ETV Bharat / bharat

বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ি উলটে মৃত একই পরিবারের 5 - Road Accident in Bihar

Road Accident in Bihar: বিহারের আরা শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । গাড়ি উলটে একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং 3 জন গুরুতর আহত হয়েছেন ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 12:43 PM IST

Road Accident in Bihar
বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা (নিজস্ব ছবি)

আরা (বিহার), 22 অগস্ট: বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে । নিহতরা সকলে একই পরিবারের বলে জানা গিয়েছে । এই দুর্ঘটনায় একজন নাবালিকা-সহ তিনজন অল্পের জন্য রক্ষা পান । তাঁরা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসধীন ৷ ঘটনাটি ঘটেছে গজরাজগঞ্জ থানার বিবিগঞ্জ ফোর লেন জাতীয় সড়ক 922 এলাকায় ।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে মৃত ও আহতদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে । মৃতরা হলেন ভূপ নারায়ণ (56), রেণু দেবী (50), বিপুল পাঠক (28), অর্পিতা পাঠক(25) এবং হর্ষ পাঠক (3) ৷ আহতদের মধ্যে রয়েছেন খুশি কুমারী (22), মধু দেবী (27) এবং 5 বছরের বেইলি কুমারী ৷ জানা গিয়েছে, পরিবারের লোকেরা গাড়ি করে উত্তরপ্রদেশের বিন্ধ্যাচল থেকে দর্শন করে ভোজপুর ফিরছিলেন । সেসময় গজরাজগঞ্জ থানা এলাকার বিবিগঞ্জের কাছে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । এরপরেই গাড়িটি গিয়ে ধাক্কা মারে রাস্তায় ধারে থাকা ডিভাইডারে । ঘটনাস্থলেই পরিবারের তিনজনের মৃত্যু হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু'জনের মৃত্যু হয় ৷

পুলিশ সূত্রে খবর, নিহত ও আহতরা সবাই আজিমাবাদ থানা এলাকার কামারিয়াও গ্রামের বাসিন্দা । বর্তমানে তাঁরা পাটনা বেইলি রোডে অবস্থিত তাঁদের ওপর একটি বাড়িতে থাকেন । নিহতদের মধ্যে বাবা-মা, ভাই-বোন এবং একটি নিষ্পাপ শিশু রয়েছে এবং দুই পুত্রবধূ ও বাড়ির এক মেয়ে আহত হয়েছে । ঘটনার পর স্থানীয় পুলিশ সেখানে পৌঁছয় ৷ নাবালিকা-সহ আহত পাঁচজনকে উদ্ধার করে আড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু'জনের মৃত্যু হয় ৷ তিনজন এখনও চিকিৎসা চলছে ৷ এছাড়াও পাঁচটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

আরা (বিহার), 22 অগস্ট: বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে । নিহতরা সকলে একই পরিবারের বলে জানা গিয়েছে । এই দুর্ঘটনায় একজন নাবালিকা-সহ তিনজন অল্পের জন্য রক্ষা পান । তাঁরা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসধীন ৷ ঘটনাটি ঘটেছে গজরাজগঞ্জ থানার বিবিগঞ্জ ফোর লেন জাতীয় সড়ক 922 এলাকায় ।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে মৃত ও আহতদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে । মৃতরা হলেন ভূপ নারায়ণ (56), রেণু দেবী (50), বিপুল পাঠক (28), অর্পিতা পাঠক(25) এবং হর্ষ পাঠক (3) ৷ আহতদের মধ্যে রয়েছেন খুশি কুমারী (22), মধু দেবী (27) এবং 5 বছরের বেইলি কুমারী ৷ জানা গিয়েছে, পরিবারের লোকেরা গাড়ি করে উত্তরপ্রদেশের বিন্ধ্যাচল থেকে দর্শন করে ভোজপুর ফিরছিলেন । সেসময় গজরাজগঞ্জ থানা এলাকার বিবিগঞ্জের কাছে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । এরপরেই গাড়িটি গিয়ে ধাক্কা মারে রাস্তায় ধারে থাকা ডিভাইডারে । ঘটনাস্থলেই পরিবারের তিনজনের মৃত্যু হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু'জনের মৃত্যু হয় ৷

পুলিশ সূত্রে খবর, নিহত ও আহতরা সবাই আজিমাবাদ থানা এলাকার কামারিয়াও গ্রামের বাসিন্দা । বর্তমানে তাঁরা পাটনা বেইলি রোডে অবস্থিত তাঁদের ওপর একটি বাড়িতে থাকেন । নিহতদের মধ্যে বাবা-মা, ভাই-বোন এবং একটি নিষ্পাপ শিশু রয়েছে এবং দুই পুত্রবধূ ও বাড়ির এক মেয়ে আহত হয়েছে । ঘটনার পর স্থানীয় পুলিশ সেখানে পৌঁছয় ৷ নাবালিকা-সহ আহত পাঁচজনকে উদ্ধার করে আড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু'জনের মৃত্যু হয় ৷ তিনজন এখনও চিকিৎসা চলছে ৷ এছাড়াও পাঁচটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.