ETV Bharat / bharat

ওড়িশার বালাসোরে পথ দুর্ঘটনা, আহত বঙ্গের 12 পর্যটক - ওড়িশায় বাস দুর্ঘটনা

Bus Accident in Odisha: নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারকে ধাক্কা মেরে রাস্তার পাশের জমিতে নেমে গেল বাস ৷ আহত 12 যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে ৷ যাত্রীরা সকলেই পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 12:51 PM IST

বালাসোর, 8 ফেব্রুয়ারি: ভোররাতে পথ দুর্ঘটনা ওড়িশায় ৷ ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷ সকলেই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার ভোররাতে ওড়িশার বালাসোর জেলার 60 নম্বর জাতীয় সড়কে নিধিপান্দা চকের কাছে একটি ডাম্পারের সঙ্গে পর্যটক বোঝাই বাসটির ধাক্কা লাগে ৷ তাতেই বাসটি রাস্তার ধারের জমিতে নেমে যায় ৷ তাতেই আহত হন বাসে থাকা 12 জন পর্যটক ৷

তথ্য অনুসারে জানা গিয়েছে, বাঁকুড়া থেকে পর্যটকরা জগন্নাথ দর্শনের জন্য পুরী এসেছিলেন । বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে । মাঝপথে বাসের টায়ার ফেটে যায় ৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ফলে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে নেমে যায় বাসটি ৷ যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ বাসে 60 জনেরও বেশি লোক ছিল ৷ তার মধ্যে 12 জন আহত হয়েছেন ৷

আহতদের উদ্ধার করে বালাসোর জেলা সদর হাসপাতালে (ডিএইচএইচ) নিয়ে যায় স্থানীয়রা । খবর পেয়ে আঞ্চলিক পরিবহণ কর্মকর্তা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ।

আরও পড়ুন :

  1. নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকার লরি উলটে গেল চারচাকার উপর ! রায়গঞ্জে পথদুর্ঘটনায় নিহত 2
  2. রামপুরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত অন্তত 4, আহত 11
  3. মেয়ের বিয়ের আচার-অনুষ্ঠান সেরে ঘরে ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের

বালাসোর, 8 ফেব্রুয়ারি: ভোররাতে পথ দুর্ঘটনা ওড়িশায় ৷ ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷ সকলেই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার ভোররাতে ওড়িশার বালাসোর জেলার 60 নম্বর জাতীয় সড়কে নিধিপান্দা চকের কাছে একটি ডাম্পারের সঙ্গে পর্যটক বোঝাই বাসটির ধাক্কা লাগে ৷ তাতেই বাসটি রাস্তার ধারের জমিতে নেমে যায় ৷ তাতেই আহত হন বাসে থাকা 12 জন পর্যটক ৷

তথ্য অনুসারে জানা গিয়েছে, বাঁকুড়া থেকে পর্যটকরা জগন্নাথ দর্শনের জন্য পুরী এসেছিলেন । বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে । মাঝপথে বাসের টায়ার ফেটে যায় ৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ফলে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে নেমে যায় বাসটি ৷ যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ বাসে 60 জনেরও বেশি লোক ছিল ৷ তার মধ্যে 12 জন আহত হয়েছেন ৷

আহতদের উদ্ধার করে বালাসোর জেলা সদর হাসপাতালে (ডিএইচএইচ) নিয়ে যায় স্থানীয়রা । খবর পেয়ে আঞ্চলিক পরিবহণ কর্মকর্তা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ।

আরও পড়ুন :

  1. নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকার লরি উলটে গেল চারচাকার উপর ! রায়গঞ্জে পথদুর্ঘটনায় নিহত 2
  2. রামপুরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত অন্তত 4, আহত 11
  3. মেয়ের বিয়ের আচার-অনুষ্ঠান সেরে ঘরে ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.