তিরুমালা, 23 সেপ্টেম্বর: লাড্ডু বিতর্কের মধ্যে তিরুমালা তিরুপতি মন্দিরে মহা শান্তি হোমের আয়োজন হয়েছে। মন্দিরের শ্রীভরী নৈবেদ্য এবং লাড্ডু প্রসাদে ব্যবহৃত ঘি ভেজাল, এমনই অভিযোগ উঠেছিল ৷ এরপরই মন্দিরের পুরোহিত এবং ট্রাস্টের আধিকারিকরা প্রায়শ্চিত্তের জন্য শান্তি হোম করার সিদ্ধান্ত নেন। মন্দিরের যজ্ঞশালায় সোমবার সকাল ছ'টা থেকে এই হোম শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-র কার্যনির্বাহী আধিকারিক শ্যামলা রাও জানিয়েছেন, তিরুমালায় প্রসাদ তৈরিতে যে ঘি ব্যবহার করা হয়েছিল তাতে ভেজাল ছিল। তিনি বলেন, "এই অপকর্মের প্রায়শ্চিত্ত হিসেবে শান্তি হোমের আয়োজন করা হয়েছে।" অন্যদিকে, তিরুমালা তিরুপতি দেবস্থানম স্পষ্ট করে জানিয়েছে, তারা লাড্ডুর জন্য খাঁটি ঘিয়েরই বরাত দিয়েছে ৷
শ্যামলা রাও বলেন, "ঘিয়ের বিশুদ্ধতা নির্ধারণের জন্য 18 জনের একটি ল্যাব প্যানেল তৈরি করা হয়েছে। অগস্ট মাসে অনুষ্ঠিত পবিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে লাড্ডুতে ভেজাল নির্মূল করা হয়।" তবে ভক্তদের মধ্যে উদ্বেগ দূর করতে এই শান্তি হোমের আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।
টিটিডি কার্যনির্বাহী আধিকারিক শ্যামলা রাও এও জানান, তিরুমালা লাড্ডু অপবিত্র হওয়ার পরিপ্রেক্ষিতে ভক্তদের মধ্যে আস্থা ফেরাতে যথাযথ পদক্ষেপ করা হয়েছে। তাঁর কথায়, "আমরা স্বীকৃত কোম্পানি থেকে খাঁটি ঘি কিনছি ৷ ঘিয়ের মান পরীক্ষা করার জন্য উপযুক্ত ল্যাবরেটরিও করা হচ্ছে ৷ ঘিয়ের নমুনা এনএবিএল ল্যাবে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।"
শুধু সেখানেই যাবতীয় শনাক্তকরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷ শ্যামলা রাও জানান, তিরুমালায় কেন্দ্রীয় সরকার একটি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার ল্যাব স্থাপন করবে। শ্যামলা রাও জানান, 15 থেকে 17 অগস্ট তিরুমালার পবিত্রতা সম্পন্ন হয়েছিল। ভক্তদের উদ্বিগ্ন না-হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে টিটিডি-র তরফে।