ETV Bharat / bharat

বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত 12, আহত অনেক - Hathras Road Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 8:08 PM IST

Updated : Sep 6, 2024, 9:59 PM IST

Road Accident in Hathras: উত্তরপ্রদেশের হাথরসে ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রাণ হারালেন 12 জন ৷ আহতের সংখ্যা অনেক ৷

UP Road Accident
হাথরসে বাস দুর্ঘটনায় প্রাণ গেল অনেকের (ইটিভি ভারত)

হাথরস, 6 সেপ্টেম্বর: টেম্পোর সঙ্গে বাসের সংঘর্ষ ৷ তাতেই মৃত্যু হল 12 জনের ৷ আহত অনেক ৷ টেম্পোটিতে শিশু-সহ বেশ কয়েকজন ছিলেন ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাঁদপা কোতয়ালি এলাকার মিতাই বাইপাসে ৷ একটি যাত্রীবোঝাই টেম্পোর সঙ্গে আলিগড় ডিপোর বাসের সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী ৷ উপস্থিত হন পুলিশ সুপার নিপুন আগরওয়াল, জেলা ম্যাজিস্ট্রেট আশিস কুমার, সিও হিমাংশু মাথুর ৷ আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

এই ঘটনায় জেলাশাসক আশিস কুমার জানান যে, আগ্রা-আলিগড় জাতীয় সড়কে ওভারটেক করার সময় একটি রোডওয়েজ বাস একটি লোডারকে ধাক্কা দেয় । দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 16 জন ৷ তাঁদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্যত্র হাসপাতালে রেফার করা হয়েছে ।

পুলিশ সুপার নিপুন আগরওয়াল জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত সকলেই সাসনি থেকে খান্ডৌলি যাচ্ছিলেন । চালককে গ্রেফতারের চেষ্টা চলছে । একই সঙ্গে নিহতদের শনাক্ত করা হচ্ছে । টেম্পো করে প্রায় 30 জন লোক বাড়ি ফিরছিলেন । যার মধ্যে শিশু, নারী ও বৃদ্ধরাও রয়েছে । এদিকে আলিগড় থেকে কমিশনার চৈত্র ভি আইজি শালভ মাথুর আহতদের খোঁজ খবর নিতে জেলা হাসপাতালে পৌঁছন ।

হাথরসের এই বাস দুর্ঘটনায় সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পোস্টে তিনি লিখেছেন, "হাথরস জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ।নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা ।আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ।"

হাথরস, 6 সেপ্টেম্বর: টেম্পোর সঙ্গে বাসের সংঘর্ষ ৷ তাতেই মৃত্যু হল 12 জনের ৷ আহত অনেক ৷ টেম্পোটিতে শিশু-সহ বেশ কয়েকজন ছিলেন ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাঁদপা কোতয়ালি এলাকার মিতাই বাইপাসে ৷ একটি যাত্রীবোঝাই টেম্পোর সঙ্গে আলিগড় ডিপোর বাসের সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী ৷ উপস্থিত হন পুলিশ সুপার নিপুন আগরওয়াল, জেলা ম্যাজিস্ট্রেট আশিস কুমার, সিও হিমাংশু মাথুর ৷ আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

এই ঘটনায় জেলাশাসক আশিস কুমার জানান যে, আগ্রা-আলিগড় জাতীয় সড়কে ওভারটেক করার সময় একটি রোডওয়েজ বাস একটি লোডারকে ধাক্কা দেয় । দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 16 জন ৷ তাঁদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্যত্র হাসপাতালে রেফার করা হয়েছে ।

পুলিশ সুপার নিপুন আগরওয়াল জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত সকলেই সাসনি থেকে খান্ডৌলি যাচ্ছিলেন । চালককে গ্রেফতারের চেষ্টা চলছে । একই সঙ্গে নিহতদের শনাক্ত করা হচ্ছে । টেম্পো করে প্রায় 30 জন লোক বাড়ি ফিরছিলেন । যার মধ্যে শিশু, নারী ও বৃদ্ধরাও রয়েছে । এদিকে আলিগড় থেকে কমিশনার চৈত্র ভি আইজি শালভ মাথুর আহতদের খোঁজ খবর নিতে জেলা হাসপাতালে পৌঁছন ।

হাথরসের এই বাস দুর্ঘটনায় সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পোস্টে তিনি লিখেছেন, "হাথরস জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ।নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা ।আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ।"

Last Updated : Sep 6, 2024, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.