট ৷

ETV BHARAT
ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ সুপ্রিম কোর্টের ৷ (ফাইল চিত্র)

নয়াদিল্লি, 11 জুন: মেডিক্যালের সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ, নিট 2024-এর নতুন করে আয়োজনের আবেদনের মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷ সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছিল ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল ৷

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর অবকাশকালীন বেঞ্চে আরও একটি আবেদন করা হয়েছিল ৷ নিটের যে ফলপ্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী ইতিমধ্যে বিভিন্ন মেডিক্যাল কলেজে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ সেই প্রক্রিয়া বন্ধ করার আবেদন জানানো হয়েছিল ৷ কিন্তু, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ উল্লেখ্য, এবছর 5 মে সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ 14 জুন এন্ট্রান্সের ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও, তার দশদিন আগে 4 জুন পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছিল ৷

শিবাঙ্গী মিশ্র ছাড়াও অন্যান্য পরীক্ষার্থীরা এই মামলাটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালত তাঁদের এই মামলাটিকে ইতিমধ্যে পেন্ডিং থাকা একটি মামলার সঙ্গে জুড়ে দিয়েছে ৷ পাশাপাশি, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পুরো বিষয়টি নিয়ে জবাবদিহি করতে বলা হয়েছে ৷ আবেদনে অভিযোগ করা হয়েছে, নিট স্নাতক 2024-এর পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছে ৷ যেখানে অন্যতম অভিযোগ, নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ৷ আর তার একাধিক প্রমাণ মামলাকারীদের হাতে এসেছে বলে দাবি করা হয়েছে ৷

মামলাকারীরা আবেদনে উল্লেখ করেছেন, "ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14 অর্থাৎ, সাম্যের অধিকারের আইনকে উল্লঙ্ঘন করা হয়েছে ৷ যেখানে জাতীয় মেডিক্যাল এন্ট্রান্সে কিছু প্রার্থীকে অনৈতিকভাবে সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে ৷ আর এটি, যারা স্বচ্ছতার সঙ্গে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন, তাঁদের সঙ্গে অন্যায় হয়েছে ৷"

নয়াদিল্লি, 11 জুন: মেডিক্যালের সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ, নিট 2024-এর নতুন করে আয়োজনের আবেদনের মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷ সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছিল ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল ৷

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর অবকাশকালীন বেঞ্চে আরও একটি আবেদন করা হয়েছিল ৷ নিটের যে ফলপ্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী ইতিমধ্যে বিভিন্ন মেডিক্যাল কলেজে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ সেই প্রক্রিয়া বন্ধ করার আবেদন জানানো হয়েছিল ৷ কিন্তু, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ উল্লেখ্য, এবছর 5 মে সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ 14 জুন এন্ট্রান্সের ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও, তার দশদিন আগে 4 জুন পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছিল ৷

শিবাঙ্গী মিশ্র ছাড়াও অন্যান্য পরীক্ষার্থীরা এই মামলাটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালত তাঁদের এই মামলাটিকে ইতিমধ্যে পেন্ডিং থাকা একটি মামলার সঙ্গে জুড়ে দিয়েছে ৷ পাশাপাশি, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পুরো বিষয়টি নিয়ে জবাবদিহি করতে বলা হয়েছে ৷ আবেদনে অভিযোগ করা হয়েছে, নিট স্নাতক 2024-এর পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছে ৷ যেখানে অন্যতম অভিযোগ, নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ৷ আর তার একাধিক প্রমাণ মামলাকারীদের হাতে এসেছে বলে দাবি করা হয়েছে ৷

মামলাকারীরা আবেদনে উল্লেখ করেছেন, "ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14 অর্থাৎ, সাম্যের অধিকারের আইনকে উল্লঙ্ঘন করা হয়েছে ৷ যেখানে জাতীয় মেডিক্যাল এন্ট্রান্সে কিছু প্রার্থীকে অনৈতিকভাবে সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে ৷ আর এটি, যারা স্বচ্ছতার সঙ্গে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন, তাঁদের সঙ্গে অন্যায় হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.