ETV Bharat / bharat

ট্রাক উলটে কাজুর বস্তার নীচে চাপা পড়ে মৃত 7, আহত 2 - Mini Truck Overturns

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 1:24 PM IST

Updated : Sep 11, 2024, 1:38 PM IST

Road Accident in Andhra Pradesh: পূর্ব গোদাবরীতে একটি মিনি ট্রাক উলটে সাত জনের প্রাণহানি হয়েছে । গাড়িটি বোররামপালেম থেকে তাদিমাল্লার দিকে কাজুবাদাম নিয়ে আসছিল ৷ তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । কাজুবাদাম বস্তার নীচে চাপা পড়ে সাত জনের মৃত্যু হয় ।

Road Accident in Andhra Pradesh
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

পূর্ব গোদাবরী (অন্ধ্রপ্রদেশ), 11 সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশে মিনি ট্রাক উলটে সাত জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন আরও দুজন । তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ দুঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার দেবরাপল্লী মণ্ডলের চিন্নাইগুডেমের চিলাকাওয়ারিপাকালুর এলাকায় । পূর্ব গোদাবরী জেলার পুলিশ সুপার নরসিমা কিশোর সাংবাদিকদের বলেন,"ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে । দু'জন বরাত জোরে প্রাণে বেঁচেছে ৷ তাঁরা কথা বলতে পারছেন । তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷"

জানা গিয়েছে, একটি মিনি ট্রাক অন্ধ্রপ্রদেশ রাজ্যের এলুরু জেলার টি নরসাপুরম মণ্ডলের বোররামপালেম গ্রাম থেকে কাজুবাদাম নিয়ে পূর্ব গোদাবরী জেলার নিদাদাভোলু মণ্ডলের তাদিমাল্লার দিকে আসছিল ৷ সেসময় মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অরিপতিদিব্বালু-চিন্নাইগুডেম সড়কের দেবরাপল্লী মণ্ডলের চিলাকাওয়ারিপাকালুর কাছে ফসলের খাদে উলটে যায় । এ সময় চালক-সহ 10 জন ছিলেন ওই মিনি ট্রাকে ছিলেন । ঘটনার পর চালক সেখান থেকে পালিয়ে যান । মিনি ট্রাকটি উলটে গেলে সাত জন কাজুর বস্তার নীচে চাপা পড়ে যান ৷ শ্বাসরোধ হয়ে তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয় ।

পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে । স্থানীয়দের সহায়তায় পুলিশ বস্তার নীচ থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোভভুরু সরকারি হাসপাতালে পাঠায় । এই ঘটনায় দেববট্টুলা বুরাইয়া (40), তাম্মিরেডি সত্যনারায়ণ (45), পি চিনামুসালাইয়া (35), কাত্তাভ কৃষ্ণ (40), কাত্তাভা সত্তিপান্ডু (40), তাদি কৃষ্ণ (45) এবং বোক্কা প্রসাদের মৃত্যু হয়েছে । আহতদের মধ্যে একজনের নাম ঘন্টা মধু (তাদিমাল্লা)। আরেকজনের নাম জানা যায়নি ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ পলাতক ট্রান চালকের খোঁজ চলছে ৷

পূর্ব গোদাবরী (অন্ধ্রপ্রদেশ), 11 সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশে মিনি ট্রাক উলটে সাত জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন আরও দুজন । তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ দুঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার দেবরাপল্লী মণ্ডলের চিন্নাইগুডেমের চিলাকাওয়ারিপাকালুর এলাকায় । পূর্ব গোদাবরী জেলার পুলিশ সুপার নরসিমা কিশোর সাংবাদিকদের বলেন,"ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে । দু'জন বরাত জোরে প্রাণে বেঁচেছে ৷ তাঁরা কথা বলতে পারছেন । তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷"

জানা গিয়েছে, একটি মিনি ট্রাক অন্ধ্রপ্রদেশ রাজ্যের এলুরু জেলার টি নরসাপুরম মণ্ডলের বোররামপালেম গ্রাম থেকে কাজুবাদাম নিয়ে পূর্ব গোদাবরী জেলার নিদাদাভোলু মণ্ডলের তাদিমাল্লার দিকে আসছিল ৷ সেসময় মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অরিপতিদিব্বালু-চিন্নাইগুডেম সড়কের দেবরাপল্লী মণ্ডলের চিলাকাওয়ারিপাকালুর কাছে ফসলের খাদে উলটে যায় । এ সময় চালক-সহ 10 জন ছিলেন ওই মিনি ট্রাকে ছিলেন । ঘটনার পর চালক সেখান থেকে পালিয়ে যান । মিনি ট্রাকটি উলটে গেলে সাত জন কাজুর বস্তার নীচে চাপা পড়ে যান ৷ শ্বাসরোধ হয়ে তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয় ।

পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে । স্থানীয়দের সহায়তায় পুলিশ বস্তার নীচ থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোভভুরু সরকারি হাসপাতালে পাঠায় । এই ঘটনায় দেববট্টুলা বুরাইয়া (40), তাম্মিরেডি সত্যনারায়ণ (45), পি চিনামুসালাইয়া (35), কাত্তাভ কৃষ্ণ (40), কাত্তাভা সত্তিপান্ডু (40), তাদি কৃষ্ণ (45) এবং বোক্কা প্রসাদের মৃত্যু হয়েছে । আহতদের মধ্যে একজনের নাম ঘন্টা মধু (তাদিমাল্লা)। আরেকজনের নাম জানা যায়নি ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ পলাতক ট্রান চালকের খোঁজ চলছে ৷

Last Updated : Sep 11, 2024, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.