ETV Bharat / bharat

পরীক্ষার্থীদের স্বার্থেই বাতিল UGC-NET, নতুন তারিখ শীঘ্রই; জানাল শিক্ষা মন্ত্রক - UGC NET 2024

UGC-NET 2024 Cancel: বুধবার রাতে বিবৃতি জারি করে বাতিল করা হয়েছে এবছরের ইউজিসি-নেট পরীক্ষা ৷ পরীক্ষা হয়েছিল 18 জুন ৷ একদিন পরেই তা বাতিল করে কেন্দ্রীয় সরকার ৷ কেউ এই পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ করেনি, স্পষ্ট করল শিক্ষা মন্ত্রক ৷

UGC NET 2024
বাতিল ইউজিসি-নেট 2024 পরীক্ষা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 20, 2024, 3:12 PM IST

Updated : Jun 20, 2024, 5:27 PM IST

নয়াদিল্লি, 20 জুন: কারও কোনও অভিযোগের কারণে 2024-এর ইউজিসি-নেট পরীক্ষা বাতিল হয়নি ৷ মন্ত্রক নিজস্ব সূত্রে যে খবর পেয়েছে, তার ভিত্তিতে এই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে ৷ বুধবার রাতে ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের পর বৃহস্পতিবার এই কথা জানাল শিক্ষা মন্ত্রক ৷ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত, জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

ইউজিসি-নিট পরীক্ষা বাতিল নিয়ে বলছেন শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব (ইটিভি ভারত)

শিক্ষা মন্ত্রকের যুগ্ম-সচিব গোবিন্দ জয়সওয়াল সাংবাদিকদের জানান, মন্ত্রকের কাছে যে খবর এসেছে তা বিস্তারিত জানানো যাবে না ৷ সেই খবর সিবিআই-কে দেওয়া হয়েছে এবং বর্তমানে তা নিয়ে তদন্ত চলছে ৷ পাশাপাশি খুব শীঘ্রই ইউজিসি-নেট পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে ৷

এদিন পরীক্ষার্থীদের স্বার্থের কথা জোর দিয়ে বলেন যুগ্ম-সচিব ৷ তিনি বলেন, "ভারতের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার থেকে কিছু খবর পাওয়া গিয়েছে ৷ সেই খবরের ভিত্তিতে শিক্ষা মন্ত্রকের প্রাথমিকভাবে মনে হয়েছে যে, ইউজিসি-নেট পরীক্ষায় হয়তো বেনিয়ম হলেও হতে পারে ৷ এরপর তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে ৷ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মন্ত্রক এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ পরবর্তী পরীক্ষার তারিখ খুব শীঘ্রই জানানো হবে ৷ এই বিষয়টি সিবিআইকেও জানানো হয়েছে, যাতে কোনও রকম বেনিয়ম হয়ে থাকলে, যাঁরা এতে জড়িত তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷"

18 জুন 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা হয়েছিল ৷ একদিন পরেই তা বাতিল করার সিদ্ধান্ত নেয় মন্ত্রক ৷ যুগ্ম-সচিব গোবিন্দ জয়সওয়াল আরও বলেন, "মন্ত্রক প্রতিটি স্তরে পরীক্ষার্থীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে দায়বদ্ধ ৷ যদি পরীক্ষায় কোনও বেনিয়ম হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে মন্ত্রক পিছপা হবে না ৷ আমরা সব এজেন্সির সঙ্গে কাজ করছি ৷ তাই অতি-সক্রিয় পদক্ষেপ করা হয়েছে, যাতে কেউ কোনও অভিযোগ করতে না পারে যে পরীক্ষার্থীদের স্বার্থের সঙ্গে আপস করা হয়েছে ৷"

নয়াদিল্লি, 20 জুন: কারও কোনও অভিযোগের কারণে 2024-এর ইউজিসি-নেট পরীক্ষা বাতিল হয়নি ৷ মন্ত্রক নিজস্ব সূত্রে যে খবর পেয়েছে, তার ভিত্তিতে এই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে ৷ বুধবার রাতে ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের পর বৃহস্পতিবার এই কথা জানাল শিক্ষা মন্ত্রক ৷ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত, জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

ইউজিসি-নিট পরীক্ষা বাতিল নিয়ে বলছেন শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব (ইটিভি ভারত)

শিক্ষা মন্ত্রকের যুগ্ম-সচিব গোবিন্দ জয়সওয়াল সাংবাদিকদের জানান, মন্ত্রকের কাছে যে খবর এসেছে তা বিস্তারিত জানানো যাবে না ৷ সেই খবর সিবিআই-কে দেওয়া হয়েছে এবং বর্তমানে তা নিয়ে তদন্ত চলছে ৷ পাশাপাশি খুব শীঘ্রই ইউজিসি-নেট পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে ৷

এদিন পরীক্ষার্থীদের স্বার্থের কথা জোর দিয়ে বলেন যুগ্ম-সচিব ৷ তিনি বলেন, "ভারতের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার থেকে কিছু খবর পাওয়া গিয়েছে ৷ সেই খবরের ভিত্তিতে শিক্ষা মন্ত্রকের প্রাথমিকভাবে মনে হয়েছে যে, ইউজিসি-নেট পরীক্ষায় হয়তো বেনিয়ম হলেও হতে পারে ৷ এরপর তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে ৷ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মন্ত্রক এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ পরবর্তী পরীক্ষার তারিখ খুব শীঘ্রই জানানো হবে ৷ এই বিষয়টি সিবিআইকেও জানানো হয়েছে, যাতে কোনও রকম বেনিয়ম হয়ে থাকলে, যাঁরা এতে জড়িত তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷"

18 জুন 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা হয়েছিল ৷ একদিন পরেই তা বাতিল করার সিদ্ধান্ত নেয় মন্ত্রক ৷ যুগ্ম-সচিব গোবিন্দ জয়সওয়াল আরও বলেন, "মন্ত্রক প্রতিটি স্তরে পরীক্ষার্থীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে দায়বদ্ধ ৷ যদি পরীক্ষায় কোনও বেনিয়ম হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে মন্ত্রক পিছপা হবে না ৷ আমরা সব এজেন্সির সঙ্গে কাজ করছি ৷ তাই অতি-সক্রিয় পদক্ষেপ করা হয়েছে, যাতে কেউ কোনও অভিযোগ করতে না পারে যে পরীক্ষার্থীদের স্বার্থের সঙ্গে আপস করা হয়েছে ৷"

Last Updated : Jun 20, 2024, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.