নয়াদিল্লি, 7 মার্চ: কলকাতা হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তবে তা গ্রহণ করতে অস্বীকার করল শীর্ষ আদালত ৷ চার্জশিট দাখিল করার আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত যে কোনও ব্যক্তি, অভিযুক্ত, সন্দেহভাজন বা সাক্ষী সম্পর্কিত তদন্তের বিবরণ জনসাধারণ বা মিডিয়ার কাছে প্রকাশ না করার জন্য তদন্ত সংস্থাগুলিকে নির্দেশিকা জারি করেছিল হাইকোর্ট ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি ৷ তবে সেই আবেদন গ্রহণ করেনি শীর্ষ আদালত ৷
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা একটি আবেদনে কলকাতা হাইকোর্টকে অভিযোগ জানিয়েছিলেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যম তাঁর চরিত্রহননে লিপ্ত হচ্ছে ৷ নিয়মিত আর্থিক ও অন্যান্য কেলেঙ্কারির বিষয়ে ইডি-সহ সংস্থাগুলি যে তদন্ত করছে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করে তাঁর পরিবারকে হেয় করা হচ্ছে । তারই প্রেক্ষিতে হাইকোর্ট চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত রুজিরা সম্পর্কিত তদন্তের তথ্য জনসমক্ষে প্রকাশ না করার নির্দেশ দেয় ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷
সেই আবেদন নিতে না চেয়ে আজ শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ ইডি-র তরফে হাজির হওয়া অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে বলেন, যেহেতু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনটি হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে, সেই কারণে শীর্ষ আদালত এই বিষয় গ্রহণ করতে আগ্রহী নয় । রাজু দাবি করেছিলেন যে, এটি কার্যত একটি চূড়ান্ত নির্দেশ কারণ নির্দেশিকা জারি করা হয়েছে এবং অন্তর্বর্তী নির্দেশের মাধ্যমে রুজিরাকে স্বস্তি দেওয়া হয়েছে । হাইকোর্টের সেই নির্দেশকে স্থগিত করার আবেদন জানান এসভি রাজু ৷
তবে বেঞ্চ রাজুকে বলে যে, আদালত হয় ইডি-র আবেদন খারিজ করবে বা এজেন্সি এটি প্রত্যাহার করতে পারে, কারণ এটি উচ্চ আদালতের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে । রাজু তখন আবেদনটি প্রত্যাহার করতে রাজি হন ৷
গত বছরের 17 অক্টোবর কলকাতা হাইকোর্ট বেশ কয়েকটি নির্দেশিকা জারি করে এবং তদন্ত সংস্থা ও সংবাদমাধ্যমকে সেই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয় ।
আরও পড়ুন: