হাথরস, 6 সেপ্টেম্বর: টেম্পোর সঙ্গে বাসের সংঘর্ষ ৷ তাতেই মৃত্যু হল 12 জনের ৷ আহত অনেক ৷ টেম্পোটিতে শিশু-সহ বেশ কয়েকজন ছিলেন ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাঁদপা কোতয়ালি এলাকার মিতাই বাইপাসে ৷ একটি যাত্রীবোঝাই টেম্পোর সঙ্গে আলিগড় ডিপোর বাসের সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী ৷ উপস্থিত হন পুলিশ সুপার নিপুন আগরওয়াল, জেলা ম্যাজিস্ট্রেট আশিস কুমার, সিও হিমাংশু মাথুর ৷ আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
এই ঘটনায় জেলাশাসক আশিস কুমার জানান যে, আগ্রা-আলিগড় জাতীয় সড়কে ওভারটেক করার সময় একটি রোডওয়েজ বাস একটি লোডারকে ধাক্কা দেয় । দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 16 জন ৷ তাঁদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্যত্র হাসপাতালে রেফার করা হয়েছে ।
পুলিশ সুপার নিপুন আগরওয়াল জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত সকলেই সাসনি থেকে খান্ডৌলি যাচ্ছিলেন । চালককে গ্রেফতারের চেষ্টা চলছে । একই সঙ্গে নিহতদের শনাক্ত করা হচ্ছে । টেম্পো করে প্রায় 30 জন লোক বাড়ি ফিরছিলেন । যার মধ্যে শিশু, নারী ও বৃদ্ধরাও রয়েছে । এদিকে আলিগড় থেকে কমিশনার চৈত্র ভি আইজি শালভ মাথুর আহতদের খোঁজ খবর নিতে জেলা হাসপাতালে পৌঁছন ।
जनपद हाथरस में एक सड़क दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद है।
— Yogi Adityanath (@myogiadityanath) September 6, 2024
मेरी संवेदनाएं मृतकों के शोक संतप्त परिजनों के साथ हैं।
जिला प्रशासन के अधिकारियों को घायलों का समुचित उपचार कराने हेतु निर्देश दिए हैं।
प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत आत्माओं को अपने श्री चरणों में…
হাথরসের এই বাস দুর্ঘটনায় সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পোস্টে তিনি লিখেছেন, "হাথরস জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ।নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা ।আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ।"