ETV Bharat / bharat

'দিল্লিতে আলিঙ্গন, কেরলে ভিক্ষা'; কংগ্রেসের অবস্থান নিয়ে কটাক্ষ স্মৃতির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Smriti Irani slams Congress: 'ইন্ডিয়া' জোটের দুই সদস্য সিপিআই ও কংগ্রেস ৷ এদিকে তারাই লোকসভা ভোটে কেরলের ওয়েনাড়ে একে অপরের প্রতিপক্ষ ৷ এ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়লেন না কেন্দ্রীয় শিশু-কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ৷

ETV Bharat
কংগ্রেসকে কটাক্ষ করলেন স্মৃতি ইরানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 10:57 PM IST

বেঙ্গালুরু, 6 এপ্রিল: দক্ষিণে কংগ্রেসের অবস্থা নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ বিশেষত কেরলে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধিকে নিশানা করলেন বিজেপি নেত্রী ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে ওয়েনাড় থেকেই প্রার্থী হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল ৷ তবে তাঁর লড়াই সিপিআই প্রার্থী অ্যানি রাজার সঙ্গে ৷ এদিকে সিপিআই ও কংগ্রেস বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটেরই সদস্য ৷ এই ঘটনায় সরগরম দেশের রাজনীতি ৷

শুক্রবার স্মৃতি ইরানি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, "একদিকে বামফ্রন্টের দলগুলি রাহুল গান্ধিকে উত্তর প্রদেশে গিয়ে ভোটে লড়তে বলছে ৷ আবার অন্যদিকে একই বামফ্রন্টের সদস্যরা 'ইন্ডিয়া' জোটের বৈঠকের সময় কংগ্রেস নেতাকে জড়িয়ে ধরছে ৷" বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে স্মৃতি ইরানি জানান, বিরোধী পক্ষের এমনই পরিস্থিতি যে তারা ওয়েনাড়ে একে অপরের বিরুদ্ধে লড়ছে ৷ তিনি বলেন, "রাহুল গান্ধি উত্তর প্রদেশে গিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না কেন ?" এদিকে এই একই বামফ্রন্ট 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে যাচ্ছে ৷ তারা রাহুল গান্ধিকে জড়িয়ে ধরছে,জানান স্মৃতি ৷ এরপরেই তিনি কেরলের প্রসঙ্গ তুলে বলেন, "গতকাল আমি কেরলে বলেছি, দিল্লিতে হাগিং (জড়িয়ে ধরা), কেরলে বেগিং (ভিক্ষে করা) ৷"

বাদ যায়নি কর্ণাটক প্রসঙ্গও ৷ স্মৃতি ইরানি বলেন, "কর্ণাটকে কংগ্রেস এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, দিল্লে মে হাগিং, কেরালা মে বেগিং, কর্ণাটকা মে ঠগিং ৷" রাজনীতিতে আসার আগে স্মৃতি জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী ছিলেন ৷ এদিন তিনি মহিলাদের ভোট দিতে অনুরোধ করেন ৷ ভোট দেওয়াটা কোনও টিভি সিরিয়ালের খেলা নয় ৷ এটা একটা বড় দায়িত্ব ৷ তিনি বলেন, "আমি সব মহিলাদের অনুরোধ করছি, রাজনীতিতে মহিলাদের গুরুত্ব দিতে গেলে রাজনৈতিক ইস্যুগুলির দিকে নজর দিতে হবে ৷ 'শাঁস-বহু' সিরিয়ালগুলো বাস্তব জীবন থেকে অনেকটা দূরে ৷ যে মহিলারা এটা বোঝে, তারা সামাজিক এবং রাজনৈতিক জীবনে সফল হতে পারেন ৷"

শিশু ও নারী কল্যাণ মন্ত্রী আরও বলেন, "গান্ধি পরিবার শুধু ছবি তুলে, হেসে দেশটাকে লুট করে গিয়েছে ৷ আপনারা ভোট দেবেন ৷ এটা একটা বড় দায়িত্ব ৷ এটা কোনও টিভি সিরিয়ালের খেলা নয় ৷" এবারের লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট দক্ষিণ ভারত ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দক্ষিণের রাজ্যগুলিতে গিয়ে রোড শো করছেন, প্রচার সভা করছেন ৷ কেরলের ওয়েনাড় থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন ৷ এদিকে দক্ষিণ বারবারই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ৷ তার মধ্যে কেরলে এখনও কংগ্রেসের পরিস্থিতি বেশ ভালো ৷ এই রাজ্যে কংগ্রেসের 20 জন লোকসভা সাংসদ রয়েছে ৷

2019 সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি ওয়েনাড় থেকে 4.31 লক্ষ ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন ৷ এই নির্বাচনে কেরলে এটাই সবচেয়ে বেশি মার্জিন ছিল ৷ তিনি এলডিএফের পিপি সুন্নীরকে পরাজিত করে 64.94 শতাংশ ভোট পেয়েছিলেন ৷ এদিকে এনডিএ প্রার্থী বিডিজে(এস) নেতা তুষার ভেল্লাপল্লি মাত্র 78 হাজার ভোট পেয়েছিলেন, যা মাত্র 7.25 শতাংশ ৷ গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ 20টির মধ্যে 19টি আসনই দখলে নিয়েছিল ৷ এর মধ্যে কংগ্রেস 15টি আসনে জয়ী হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. অসমে বিজেপির সভায় হিমন্তর নাচ এখন অন্যতম আকর্ষণ
  2. গণতন্ত্র শক্তিশালী করার প্রতিষ্ঠানগুলিকেই দুর্বল করে দেওয়া হয়েছে: প্রিয়াঙ্কা
  3. মানুষ আবার বিজেপিকে বাছবে, দলের প্রতিষ্ঠাদিবসে বললেন মোদি

