ETV Bharat / bharat

হাথরসকাণ্ডে ষড়যন্ত্র! ভিড়ে বিষাক্ত পদার্থের জেরে পদপিষ্ট; বড় দাবি ভোলে বাবার আইনজীবীর - Hathras Stampede - HATHRAS STAMPEDE

Bhole Baba's Lawyer on Hathras Stampede: হাথরসে সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে ৷ সেদিন ভিড়ের মধ্যে বিষাক্ত পদার্থ ছড়িয়ে দেওয়া হয়, হাথরসকাণ্ডে বিস্ফোরক দাবি করেছেন ভোলে বাবার আইনজীবী ৷

Self Styled Godman Bhole Baba's Lawyer claims conspiracy
হাথরসকাণ্ডে ভোলে বাবার আইনজীবীর বিস্ফোরক দাবি (নিজস্ব ছবি)
author img

By PTI

Published : Jul 7, 2024, 9:00 PM IST

Updated : Jul 7, 2024, 9:29 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই: সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র ছিল ৷ ভিড়ের মধ্যে বিষাক্ত পদার্থযুক্ত ক্যান খোলা হয়েছিল ৷ সেই বিষাক্ত পদার্থ বাতাসে মিশে এই পদপিষ্টের ঘটনা ঘটে ৷ হাথরসকাণ্ডে প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন তাঁকে ৷ রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার আইনজীবী এপি সিং ৷

তিনি বলেন, "প্রত্যক্ষদর্শীরা আমার কাছে এসে বলেছে যে 15-16 জন লোকের কাছে বিষাক্ত পদার্থের ক্যান ছিল, যা তারা ভিড়ের মধ্যে খুলে দিয়েছিল । আমি নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট দেখেছি ৷ তাতে দেখা গিয়েছে যে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, আঘাতের কারণে নয় ।"

উত্তরপ্রদেশের হাথরসে ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরির সৎসঙ্গে গিয়ে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত 123 জন নিহত হয়েছেন, যাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু । ভোলে বাবার আইনজীবী এপি সিং এদিন 2 জুলাইয়ের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন ৷

তাঁর কথায়, ভোলে বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ পদপিষ্টের ঘটনার নেপথ্যে চক্রান্ত রয়েছে । তিনি বলেন, "অভিযুক্তদের পালাতে সাহায্য করার জন্য ঘটনাস্থলে গাড়ি রাখা ছিল । আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা তা জমা দেব । আমি এই প্রথম এই বিষয়ে কথা বলছি ।"

তিনি এও দাবি করেছেন যে, প্রত্যক্ষদর্শীরা তাঁর কাছে এসে জানিয়েছে ৷ পাশাপাশি তাদের নাম প্রকাশ না-করার অনুরোধও জানিয়েছে ৷ এপি সিং বলেন, "আমরা তাদের জন্য নিরাপত্তার দাবি জানাচ্ছি ।" এখনও পর্যন্ত হাথরসকাণ্ডে মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর-সহ ন'জনকে গ্রেফতার করা হয়েছে । পদপিষ্ট হওয়ার ঘটনায় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার বিরুদ্ধে স্থানীয় সিকন্দর রাও থানায় কোনও এফআইআর দায়ের হয়নি ৷ ওই সৎসঙ্গের অনুষ্ঠানে 80 হাজার দর্শনার্থীদের জমায়েতের অনুমতি দেওয়া হলেও 2.5 লক্ষ মানুষে সেদিন ভিড় করেছিল বলে জানা গিয়েছে ৷

এই ঘটনায় তদন্তে 3 সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ কমিশনের চেয়ারম্যান এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব ৷ এছাড়াও আছেন প্রাক্তন আইপিএস আধিকারিক ভবেশ কুমার এবং প্রাক্তন আইএএস আধিকারিক হেমন্ত রাও ৷ রবিবার হাথরসের ফুলরাই গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করতে যায় 3 সদস্যের বিচারবিভাগীয় কমিশন ৷ সদস্যরা জানিয়েছেন, যদি দরকার হয় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হবে ৷

নয়াদিল্লি, 7 জুলাই: সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র ছিল ৷ ভিড়ের মধ্যে বিষাক্ত পদার্থযুক্ত ক্যান খোলা হয়েছিল ৷ সেই বিষাক্ত পদার্থ বাতাসে মিশে এই পদপিষ্টের ঘটনা ঘটে ৷ হাথরসকাণ্ডে প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন তাঁকে ৷ রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার আইনজীবী এপি সিং ৷

তিনি বলেন, "প্রত্যক্ষদর্শীরা আমার কাছে এসে বলেছে যে 15-16 জন লোকের কাছে বিষাক্ত পদার্থের ক্যান ছিল, যা তারা ভিড়ের মধ্যে খুলে দিয়েছিল । আমি নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট দেখেছি ৷ তাতে দেখা গিয়েছে যে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, আঘাতের কারণে নয় ।"

উত্তরপ্রদেশের হাথরসে ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরির সৎসঙ্গে গিয়ে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত 123 জন নিহত হয়েছেন, যাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু । ভোলে বাবার আইনজীবী এপি সিং এদিন 2 জুলাইয়ের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন ৷

তাঁর কথায়, ভোলে বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ পদপিষ্টের ঘটনার নেপথ্যে চক্রান্ত রয়েছে । তিনি বলেন, "অভিযুক্তদের পালাতে সাহায্য করার জন্য ঘটনাস্থলে গাড়ি রাখা ছিল । আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা তা জমা দেব । আমি এই প্রথম এই বিষয়ে কথা বলছি ।"

তিনি এও দাবি করেছেন যে, প্রত্যক্ষদর্শীরা তাঁর কাছে এসে জানিয়েছে ৷ পাশাপাশি তাদের নাম প্রকাশ না-করার অনুরোধও জানিয়েছে ৷ এপি সিং বলেন, "আমরা তাদের জন্য নিরাপত্তার দাবি জানাচ্ছি ।" এখনও পর্যন্ত হাথরসকাণ্ডে মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর-সহ ন'জনকে গ্রেফতার করা হয়েছে । পদপিষ্ট হওয়ার ঘটনায় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার বিরুদ্ধে স্থানীয় সিকন্দর রাও থানায় কোনও এফআইআর দায়ের হয়নি ৷ ওই সৎসঙ্গের অনুষ্ঠানে 80 হাজার দর্শনার্থীদের জমায়েতের অনুমতি দেওয়া হলেও 2.5 লক্ষ মানুষে সেদিন ভিড় করেছিল বলে জানা গিয়েছে ৷

এই ঘটনায় তদন্তে 3 সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ কমিশনের চেয়ারম্যান এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব ৷ এছাড়াও আছেন প্রাক্তন আইপিএস আধিকারিক ভবেশ কুমার এবং প্রাক্তন আইএএস আধিকারিক হেমন্ত রাও ৷ রবিবার হাথরসের ফুলরাই গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করতে যায় 3 সদস্যের বিচারবিভাগীয় কমিশন ৷ সদস্যরা জানিয়েছেন, যদি দরকার হয় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হবে ৷

Last Updated : Jul 7, 2024, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.