ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা সেনাবাহিনীর ট্রাকের, আহত 5 জওয়ান - Army Truck Accident - ARMY TRUCK ACCIDENT

Army Truck Accident in Punjab: একটি সেনাবাহিনীর ট্রাক ও লরির সংঘর্ষ পঞ্জাবের জলন্ধরে ৷ ঘটনায় সেনা জওয়ান-সহ অনেকে আহত হয়েছেন ৷ জানা গিয়েছে, আর্মি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পাশ দিয়ে যাওয়া ট্রাক ও পরে মাঝের রেলিংয়ে ধাক্কা মেরে উলটে যায় ৷

ETV BHARAT
নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা সেনাবাহিনীর ট্রাকের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 7:29 PM IST

জলন্ধর (পঞ্জাব), 20 জুলাই: নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাকে ধাক্কা মারল সেনাবাহিনীর ট্রাক ৷ ঘটনায় 5 সেনা জওয়ান আহত হয়েছেন ৷ ট্রাকে ধাক্কা মেরে সেনার ট্রাকটি রাস্তায় উলটে যায় ৷ শনিবার ভোর 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে ৷ ঘটনায় আহত জওয়ানদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

জলন্ধর পুলিশের তরফে জানান হয়েছে, ভোর 6টা নাগাদ জলন্ধরের সুচি গ্রামের কাছে হাইওয়েতে ঘটনাটি ঘটেছে ৷ পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দু’টি ট্রাকের মাঝখান দিয়ে দ্রুত গতিতে চলে আসে সেনার ট্রাকটি ৷ এরপর সেটি রাস্তার ডান দিক দিয়ে যাওয়া ট্রাকে ধাক্কা মারে ও ডিভাইডার ভেঙে উলটো দিকের লেনে গিয়ে পড়ে ৷ সেখানে সেনার ট্রাকটি উলটে যায় ৷ যদিও, সিসিটিভি ফুটেজে এটা বোঝা যায়নি কেন, সেনার ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ৷

তবে, প্রত্যক্ষদর্শী এবং পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পিছন থেকে কোনও গাড়ি সেনারবাহিনীর ট্রাকে ধাক্কা মারে ৷ এরপর চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দু’টি ট্রাকের মাঝে ঢুকে যায় ৷ ফলে ডান দিকে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মেরে রাস্তার ডিভাইডার ভেঙে উলটে যায় সেটি ৷ এই ঘটনায় ট্রাকে সওয়ার 5 জওয়ান গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের জলন্ধর ক্যান্টনমেন্টে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

এই দুর্ঘটনার ব্যাপকতা এতটাই ছিল যে, সেনার ট্রাকটি রেলিং ভেঙে বেরনোর পর দুমড়ে-মুচড়ে যায় ৷ পাশাপাশি, দ্বিতীয় ট্রাকটিরও ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এই ঘটনায় সাতসকালে হাইওয়ের উপর যানজট তৈরি হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু’টিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ৷ তবে, প্রায় একঘণ্টার উপর যান চলাচল বন্ধ ছিল সেখানে ৷

জলন্ধর (পঞ্জাব), 20 জুলাই: নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাকে ধাক্কা মারল সেনাবাহিনীর ট্রাক ৷ ঘটনায় 5 সেনা জওয়ান আহত হয়েছেন ৷ ট্রাকে ধাক্কা মেরে সেনার ট্রাকটি রাস্তায় উলটে যায় ৷ শনিবার ভোর 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে ৷ ঘটনায় আহত জওয়ানদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

জলন্ধর পুলিশের তরফে জানান হয়েছে, ভোর 6টা নাগাদ জলন্ধরের সুচি গ্রামের কাছে হাইওয়েতে ঘটনাটি ঘটেছে ৷ পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দু’টি ট্রাকের মাঝখান দিয়ে দ্রুত গতিতে চলে আসে সেনার ট্রাকটি ৷ এরপর সেটি রাস্তার ডান দিক দিয়ে যাওয়া ট্রাকে ধাক্কা মারে ও ডিভাইডার ভেঙে উলটো দিকের লেনে গিয়ে পড়ে ৷ সেখানে সেনার ট্রাকটি উলটে যায় ৷ যদিও, সিসিটিভি ফুটেজে এটা বোঝা যায়নি কেন, সেনার ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ৷

তবে, প্রত্যক্ষদর্শী এবং পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পিছন থেকে কোনও গাড়ি সেনারবাহিনীর ট্রাকে ধাক্কা মারে ৷ এরপর চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দু’টি ট্রাকের মাঝে ঢুকে যায় ৷ ফলে ডান দিকে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মেরে রাস্তার ডিভাইডার ভেঙে উলটে যায় সেটি ৷ এই ঘটনায় ট্রাকে সওয়ার 5 জওয়ান গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের জলন্ধর ক্যান্টনমেন্টে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

এই দুর্ঘটনার ব্যাপকতা এতটাই ছিল যে, সেনার ট্রাকটি রেলিং ভেঙে বেরনোর পর দুমড়ে-মুচড়ে যায় ৷ পাশাপাশি, দ্বিতীয় ট্রাকটিরও ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এই ঘটনায় সাতসকালে হাইওয়ের উপর যানজট তৈরি হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু’টিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ৷ তবে, প্রায় একঘণ্টার উপর যান চলাচল বন্ধ ছিল সেখানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.