ETV Bharat / bharat

NEET পরীক্ষার ওএমআর নিয়ে অভিযোগ দায়েরের শেষ দিন কবে ? সময়সীমা জানতে চেয়ে এনটিএ’কে সুপ্রিম-নির্দেশ - NEET UG Paper Leak CASE

author img

By PTI

Published : Jun 27, 2024, 10:21 PM IST

SC issues notice to NTA on 2024 NEET-UG Irregularities: নিট-নেট দুর্নীতি একের পর এক অভিযোগ জমা পড়ছে সুপ্রিম কোর্টে ৷ পরীক্ষার্থীরা ওএমআর শিট পাননি বলে অভিযোগ করে চলেছেন ৷ এই নিয়ে এনটিএ’কে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ওএমআর শিট সম্পর্কিত অভিযোগ জানানোর সময়সীমা জানাতে টেস্টিং এজেন্সিকে নির্দেশ দিয়েছে বিচারপতি মিশ্র এবং ভাট্টির অবকাশকালীন বেঞ্চ ৷

Supreme Court of India on NEET-UG Row
নিট-ইউজি বিতর্কে সুপ্রিম কোর্টের নির্দেশ (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 27 জুন: নিট-ইউজি মামলায় নয়া মোড় ৷ বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের দেওয়া ওএমআর শিট সম্পর্কিত অভিযোগ উত্থাপনের কোনও সময়সীমা আছে কি না, তা জানতে চেয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় । এই মামলায় পরবর্তী শুনানির দিন 8 জুলাই ধার্য করেছে শীর্ষ আদালত ৷

এদিন বিচারপতি মনোজ মিশ্র এবং এসভিএন ভাট্টির অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ একটি বেসরকারি কোচিং সেন্টার এবং কয়েকজন নিট পরীক্ষার্থীর দায়ের করা নতুন আবেদনের ভিত্তিতে এনটিএ’কে এই নোটিশ জারি করা হয়েছে ৷ মামলাকারী পক্ষের অভিযোগ, কয়েকজন পড়ুয়া পরীক্ষায় দিলেও তাঁরা ওএমআর শিট হাতে পাননি ৷

এদিন শুনানিতে কোচিং সেন্টার ও পরীক্ষার্থীদের তরফে আইনজীবী ছিলেন আর বসন্ত ৷ শুনানির শুরুতেই তাঁর কাছে আদালত জানতে চায়, কীভাবে একটি প্রাইভেট কোচিং ইনস্টিটিউট 32 ধারায় সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারে ? প্রতিষ্ঠানটির কী ধরনের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে ?

এনটিএ’র পক্ষের আইনজীবী জানান, ওএমআর শিটগুলি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ৷ পাশাপাশি সেগুলি পরীক্ষার্থীদেরও দেওয়া হয়েছিল । তখন বেঞ্চ তাঁর কাছে জানতে চায়, ওএমআর শিট সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য কোনও সময়সীমা আছে কি না ৷ টেস্টিং এজেন্সি তখন আদালতে জানায়, তারা শীঘ্রই বিষয়টি জানাবে ৷

এদিকে শুনানি চলাকালীন মামলাকারী পক্ষের আইনজীবী আর বসন্ত উল্লেখ করেন, ওএমআর শিট নিয়ে অভিযোগ জানানোর কোনও নির্দিষ্ট পদ্ধতি বা সময়সীমা নেই ৷ ফলে সাময়িক সুরাহা পেতে পরীক্ষার্থীরা ওএমআর শিটটি হাতে পেতে চাইছেন ৷ তখন বেঞ্চ পরীক্ষা পরিচালনকারী সংস্থা এনটিএ’কে শীঘ্রই বিষয়টি স্পষ্ট করে লিখিতভাবে জানানোর নির্দেশ দেয় ৷

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বেনিয়মের অভিযোগে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷ আবেদনকারীদের মধ্যে অনেকে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি বাতিলের দাবিও জানিয়েছেন ৷ সেই মামলাগুলির শুনানিতে 20 জুন দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং অন্যদের থেকে জানতে চেয়েছে, 2024 সালের নিট-ইউজি বাতিল হবে কি না ৷ এছাড়া আদালতের নজরদারিতে এর তদন্ত হবে কি না ৷

নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগে এর আগেও কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ শুনানিতে কেন্দ্রীয় সরকার ও এনটিএ’কে জানিয়েছিল, পরীক্ষায় সামান্য বেনিয়ম হলেও ব্যবস্থা নিতে হবে ৷ 0.001 শতাংশ অনিয়ম হলেও ব্যবস্থা নিতে হবে ৷ দুর্নীতিতে যুক্ত কেউ যেন ছাড় না পায় ৷ এর সঙ্গে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে ৷ তাঁদের স্বার্থই যেন সর্বাধিকার পায় ৷

