ETV Bharat / bharat

রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি - সোনিয়া গান্ধি

Sonia Gandhi: রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন কংগ্রেসের সোনিয়া গান্ধি ৷ মঙ্গলবার তাঁর জয়ের বিষয়টি ঘোষণা করা হয়েছে রাজস্থান বিধানসভার তরফে ৷ একই সঙ্গে বিজেপির দু’জনও ওই রাজ্য থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভার সাংসদ হলেন ৷

Sonia Gandhi
Sonia Gandhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 7:27 PM IST

জয়পুর, 20 ফেব্রুয়ারি: সংসদের নিম্নকক্ষ থেকে এবার উচ্চকক্ষে আসতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ এতদিন তিনি ছিলেন উত্তরপ্রদেশের রায়বরেলির সাংসদ ৷ এবার তিনি রাজস্থান রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন ৷ মঙ্গলবার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হিসেবে ঘোষণা করেন রাজস্থান বিধানসভার সচিব মহাবীর প্রসাদ শর্মা ৷

1999 সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন সোনিয়া গান্ধি ৷ প্রথমবার তিনি কর্ণাটকের বেল্লারি ও উত্তরপ্রদেশের আমেঠি আসন থেকে জিতেছিলেন ৷ পরে বেল্লারি আসনটি তিনি ছেড়ে দেন ৷ সাংসদ থেকে যান গান্ধি পরিবারের গড় হিসেবে পরিচিত আমেঠিতে ৷ 2004 সালে তিনি ভোটে লড়েন রায়বরেলি থেকে ৷ এই আসনটিও গান্ধি পরিবারের গড় হিসেবেই বরাবর পরিচিত ৷

ওই আসনে এখনও অপরাজিত সোনিয়া গান্ধি ৷ 2004 এর পর 2009, 2014 ও 2019 সালে সেখানে তিনি জিতেছেন ৷ কিন্তু এবার 77 বছর বয়সী এই নেত্রী লোকসভার বদলে রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ৷ সেই মতো রাজস্থান থেকে তিনি প্রার্থী হন ৷ আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে প্রথমবারের জন্য সংসদের উচ্চকক্ষের সদস্য হলেন ৷

এবার রাজস্থানের তিনটি আসনে ভোট ছিল ৷ দু’টি আসনের মেয়াদ আগামী 3 এপ্রিল শেষ হতে চলেছে ৷ তার মধ্যে একটিতে সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রসের মনমোহন সিং ৷ আর দ্বিতীয় আসনে সাংসদ ছিলেন বিজেপির ভূপেন্দ্র যাদব ৷ এছাড়া গত ডিসেম্বরে বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসেবে জয়ী হওয়ায় পদত্যাগ করেন কিড়োরি লাল মিনা ৷ সেই আসনটিও ফাঁকা হয়ে যায় ৷

এই তিন আসনে সোনিয়া গান্ধি ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন চুন্নিলাল গারাসিয়া ও মদন রাঠোর ৷ এঁরা বিজেপির সদস্য হলেন রাজ্যসভায় ৷ রাজস্থানে রাজ্যসভার আসন সংখ্যা 10 ৷ এ দিনের ফলাফলের পর ওই রাজ্য থেকে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা পৌঁছাল ছয়ে ৷ আর বাকি চারটি রইল কংগ্রেসের দখলে ৷

আরও পড়ুন:

  1. প্রথমবার রাজ্যসভা নির্বাচনে প্রার্থী সোনিয়া, রাজস্থানে মনোনয়ন জমা রাজীব-পত্নী'র
  2. 'স্বাগত জানাব না কেন', নরসিমহা রাওয়ের ভারতরত্ন প্রাপ্তিতে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সোনিয়ার
  3. মহিলা সংরক্ষণ বিল রাজীব গান্ধির স্বপ্ন ছিল, লোকসভায় বললেন সোনিয়া

জয়পুর, 20 ফেব্রুয়ারি: সংসদের নিম্নকক্ষ থেকে এবার উচ্চকক্ষে আসতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ এতদিন তিনি ছিলেন উত্তরপ্রদেশের রায়বরেলির সাংসদ ৷ এবার তিনি রাজস্থান রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন ৷ মঙ্গলবার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হিসেবে ঘোষণা করেন রাজস্থান বিধানসভার সচিব মহাবীর প্রসাদ শর্মা ৷

1999 সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন সোনিয়া গান্ধি ৷ প্রথমবার তিনি কর্ণাটকের বেল্লারি ও উত্তরপ্রদেশের আমেঠি আসন থেকে জিতেছিলেন ৷ পরে বেল্লারি আসনটি তিনি ছেড়ে দেন ৷ সাংসদ থেকে যান গান্ধি পরিবারের গড় হিসেবে পরিচিত আমেঠিতে ৷ 2004 সালে তিনি ভোটে লড়েন রায়বরেলি থেকে ৷ এই আসনটিও গান্ধি পরিবারের গড় হিসেবেই বরাবর পরিচিত ৷

ওই আসনে এখনও অপরাজিত সোনিয়া গান্ধি ৷ 2004 এর পর 2009, 2014 ও 2019 সালে সেখানে তিনি জিতেছেন ৷ কিন্তু এবার 77 বছর বয়সী এই নেত্রী লোকসভার বদলে রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ৷ সেই মতো রাজস্থান থেকে তিনি প্রার্থী হন ৷ আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে প্রথমবারের জন্য সংসদের উচ্চকক্ষের সদস্য হলেন ৷

এবার রাজস্থানের তিনটি আসনে ভোট ছিল ৷ দু’টি আসনের মেয়াদ আগামী 3 এপ্রিল শেষ হতে চলেছে ৷ তার মধ্যে একটিতে সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রসের মনমোহন সিং ৷ আর দ্বিতীয় আসনে সাংসদ ছিলেন বিজেপির ভূপেন্দ্র যাদব ৷ এছাড়া গত ডিসেম্বরে বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসেবে জয়ী হওয়ায় পদত্যাগ করেন কিড়োরি লাল মিনা ৷ সেই আসনটিও ফাঁকা হয়ে যায় ৷

এই তিন আসনে সোনিয়া গান্ধি ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন চুন্নিলাল গারাসিয়া ও মদন রাঠোর ৷ এঁরা বিজেপির সদস্য হলেন রাজ্যসভায় ৷ রাজস্থানে রাজ্যসভার আসন সংখ্যা 10 ৷ এ দিনের ফলাফলের পর ওই রাজ্য থেকে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা পৌঁছাল ছয়ে ৷ আর বাকি চারটি রইল কংগ্রেসের দখলে ৷

আরও পড়ুন:

  1. প্রথমবার রাজ্যসভা নির্বাচনে প্রার্থী সোনিয়া, রাজস্থানে মনোনয়ন জমা রাজীব-পত্নী'র
  2. 'স্বাগত জানাব না কেন', নরসিমহা রাওয়ের ভারতরত্ন প্রাপ্তিতে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সোনিয়ার
  3. মহিলা সংরক্ষণ বিল রাজীব গান্ধির স্বপ্ন ছিল, লোকসভায় বললেন সোনিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.