রাইসেন (মধ্যপ্রদেশ), 12 মার্চ: মধ্যপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ের মিছিলে ঢুকে পড়ল ট্রাক ৷ ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ছ'জনের ৷ আহত হয়েছেন 10 জন ৷ আহতদের সকলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে পুলিশ ।
পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়, সোমবার সন্ধ্যায় একটি বিয়ের মিছিল রাইসেনের খামারিয়া গ্রামের দিকে যাচ্ছিল ৷ সে সময় ওই মিছিলে ঢুকে পড়ে ট্রাকটি ৷ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জনের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন । তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
জেলাশাসক অরবিন্দ কুমার দুবে বলেন, "আহতদের ভোপাল এইমস-এ ভরতি করা হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে । ঘটনায় মোট 6 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁরা সকলেই চিকিৎসাধীন রয়েছেন । দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক । তার খোঁজ চলছে । ট্রাকটি রাজস্থানের বলে জানা গিয়েছে । সেটি ভোপাল থেকে আসছিল ৷"
জানা গিয়েছে, ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয় ৷ পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে আসে ৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ পাশাপাশি একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ ট্রাক চালকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ৷ (সংবাদ সংস্থা-এএনআই)
আরও পড়ুন: