ETV Bharat / bharat

উত্তপ্ত মণিপুর, 10 সন্দেহভাজন জঙ্গিকে খতম সিআরপিএফের; আহত 2 জওয়ান

ফের অশান্ত মণিপুর ৷ সোমবার মণিপুরের জিবিরাম জেলায় ভয়াবহ গুলির লড়াইয়ে 10 জন সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করলেন জওয়ানরা ৷

MANIPUR VIOLENCE
এলাকার নিরাপত্তা কর্মী (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 9:35 PM IST

জিবিরাম (মণিপুর), 11 নভেম্বর: রক্তাক্ত মণিপুরের জিবিরাম জেলা ৷ সোমবার জিরিবাম জেলায় সিআরপিফের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত 10 জন সন্দেহভাজন জঙ্গি এনকাউন্টারের সময় দুই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানও আহত হয়েছেন ৷ পুলিশ বলেছে, তল্লাশি এখনও চলছে ৷ এলাকার 5 জন স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছেন ৷ তাঁদেরও সন্ধান চলছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, জিরিবামের জাকুরাধো এলাকায় মেইতি সম্প্রদায়ের কিছু দোকানে আগুন দেওয়া হয়েছিল। তারপর জওয়ানদের উপর হামলা চালায় ওই জঙ্গিরা ৷ এরপরই শুরু হয় গুলির লড়াই। সিআরপিএফের পাল্টা গুলিতে কমপক্ষে 10 জঙ্গির মৃত্যু হয়েছে। এই অভিযানে দুই সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

MANIPUR VIOLENCE
চলছে তল্লাশি (পিটিআই)

রবিবার পূর্ব ইম্ফল জেলার থামনাপোকপি, ইয়াইঙ্গাংপোকপি, সাবুংখোক-সহ বিভিন্ন এলাকায় মেশিনগান নিয়ে হামলা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপর। সোমবারও বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা সামনে এসেছে ৷ এর আগে, বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন জঙ্গিরা কুকি সম্প্রদায়ের অধ্যুষিত জিরিবাম জেলার একটি গ্রামে হামলা চালায়, যার ফলে একজন মহিলার মৃত্যু হয় ৷ পাশাপাশি, 10টি বাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

রাজ্যের রাজধানী ইম্ফল-সহ উপত্যকা এলাকায় রয়েছে মেইতেই সম্প্রদায়। যারা জনসংখ্যার প্রায় 53 শতাংশ। অন্যদিকে, জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকায় বসবাস কুকিদের। যারা 40 শতাংশ জনসংখ্যায়। 2023 সালের মে মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়েছিল মণিপুর। ঘটনার জেরে মৃত্যু হয় 250 জনেরও বেশি মানুষের। জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি ৷ দুই সম্প্রদায়ের মধ্যে 65 হাজার জন গৃহহীন হন ৷ তাঁদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয় ৷ সেই তখন থেকেই অশান্ত মণিপুর।

জিবিরাম (মণিপুর), 11 নভেম্বর: রক্তাক্ত মণিপুরের জিবিরাম জেলা ৷ সোমবার জিরিবাম জেলায় সিআরপিফের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত 10 জন সন্দেহভাজন জঙ্গি এনকাউন্টারের সময় দুই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানও আহত হয়েছেন ৷ পুলিশ বলেছে, তল্লাশি এখনও চলছে ৷ এলাকার 5 জন স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছেন ৷ তাঁদেরও সন্ধান চলছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, জিরিবামের জাকুরাধো এলাকায় মেইতি সম্প্রদায়ের কিছু দোকানে আগুন দেওয়া হয়েছিল। তারপর জওয়ানদের উপর হামলা চালায় ওই জঙ্গিরা ৷ এরপরই শুরু হয় গুলির লড়াই। সিআরপিএফের পাল্টা গুলিতে কমপক্ষে 10 জঙ্গির মৃত্যু হয়েছে। এই অভিযানে দুই সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

MANIPUR VIOLENCE
চলছে তল্লাশি (পিটিআই)

রবিবার পূর্ব ইম্ফল জেলার থামনাপোকপি, ইয়াইঙ্গাংপোকপি, সাবুংখোক-সহ বিভিন্ন এলাকায় মেশিনগান নিয়ে হামলা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপর। সোমবারও বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা সামনে এসেছে ৷ এর আগে, বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন জঙ্গিরা কুকি সম্প্রদায়ের অধ্যুষিত জিরিবাম জেলার একটি গ্রামে হামলা চালায়, যার ফলে একজন মহিলার মৃত্যু হয় ৷ পাশাপাশি, 10টি বাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

রাজ্যের রাজধানী ইম্ফল-সহ উপত্যকা এলাকায় রয়েছে মেইতেই সম্প্রদায়। যারা জনসংখ্যার প্রায় 53 শতাংশ। অন্যদিকে, জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকায় বসবাস কুকিদের। যারা 40 শতাংশ জনসংখ্যায়। 2023 সালের মে মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়েছিল মণিপুর। ঘটনার জেরে মৃত্যু হয় 250 জনেরও বেশি মানুষের। জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি ৷ দুই সম্প্রদায়ের মধ্যে 65 হাজার জন গৃহহীন হন ৷ তাঁদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয় ৷ সেই তখন থেকেই অশান্ত মণিপুর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.