2024 সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ জমা পড়েছে ৷ 5 মে দেশের 4 হাজার 750টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী এতে অংশ নেয় । বেনিয়মের অভিযোগ সামনে আসতেই বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয় ৷ এমনকী বিতর্কটিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও কোনও অংশে কম হচ্ছে না ৷

যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এক উচ্চপর্যায়ের আধিকারিক জানিয়েছিলেন, পরীক্ষা প্রক্রিয়া পরিচালনায় স্বচ্ছতার জন্য পর্যালোচনা করা হয়েছে ৷ তারপরই বিস্তারিত তদন্তের জন্য বিষয়টি সিবিআই’কে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত ৷ এই দুর্নীতির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও সাফ জানিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 27 জুন: নিট-ইউজি মামলায় নয়া মোড় ৷ বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের দেওয়া ওএমআর শিট সম্পর্কিত অভিযোগ উত্থাপনের কোনও সময়সীমা আছে কি না, তা জানতে চেয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় । এই মামলায় পরবর্তী শুনানির দিন 8 জুলাই ধার্য করেছে শীর্ষ আদালত ৷

এদিন বিচারপতি মনোজ মিশ্র এবং এসভিএন ভাট্টির অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ একটি বেসরকারি কোচিং সেন্টার এবং কয়েকজন নিট পরীক্ষার্থীর দায়ের করা নতুন আবেদনের ভিত্তিতে এনটিএ’কে এই নোটিশ জারি করা হয়েছে ৷ মামলাকারী পক্ষের অভিযোগ, কয়েকজন পড়ুয়া পরীক্ষায় দিলেও তাঁরা ওএমআর শিট হাতে পাননি ৷

এদিন শুনানিতে কোচিং সেন্টার ও পরীক্ষার্থীদের তরফে আইনজীবী ছিলেন আর বসন্ত ৷ শুনানির শুরুতেই তাঁর কাছে আদালত জানতে চায়, কীভাবে একটি প্রাইভেট কোচিং ইনস্টিটিউট 32 ধারায় সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারে ? প্রতিষ্ঠানটির কী ধরনের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে ?

এনটিএ’র পক্ষের আইনজীবী জানান, ওএমআর শিটগুলি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ৷ পাশাপাশি সেগুলি পরীক্ষার্থীদেরও দেওয়া হয়েছিল । তখন বেঞ্চ তাঁর কাছে জানতে চায়, ওএমআর শিট সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য কোনও সময়সীমা আছে কি না ৷ টেস্টিং এজেন্সি তখন আদালতে জানায়, তারা শীঘ্রই বিষয়টি জানাবে ৷

এদিকে শুনানি চলাকালীন মামলাকারী পক্ষের আইনজীবী আর বসন্ত উল্লেখ করেন, ওএমআর শিট নিয়ে অভিযোগ জানানোর কোনও নির্দিষ্ট পদ্ধতি বা সময়সীমা নেই ৷ ফলে সাময়িক সুরাহা পেতে পরীক্ষার্থীরা ওএমআর শিটটি হাতে পেতে চাইছেন ৷ তখন বেঞ্চ পরীক্ষা পরিচালনকারী সংস্থা এনটিএ’কে শীঘ্রই বিষয়টি স্পষ্ট করে লিখিতভাবে জানানোর নির্দেশ দেয় ৷

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বেনিয়মের অভিযোগে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷ আবেদনকারীদের মধ্যে অনেকে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি বাতিলের দাবিও জানিয়েছেন ৷ সেই মামলাগুলির শুনানিতে 20 জুন দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং অন্যদের থেকে জানতে চেয়েছে, 2024 সালের নিট-ইউজি বাতিল হবে কি না ৷ এছাড়া আদালতের নজরদারিতে এর তদন্ত হবে কি না ৷

নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগে এর আগেও কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ শুনানিতে কেন্দ্রীয় সরকার ও এনটিএ’কে জানিয়েছিল, পরীক্ষায় সামান্য বেনিয়ম হলেও ব্যবস্থা নিতে হবে ৷ 0.001 শতাংশ অনিয়ম হলেও ব্যবস্থা নিতে হবে ৷ দুর্নীতিতে যুক্ত কেউ যেন ছাড় না পায় ৷ এর সঙ্গে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে ৷ তাঁদের স্বার্থই যেন সর্বাধিকার পায় ৷

2024 সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ জমা পড়েছে ৷ 5 মে দেশের 4 হাজার 750টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী এতে অংশ নেয় । বেনিয়মের অভিযোগ সামনে আসতেই বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয় ৷ এমনকী বিতর্কটিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও কোনও অংশে কম হচ্ছে না ৷

যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এক উচ্চপর্যায়ের আধিকারিক জানিয়েছিলেন, পরীক্ষা প্রক্রিয়া পরিচালনায় স্বচ্ছতার জন্য পর্যালোচনা করা হয়েছে ৷ তারপরই বিস্তারিত তদন্তের জন্য বিষয়টি সিবিআই’কে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত ৷ এই দুর্নীতির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও সাফ জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.