ETV Bharat / bharat

‘দেশকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি’, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হয়ে দাবি সোনিয়ার - Sonia Gandhi - SONIA GANDHI

Sonia Gandhi Slams PM Modi: কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক থেকে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন সোনিয়া গান্ধি। তাঁর দাবি, এই ফলাফল থেকেই স্পষ্ট দেশকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি।

Sonia Gandhi Slams PM Modi
কংগ্রেসর সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধি ও মল্লিকার্জুন খাড়গে (কংগ্রেসের এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Jun 8, 2024, 10:47 PM IST

নয়াদিল্লি, 8 জুন: দেশকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন নরেন্দ্র মোদি। সর্বসম্মতভাবে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়ে এমনই দাবি করলেন সোনিয়া গান্ধি। তাঁর কটাক্ষ, নির্বাচনে বিপর্যয়ের দায় নেওয়ার বদলে মোদি এখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি সারতেই ব্যস্ত।

সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় শনিবার সোনিয়া জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দেশকে বলতেন তাঁকে সমর্থন করার জন্য। বিজেপি বা এনডিএ-র শরিক দলকে সমর্থনের কোনও উল্লেখ তাঁর ভাষণে থাকত না। আর তাই নির্বাচনের এই ফল প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয়। সোনিয়ার কথায়, " দেশের জনগণের যে সমর্থন পাওয়ার কথা প্রধানমন্ত্রী বলতেন তা তিনি পাননি। আর তাই দেশকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকাররও তিনি হারিয়েছেন। তবে দায় স্বীকার না করে তিনি এখন শপথগ্রহণের প্রস্ততি সারছেন। " পাশাপাশি আরও একবার মোদির দেশ পরিচালনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন সোনিয়া। তাঁর দাবি, কংগ্রেস আশা করে না মোদি দেশ পরিচালনের পদ্ধতিতে কোনও বদল আনবেন। আর তাই শরিকদের সঙ্গে নিয়ে কংগ্রেস মানুষের দাবিতে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।

অন্য একটি প্রসঙ্গে দলীয় সাংসদদের সোনিয়া জানান, এবার থেকে সংসদের ভিতরে সরকার পক্ষ আর যা খুশি তাই করতে পারবে না। শুধু সংখ্যার বলে আলোচনা ছাড়াই পছন্দমতো বিল পাস করিয়ে নিতেও পারবে না বিজেপি। তবে সংসদে বিজেপির বিরুদ্ধে লডা়ইটা যে সোজা হবে না তা তিনি ভালোই জানেন। আর তাই সোনিয়াকে বলতে শোনা গিয়েছে, "ধর্মনিরপেক্ষ চিন্তা-ভাবনাকে প্রাধান্য দিয়ে মানুষের দাবিতে আন্দোলন করে যাওয়াটা চ্যালেঞ্জিং । কংগ্রেস সাংসদদের সেই দায়িত্ব নিতে হবে। "

একইসঙ্গে তাঁকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন করা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন সোনিয়া । তাঁর মতে, এই সময়টা তাঁর কাছে আবেগঘন। কংগ্রেসের আপামর কর্মী-সমর্থকদের ভালোবাসায় তিনি আপ্লুত। এই ভালোবাসার সম্মান অটুট রাখতে যা যা করা দরকার তা তিনি করবেন বলেও জানিয়েছেন সোনিয়া গান্ধি।

নয়াদিল্লি, 8 জুন: দেশকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন নরেন্দ্র মোদি। সর্বসম্মতভাবে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়ে এমনই দাবি করলেন সোনিয়া গান্ধি। তাঁর কটাক্ষ, নির্বাচনে বিপর্যয়ের দায় নেওয়ার বদলে মোদি এখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি সারতেই ব্যস্ত।

সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় শনিবার সোনিয়া জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দেশকে বলতেন তাঁকে সমর্থন করার জন্য। বিজেপি বা এনডিএ-র শরিক দলকে সমর্থনের কোনও উল্লেখ তাঁর ভাষণে থাকত না। আর তাই নির্বাচনের এই ফল প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয়। সোনিয়ার কথায়, " দেশের জনগণের যে সমর্থন পাওয়ার কথা প্রধানমন্ত্রী বলতেন তা তিনি পাননি। আর তাই দেশকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকাররও তিনি হারিয়েছেন। তবে দায় স্বীকার না করে তিনি এখন শপথগ্রহণের প্রস্ততি সারছেন। " পাশাপাশি আরও একবার মোদির দেশ পরিচালনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন সোনিয়া। তাঁর দাবি, কংগ্রেস আশা করে না মোদি দেশ পরিচালনের পদ্ধতিতে কোনও বদল আনবেন। আর তাই শরিকদের সঙ্গে নিয়ে কংগ্রেস মানুষের দাবিতে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।

অন্য একটি প্রসঙ্গে দলীয় সাংসদদের সোনিয়া জানান, এবার থেকে সংসদের ভিতরে সরকার পক্ষ আর যা খুশি তাই করতে পারবে না। শুধু সংখ্যার বলে আলোচনা ছাড়াই পছন্দমতো বিল পাস করিয়ে নিতেও পারবে না বিজেপি। তবে সংসদে বিজেপির বিরুদ্ধে লডা়ইটা যে সোজা হবে না তা তিনি ভালোই জানেন। আর তাই সোনিয়াকে বলতে শোনা গিয়েছে, "ধর্মনিরপেক্ষ চিন্তা-ভাবনাকে প্রাধান্য দিয়ে মানুষের দাবিতে আন্দোলন করে যাওয়াটা চ্যালেঞ্জিং । কংগ্রেস সাংসদদের সেই দায়িত্ব নিতে হবে। "

একইসঙ্গে তাঁকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন করা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন সোনিয়া । তাঁর মতে, এই সময়টা তাঁর কাছে আবেগঘন। কংগ্রেসের আপামর কর্মী-সমর্থকদের ভালোবাসায় তিনি আপ্লুত। এই ভালোবাসার সম্মান অটুট রাখতে যা যা করা দরকার তা তিনি করবেন বলেও জানিয়েছেন সোনিয়া গান্ধি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.