বেঙ্গালুরু, 6 এপ্রিল: দক্ষিণে কংগ্রেসের অবস্থা নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ বিশেষত কেরলে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধিকে নিশানা করলেন বিজেপি নেত্রী ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে ওয়েনাড় থেকেই প্রার্থী হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল ৷ তবে তাঁর লড়াই সিপিআই প্রার্থী অ্যানি রাজার সঙ্গে ৷ এদিকে সিপিআই ও কংগ্রেস বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটেরই সদস্য ৷ এই ঘটনায় সরগরম দেশের রাজনীতি ৷

শুক্রবার স্মৃতি ইরানি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, "একদিকে বামফ্রন্টের দলগুলি রাহুল গান্ধিকে উত্তর প্রদেশে গিয়ে ভোটে লড়তে বলছে ৷ আবার অন্যদিকে একই বামফ্রন্টের সদস্যরা 'ইন্ডিয়া' জোটের বৈঠকের সময় কংগ্রেস নেতাকে জড়িয়ে ধরছে ৷" বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে স্মৃতি ইরানি জানান, বিরোধী পক্ষের এমনই পরিস্থিতি যে তারা ওয়েনাড়ে একে অপরের বিরুদ্ধে লড়ছে ৷ তিনি বলেন, "রাহুল গান্ধি উত্তর প্রদেশে গিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না কেন ?" এদিকে এই একই বামফ্রন্ট 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে যাচ্ছে ৷ তারা রাহুল গান্ধিকে জড়িয়ে ধরছে,জানান স্মৃতি ৷ এরপরেই তিনি কেরলের প্রসঙ্গ তুলে বলেন, "গতকাল আমি কেরলে বলেছি, দিল্লিতে হাগিং (জড়িয়ে ধরা), কেরলে বেগিং (ভিক্ষে করা) ৷"

বাদ যায়নি কর্ণাটক প্রসঙ্গও ৷ স্মৃতি ইরানি বলেন, "কর্ণাটকে কংগ্রেস এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, দিল্লে মে হাগিং, কেরালা মে বেগিং, কর্ণাটকা মে ঠগিং ৷" রাজনীতিতে আসার আগে স্মৃতি জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী ছিলেন ৷ এদিন তিনি মহিলাদের ভোট দিতে অনুরোধ করেন ৷ ভোট দেওয়াটা কোনও টিভি সিরিয়ালের খেলা নয় ৷ এটা একটা বড় দায়িত্ব ৷ তিনি বলেন, "আমি সব মহিলাদের অনুরোধ করছি, রাজনীতিতে মহিলাদের গুরুত্ব দিতে গেলে রাজনৈতিক ইস্যুগুলির দিকে নজর দিতে হবে ৷ 'শাঁস-বহু' সিরিয়ালগুলো বাস্তব জীবন থেকে অনেকটা দূরে ৷ যে মহিলারা এটা বোঝে, তারা সামাজিক এবং রাজনৈতিক জীবনে সফল হতে পারেন ৷"

শিশু ও নারী কল্যাণ মন্ত্রী আরও বলেন, "গান্ধি পরিবার শুধু ছবি তুলে, হেসে দেশটাকে লুট করে গিয়েছে ৷ আপনারা ভোট দেবেন ৷ এটা একটা বড় দায়িত্ব ৷ এটা কোনও টিভি সিরিয়ালের খেলা নয় ৷" এবারের লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট দক্ষিণ ভারত ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দক্ষিণের রাজ্যগুলিতে গিয়ে রোড শো করছেন, প্রচার সভা করছেন ৷ কেরলের ওয়েনাড় থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন ৷ এদিকে দক্ষিণ বারবারই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ৷ তার মধ্যে কেরলে এখনও কংগ্রেসের পরিস্থিতি বেশ ভালো ৷ এই রাজ্যে কংগ্রেসের 20 জন লোকসভা সাংসদ রয়েছে ৷

2019 সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি ওয়েনাড় থেকে 4.31 লক্ষ ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন ৷ এই নির্বাচনে কেরলে এটাই সবচেয়ে বেশি মার্জিন ছিল ৷ তিনি এলডিএফের পিপি সুন্নীরকে পরাজিত করে 64.94 শতাংশ ভোট পেয়েছিলেন ৷ এদিকে এনডিএ প্রার্থী বিডিজে(এস) নেতা তুষার ভেল্লাপল্লি মাত্র 78 হাজার ভোট পেয়েছিলেন, যা মাত্র 7.25 শতাংশ ৷ গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ 20টির মধ্যে 19টি আসনই দখলে নিয়েছিল ৷ এর মধ্যে কংগ্রেস 15টি আসনে জয়ী হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. অসমে বিজেপির সভায় হিমন্তর নাচ এখন অন্যতম আকর্ষণ
  2. গণতন্ত্র শক্তিশালী করার প্রতিষ্ঠানগুলিকেই দুর্বল করে দেওয়া হয়েছে: প্রিয়াঙ্কা
  3. মানুষ আবার বিজেপিকে বাছবে, দলের প্রতিষ্ঠাদিবসে বললেন মোদি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.