ETV Bharat / bharat

জঙ্গিদের নিশানায় সেনার গাড়ি, গুলমার্গের কাছেই গুলিযুদ্ধে মৃত এক - TERRORISTS ATTACK IN BOTA PATHRI

ফের জঙ্গি হামলা ৷ গুলমার্গের অনতিদূরে সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা ৷ মৃত্যু হয়েছে এক কুলির ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ।

Terrorists Attack
জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানা (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 11:06 PM IST

বারামুল্লা, 24 অক্টোবর: সেনার গাড়িতে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক কুলি ৷ আহত হয়েছেন আরও 4 জন ৷ তাঁদের মধ্যে 3 জন সেনা আধিকারিক ৷ সরকারি সূত্রে খবর, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল গুলমার্গের 6 কিমি দূরে সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ এলাকাটি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে ৷

বৃহস্পতিবার সন্ধ্যার সময় বোটা পাথরি এলাকায় জঙ্গিরা সেনার গাড়ি লক্ষ্য করে গুলি করে ৷ গাড়িটি তখন আফরাওয়াত রেঞ্জে নাগিন পোস্টের দিকে যাচ্ছিল ৷ গাড়ির ভিতরে থাকা সেনা জওয়ানরাও পাল্টা গুলি চালাতে থাকেন ৷ এই ঘটনায় একজন কুলির মৃত্যু হয় ৷ পাশাপাশি তিনজন সেনা এবং আরেকজন কুলি আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনীকে পাঠানো হয়েছে ৷

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, "ওই গাড়িটি 18 রাষ্ট্রীয় রাইফেলস-এর (আরআর) ৷ বোটা পাথরি থেকে গাড়িটি রওনা দিয়েছিল ৷ সেই সময় গাড়িটিকে নিশানা করা হয় ৷" জানা গিয়েছে, গুলিযুদ্ধের সময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে ৷ বারামুল্লা পুলিশ জানিয়েছে, জঙ্গি বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে ৷

এর কয়েক ঘণ্টা আগেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় একটি শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয় ৷ তাঁর নাম প্রীতম সিং ৷ তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ পুলওয়ামার ট্রাল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয় ৷ যদিও তিনি জঙ্গি হামলায় আহত হয়েছেন কি না, তা নিশ্চিত করেনি পুলিশ ৷ সম্প্রতি গান্ডেরবালে একটি টানেলে তৈরির জায়গায় 6 জন নির্মাণ শ্রমিক এবং এক চিকিৎসকের মৃত্যু হয় ৷

বারামুল্লা, 24 অক্টোবর: সেনার গাড়িতে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক কুলি ৷ আহত হয়েছেন আরও 4 জন ৷ তাঁদের মধ্যে 3 জন সেনা আধিকারিক ৷ সরকারি সূত্রে খবর, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল গুলমার্গের 6 কিমি দূরে সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ এলাকাটি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে ৷

বৃহস্পতিবার সন্ধ্যার সময় বোটা পাথরি এলাকায় জঙ্গিরা সেনার গাড়ি লক্ষ্য করে গুলি করে ৷ গাড়িটি তখন আফরাওয়াত রেঞ্জে নাগিন পোস্টের দিকে যাচ্ছিল ৷ গাড়ির ভিতরে থাকা সেনা জওয়ানরাও পাল্টা গুলি চালাতে থাকেন ৷ এই ঘটনায় একজন কুলির মৃত্যু হয় ৷ পাশাপাশি তিনজন সেনা এবং আরেকজন কুলি আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনীকে পাঠানো হয়েছে ৷

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, "ওই গাড়িটি 18 রাষ্ট্রীয় রাইফেলস-এর (আরআর) ৷ বোটা পাথরি থেকে গাড়িটি রওনা দিয়েছিল ৷ সেই সময় গাড়িটিকে নিশানা করা হয় ৷" জানা গিয়েছে, গুলিযুদ্ধের সময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে ৷ বারামুল্লা পুলিশ জানিয়েছে, জঙ্গি বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে ৷

এর কয়েক ঘণ্টা আগেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় একটি শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয় ৷ তাঁর নাম প্রীতম সিং ৷ তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ পুলওয়ামার ট্রাল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয় ৷ যদিও তিনি জঙ্গি হামলায় আহত হয়েছেন কি না, তা নিশ্চিত করেনি পুলিশ ৷ সম্প্রতি গান্ডেরবালে একটি টানেলে তৈরির জায়গায় 6 জন নির্মাণ শ্রমিক এবং এক চিকিৎসকের মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.