ETV Bharat / bharat

সলমনের ছবির গায়িকা ভেন্টিলেশনে, খোঁজ নিলেন মোদি

গায়িকা সারদা সিনহা ব্লাড ক্যানসারে আক্রান্ত ৷ গুরুতর অসুস্থ অবস্থায় এইমসে ভর্তি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর চিকিৎসার সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন পরিবারকে ।

Singer Sharda Sinha
গুরুতর অসুস্থ সারদা সিনহার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 12:28 PM IST

Updated : Nov 5, 2024, 1:31 PM IST

পটনা, 5 নভেম্বর: গুরুতর অসুস্থ বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহা ৷ দিল্লি এইমসে ভর্তি তিনি । সোমবার সন্ধ্যায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় । মঙ্গলবার সকালে সারদা সিনহার স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

জানা গিয়েছে, গায়িকার ছেলে অংশুমান সিনহার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি গায়িকার দ্রুত আরোগ্য কামনা করেছেন । এছাড়া সারদা সিনহার চিকিৎসায় তিনি সবধরনের সাহায্যেরও আশ্বাস দেন বলে জানা গিয়েছে ।

Singer Sharda Sinha
বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহা (ইটিভি ভারত)

মঙ্গলবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় সারদা সিনহার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খুব খারাপ গুজব ছড়িয়ে পড়েছিল । এ প্রসঙ্গে ছেলে অংশুমান সিনহা ইটিভি ভারতকে জানিয়েছেন, তাঁর মাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে । গুজবে কান দেওয়া উচিত নয় । তিনি বলেন, "সোশাল মিডিয়ায় ভুল খবর ছড়ানো হচ্ছে । চিকিৎসকের দল প্রতিনিয়ত মায়ের যত্ন নিচ্ছে । আমি নিজেও গিয়ে মাকে দেখে এসেছি । চোখের ইশারায় মায়ের সঙ্গে কথাও হয়েছে ।"

এইমসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গায়িকার রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল ৷ তাঁকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে । ছেলে অংশুমান সিনহা সোশাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত মায়ের স্বাস্থ্য সম্পর্কে তাঁর অনুরাগীদের আপডেট দিচ্ছেন ৷ অংশুমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ব্যক্তিগতভাবে তাঁর মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন ।

বিহারের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং আইকনিক ছট গীতে তাঁর অবদানের জন্য পরিচিত সারদা সিনহা ৷ সারদা সিনহাকে এই অঞ্চলের সাংস্কৃতিক দূত হিসেবে বিবেচনা করা হয় । বছরের পর বছর ধরে তাঁর কণ্ঠ ছট উৎসবের সমার্থক হয়ে উঠেছে ৷ ছট উৎসব বিহার এবং উত্তর ভারতের অন্যান্য অংশে ব্যাপকভাবে পালিত হয় ।

72 বছর বয়সি শিল্পী সারদা সিনহা 2018 সাল থেকে মাল্টিপল মায়লোমায় আক্রান্ত ৷ ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন তিনি । সোমবার তাঁর অবস্থার অবনতি হয় ৷ যার ফলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় ।

সারদা সিনহার বর্ণাঢ্য কর্মজীবন 1970-এর দশকে শুরু হয়েছিল এবং তিনি ভোজপুরি, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতে তাঁর কাজের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন । সলমন খান ও মাধুরী দীক্ষিতের 'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে 'বাবুল'-এর মতো বিখ্যাত গান বলিউডকে উপহার দিয়েছেন তিনি । এই গানের মধ্যে দিয়ে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন শিল্পী ।

2018 সালে শিল্পজগতে তাঁর অবদানের জন্য সারদা সিনহাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয় । তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন ৷

পটনা, 5 নভেম্বর: গুরুতর অসুস্থ বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহা ৷ দিল্লি এইমসে ভর্তি তিনি । সোমবার সন্ধ্যায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় । মঙ্গলবার সকালে সারদা সিনহার স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

জানা গিয়েছে, গায়িকার ছেলে অংশুমান সিনহার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি গায়িকার দ্রুত আরোগ্য কামনা করেছেন । এছাড়া সারদা সিনহার চিকিৎসায় তিনি সবধরনের সাহায্যেরও আশ্বাস দেন বলে জানা গিয়েছে ।

Singer Sharda Sinha
বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহা (ইটিভি ভারত)

মঙ্গলবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় সারদা সিনহার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খুব খারাপ গুজব ছড়িয়ে পড়েছিল । এ প্রসঙ্গে ছেলে অংশুমান সিনহা ইটিভি ভারতকে জানিয়েছেন, তাঁর মাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে । গুজবে কান দেওয়া উচিত নয় । তিনি বলেন, "সোশাল মিডিয়ায় ভুল খবর ছড়ানো হচ্ছে । চিকিৎসকের দল প্রতিনিয়ত মায়ের যত্ন নিচ্ছে । আমি নিজেও গিয়ে মাকে দেখে এসেছি । চোখের ইশারায় মায়ের সঙ্গে কথাও হয়েছে ।"

এইমসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গায়িকার রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল ৷ তাঁকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে । ছেলে অংশুমান সিনহা সোশাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত মায়ের স্বাস্থ্য সম্পর্কে তাঁর অনুরাগীদের আপডেট দিচ্ছেন ৷ অংশুমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ব্যক্তিগতভাবে তাঁর মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন ।

বিহারের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং আইকনিক ছট গীতে তাঁর অবদানের জন্য পরিচিত সারদা সিনহা ৷ সারদা সিনহাকে এই অঞ্চলের সাংস্কৃতিক দূত হিসেবে বিবেচনা করা হয় । বছরের পর বছর ধরে তাঁর কণ্ঠ ছট উৎসবের সমার্থক হয়ে উঠেছে ৷ ছট উৎসব বিহার এবং উত্তর ভারতের অন্যান্য অংশে ব্যাপকভাবে পালিত হয় ।

72 বছর বয়সি শিল্পী সারদা সিনহা 2018 সাল থেকে মাল্টিপল মায়লোমায় আক্রান্ত ৷ ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন তিনি । সোমবার তাঁর অবস্থার অবনতি হয় ৷ যার ফলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় ।

সারদা সিনহার বর্ণাঢ্য কর্মজীবন 1970-এর দশকে শুরু হয়েছিল এবং তিনি ভোজপুরি, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতে তাঁর কাজের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন । সলমন খান ও মাধুরী দীক্ষিতের 'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে 'বাবুল'-এর মতো বিখ্যাত গান বলিউডকে উপহার দিয়েছেন তিনি । এই গানের মধ্যে দিয়ে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন শিল্পী ।

2018 সালে শিল্পজগতে তাঁর অবদানের জন্য সারদা সিনহাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয় । তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন ৷

Last Updated : Nov 5, 2024, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.